অ্যাপশহর

Ravindra Jadeja Wife : IPL জিতেই জড়িয়ে ধরলেন স্ত্রী'কে, চোখে জল রবীন্দ্র জাদেজার

পঞ্চমবার আইপিএল খেতাব জয় করল চেন্নাই সুপার কিংস। তবে ফাইনাল ম্যাচে রবীন্দ্র জাদেজা না থাকলে চেন্নাইয়ের পক্ষে জয়টা বেশ কঠিন হয়ে যেত।

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 30 May 2023, 10:54 am
প্রায় তিনদিন ধরে চলল ২০২৩ আইপিএল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। শেষ বল পর্যন্ত দেখতে পাওয়া গেল কাঁটায়-কাঁটায় লড়াই। ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করলেন চেন্নাই সুপার কিংস দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তিনি মাত্র ৬ বলে ১৫ রান করেন এবং অপরাজিত থাকেন। গুজরাট টাইটান্সের হোম গ্রাউন্ডে শেষ ২ বলে চেন্নাইয়ের জয়ের জন্য ১০ রান দরকার ছিল। গোটা মরশুম তথা এই ম্যাচেও দুরন্ত বোলিং করলেন গুজরাটের পেসার মোহিত শর্মা। জাড্ডু ওভারের পঞ্চম বলে সোজা একটা ছক্কা হাঁকান। আর ইনিংসের শেষ বলে ফাইন লেগ দিয়ে একটা বাউন্ডারি মেরে চেন্নাইয়ের হাতে পঞ্চমবার আইপিএল খেতাব তুলে দেন। জয়ের পর আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না জাদেজা। সোজা তিনি স্ত্রী রিভাবাকে জড়িয়ে ধরলেন।
MS Dhoni: ফাইনালে CSK, অবসরের জল্পনা উসকে দিয়ে কী বললেন ধোনি?

Jadeja and Dhoni : জাড্ডুর ম্যাজিকে IPL জিতে হ‌ইহ‌ই CSK-র! চোখ মুদে নত মস্তকে ধ্যানে মগ্ন র‌ইলেন ধোনি
শেষ ওভারটা যখন শুরু হচ্ছিল, সেইসময় চেন্নাইয়ের জয়ের জন্য ১৪ রান দরকার ছিল। প্রথম চারটে বলে তো মাত্র ৩ রানই এসেছিল। কিন্তু, ২ বলে ১০ রান একেবারেই অসম্ভব ছিল না। কিন্তু, মোহিত শর্মা যেভাবে বল করছিলেন তাতে কাজটা যে বেশ কঠিন ছিল, তা নিয়েও কোনও সন্দেহ নেই। জাদেজা ওই ২ বলে শুধুমাত্র ১০ রানই করলেন না, হাজার হাজার চেন্নাই সমর্থকের মুখে শেষপর্যন্ত হাসি ফোটালেন।
MS Dhoni Retirement : এবার‌ই শেষ না পরের সিজন‌ও খেলবেন? IPL জিতে অবসর নিয়ে মুখ খুললেন ধোনি
বাড়িয়েছিলেন আত্মবিশ্বাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ষোড়শ মরশুমের ফাইনাল ম্যাচের দ্বিতীয় দিনও বৃষ্টি বাধা দেওয়ার চেষ্টা করেছিল। চেন্নাই ইনিংসের তৃতীয় বলে ঋতুরাজ গায়কোয়াড় একটি বাউন্ডারি হাঁকাতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি থামলেও আউটফিল্ড শুকোতে আরও খানিকটা সময় নষ্ট হয়। প্রায় ২ ঘণ্টা ২০ মিনিট পর শুরু হয় ম্যাচ। তৃতীয় দিন পর্যন্ত চলা এই ম্যাচে চেন্নাইয়ের সামনে নতুন টার্গেট দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রান।
IPL Champion: দেশবাসীর রাত জাগা সার্থক, কেরিয়ারের সম্ভাব্য শেষ IPL-এও চ্যাম্পিয়ন ধোনি
মনে হচ্ছিল কোনও সিনেমার চিত্রনাট্য

গত বছর গুজরাট বিধানসভা নির্বাচনে উত্তর জামনগর আসন থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন রিভাবা। আজ তাঁর রাজনৈতিক পরিচয় কারোর কাছেই অজানা নয়। এই পরিস্থিতিতে আইপিএল টুর্নামেন্টের অন্য ম্যাচগুলোয় বাকি ক্রিকেটারদের স্ত্রী'দের মতো তিনি হয়ত মাঠে উপস্থিত থাকতে পারেননি। কিন্তু, আইপিএল টুর্নামেন্টের ফাইনালে তিনি মাঠে উপস্থিত ছিলেন। আর চেন্নাইকে জেতানোর পর জাদেজা আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। সোজা রিভাবাকে তিনি জড়িয়ে ধরলেন।
MS Dhoni Golden Duck : সাথ দিল না বিখ্যাত লাক, কেরিয়ারের সম্ভাব্য শেষ IPL ফাইনালে ধোনি গোল্ডেন ডাক
ধোনিকেই কৃতিত্ব দিলেন জাদেজা

নিজের ঘরের দর্শকদের সামনে পঞ্চমবার আইপিএল খেতাব জয় করার পর জাদেজা বললেন, 'আমি গুজরাটের ছেলে। এটা আমার কাছে একটা বিশেষ প্রাপ্তি। আমি চেন্নাই সুপার কিংসের দর্শকদের অভিনন্দন জানাতে চাই। ওঁরা এতদিন আমাদের পাশে থেকেছেন, আমাদের সাপোর্ট করেছেন। এই জয়টা আমি মহেন্দ্র সিং ধোনিকে উৎসর্গ করতে চাই।'
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর