অ্যাপশহর

এবি'র ব্যাটে ঝড়, রাজস্থানকে ৭ উইকেটে হারাল বিরাটের বেঙ্গালুরু

RCB-র হয়ে এদিন দুরন্ত ব্যাটিং করেন এবি ডেভিলিয়ার্স। ২২ বলো ৫৫ রান করেন তিনি, মারেন ৬টি ছক্কা এবং ১টি চার।

EiSamay.Com 17 Oct 2020, 7:21 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্টিভ স্মিথের রাজস্থান রয়্যালস ৭ উইকেটে হারাল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উিকেট হারিয়ে ১৭৭ রান করে রাজস্থান। জবাবে পরে ব্যাট করে ১৯ ওভার ৪ বলেই ম্যাচ জিতে যায় ব্যাঙ্গালোর। RCB-র হয়ে এদিন দুরন্ত ব্যাটিং করেন এবি ডেভিলিয়ার্স। ২২ বলো ৫৫ রান করেন তিনি, মারেন ৬টি ছক্কা এবং ১টি চার।
EiSamay.Com AB
২২ বলো ৫৫ রান করেন এবি, মারেন ৬টি ছক্কা এবং ১টি চার।



- ১৯ ওভার ৪ বলেই ম্যাচ জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২২ বলে ৫৫ রান করলেন এবি ডেভিলিয়ার্স। রাজস্থানকে ৭ উইকেটে হারাল বেঙ্গালুরু।

- ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৯ রান করল RCB।

- ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ব্যাঙ্গালোরের স্কোর ১১৪।

- ৪৩ রানে আউট হয়ে গেলেন বিরাট কোহলি।

- জমে উঠছে দেবদূত বিরাটের জুটি।


- ৬ ওভার ১ বলে ৪৮ রান করল রাজস্থান।

- প্রথম উইকেট হারাল ব্যাঙ্গালোর। ১৪ রানে আউট হয়ে গেলেন অ্যারন ফিঞ্চ।

- ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৭৭ রান করল রাজস্থান রয়্যালস।

- ২ রানে প্যাভিলিয়নে ফিরলেন জোফরা আর্চার।

- ৫৭ রান করে আউট হয়ে গেলেন রাজস্থানের অধিনায়ক স্টিভ স্মিথ।

- ২৫ বলে ২৪ রান করে আউট হয়ে গেলেন জয় বাটলার।

- ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে রাজস্থানের স্কোর ৬৯।

- মাত্র ৯ রানে আউট হলেন সঞ্জু স্যামসন।

- ২২ বলে ৪১ রান করে চাহলের বলে আউট হয়ে গেলেন রবীন উথাপ্পা।

- ১৫ রানে আউট হয়ে গেলেন বেন স্টোকস।


- আইপিএলে ৪৫০০ রান পূর্ণ করলেন উথাপ্পা।


- ওপেন করতে নামলেন রবীন উথাপ্পা এবং বেন স্টোকস।

- দুই দলের একাদশ কেমন হচ্ছে, দেখে নিন-


- টসে জিতে প্রথমে ব্যাটিং নিল রাজস্থান রয়্যালস।


- পরিসংখ্যান কী বলছে দুই অধিনায়কের। দেখে নিন -


- দুবাইতে আজ ৩৩তম ম্যাচ।


এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল