অ্যাপশহর

বরখাস্ত রাহানে, রাজস্থান রয়্যালসের নতুন অধিনায়ক স্টিভ স্মিথ

যদিও ১ মে পর্যন্তই খেলতে পারবেন স্টিভ স্মিথ। তবে প্লে-অফে না গেলে, ততদিনে সব লিগ ম্যাচ খেলা হয়ে যাবে রাজস্থান রয়্যালসের।

EiSamay.Com 20 Apr 2019, 4:10 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ৮ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে দল। প্লে-অফে পৌঁছনো প্রায় অসম্ভব। অধিনায়ক অজিঙ্কা রাহানের টিমকে ঠিকঠাক মোটিভেট করতে পারছেন না বলে অভিযোগ ছিল। বেশ কিছু ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে ভুল সিদ্ধান্ত নিয়েছেন রাহানে। এমন সময়ে রাহানেকে সরিয়ে স্টিভ স্মিথকেই অধিনায়ক করল রাজস্থান রয়্যালস।
EiSamay.Com Rajasthan Royals
অজিঙ্কা রাহানে ও স্টিভ স্মিথ।



ঘরের মাঠে আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে রাজস্থানের হয়ে টস করতে যান স্টিভ স্মিথ। এর আগে ২০১৮ সালে রাজস্থানের অধিনায়ক ছিলেন স্মিথ। তবে বল বিকৃতি বিতর্কের পর তাঁকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট।

রাজস্থান রয়্যালসের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, 'অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথ রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেবেন। গতবছর প্লে-অফ পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়েছিলেন অজিঙ্কা রাহানে। তবে ফ্র্যাঞ্চাইজি এবার নতুন চিন্তাধারা চাইছে। স্মিথ বরাবরই নেতৃত্বের সিদ্ধান্তে ছিলেন। রাহানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।'

যদিও ১ মে পর্যন্তই খেলতে পারবেন স্টিভ স্মিথ। তবে প্লে-অফে না গেলে, ততদিনে সব লিগ ম্যাচ খেলা হয়ে যাবে রাজস্থান রয়্যালসের।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল