অ্যাপশহর

আরিয়ান-সুহানাদের হাতে দায়িত্ব দিয়েই কি ভুল করল নাইট ম্যানেজমেন্ট?

এর আগেও এই প্রশ্ন উঠেছিল যে কোন যোগ্যতার ভিত্তিতে আরিয়ান, সুহানা কিংবা জাহ্নবী IPL নিলাম অনুষ্ঠানে মতামত প্রকাশের অধিকার পেলেন। যে দুই ক্রিকেটারের উপরে কলকাতা নাইট রাইডার্সের ভরসা সবথেকে বেশি ছিল, ভেঙ্কটেশ আইয়ার এবং বরুণ চক্রবর্তী, তাঁদের চলতি মরশুমে মোটা টাকার অঙ্কে রিটেনও করা হয়। কিন্তু, টানা খারাপ পারফরম্যান্সের জেরে তাঁদেরই দলের প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়।

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 9 May 2022, 2:07 am
চলতি IPL টুর্নামেন্ট আপাতত অস্তবেলায়। টুর্নামেন্টের ৫৫টি ম্যাচ ইতিমধ্যেই খেলা হয়ে গিয়েছে। এই মুহূর্তে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের দিকে যদি একবার কেউ তাকান, তাহলে কলকাতা নাইট রাইডার্সের অবস্থা যে কতটা শোচনীয়, সেটা কার্যত হাড়ে হাড়ে টের পাবেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টেবিলে একেবারে নীচের দিক থেকে সেকেন্ড বয় হয়ে দাঁড়িয়ে রয়েছে। ১১ ম্যাচে তারা মাত্র ৮ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। জিতেছে মাত্র চারটে ম্যাচে আর হেরেছে সাতটায়। কিন্তু, কেন এমন করুণ পরিণতি হল কলকাতার এই ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির? উত্তর খুঁজতে নেমে বেশ অনেকগুলো ফ্যাক্টরই বুদবুদের মতো ভেসে উঠছে। তবে সবথেকে স্পষ্ট কারণ হিসেবে যেটা মনে করা হচ্ছে, তা হল দল নির্বাচন। দুর্বল দল নির্বাচনের কারণেই কলকাতা নাইট রাইডার্সকে একের পর এক ম্যাচে হারের মুখ দেখতে হচ্ছে, তা সকলেই একবাক্যে স্বীকার করছেন।
IPL ক্যাপ্টেনদের স্যালারির অঙ্কটা জানেন?

"কে কে হার.... কে কে হার", নাইট ব্রিগেডের পরাজয়ে উল্লসিত কলকাতাবাসী!
এখন প্রশ্ন উঠতেই পারে, কীভাবে হল এই দুর্বল দল গঠন? কারণ নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির হাতে তো অর্থের কোনও অভাব নেই। তবে অধিকাংশ ক্রিকেট সমর্থকই একথা মনে করছেন, যেটার অভাব রয়েছে তা হল অভিজ্ঞতা। না, খেলার অভিজ্ঞতার কথা এখানে আলোচ্য বিষয় নয়। নিলামের সময় ক্রিকেটার দলে নেওয়ার অভিজ্ঞতাই ভোগাচ্ছে নাইট শিবিরকে।

(ছবিটি কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে)

গত ১২ এবং ১৩ ফেব্রুয়ারি IPL টুর্নামেন্টের মেগা নিলাম আয়োজন করা হয়েছিল। সেই নিলাম অনুষ্ঠানে চমক দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। টেবিলে ভেঙ্কি মাইসোরের পাশে দেখতে পাওয়া গিয়েছিল শাহরুখ খানের ছেলে-মেয়ে আরিয়ান এবং সুহানা খান। এছাড়া উপস্থিত ছিলেন জুহি চাওলার মেয়ে জাহ্নবী মেহতা। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, এই নিলাম অনুষ্ঠানে কোনও ক্রিকেটারকে দলে নেওয়ার আগে এই তিনজন ক্ষণিকের আলোচনা সেরে নিচ্ছেন। তারপরই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে ওই ক্রিকেটার আদৌ কলকাতা ব্রিগেডে সুযোগ পাবেন কি না।
লখনউয়ের বিরুদ্ধে হারলেই কি এবারের IPL থেকে টা-টা নাইট ব্রিগেডের?
এর আগেও এই প্রশ্ন উঠেছিল যে কোন যোগ্যতার ভিত্তিতে আরিয়ান, সুহানা কিংবা জাহ্নবী IPL নিলাম অনুষ্ঠানে মতামত প্রকাশের অধিকার পেলেন। ভারতীয় সমর্থকদের একাংশের দাবি ছিল, যেহেতু এতদিন ধরে পরিবারের মধ্যে থেকে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যবসাটা চোখের সামনে থেকে দেখেছেন, তাই তাঁদেরও এই ব্যাপারে একটা পরিবারতান্ত্রিক মতামত প্রকাশের জায়গা তৈরি হয়েছে। তবে অধিকাংশ সমর্থকই এই বিষয়টির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এবং চলতি মরশুমে কলকাতার দলগঠন নিয়ে তীব্র প্রতিবাদ করেছিলেন।
শাহরুখ আউট হতেই আনন্দে উচ্ছ্বসিত সুহানা! দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
বিশেষ করে যখন বাংলার ক্রিকেটারদের বাদ দিয়ে অফ ফর্মে থাকা অজিঙ্কা রাহানে কিংবা রিঙ্কু সিংয়ের মতো অনামী ক্রিকেটারদের দলে নেওয়া হয়েছিল, তখন এই প্রতিবাদের পারদ অনেকটাই উর্ধ্বমুখী হয়েছিল। আফগানিস্তানের অলরাউন্ডার মহম্মদ নবিকে দলে নেওয়া হলেও তাঁকে দিয়ে রিজার্ভ বেঞ্চ গরম করানো ছাড়া, আর কিছুই করানো হল না। পাশাপাশি যে দুই ক্রিকেটারের উপরে কলকাতা নাইট রাইডার্সের ভরসা সবথেকে বেশি ছিল, ভেঙ্কটেশ আইয়ার এবং বরুণ চক্রবর্তী, তাঁদের চলতি মরশুমে মোটা টাকার অঙ্কে রিটেনও করা হয়। কিন্তু, টানা খারাপ পারফরম্যান্সের জেরে তাঁদেরই দলের প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়।
ফিঞ্চ তো চূড়ান্ত ফ্লপ, ওপেনিংয়ে কি আবারও রাহানেকেই আনবে নাইট ব্রিগেড?
আজ যখন কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে পড়ে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে নাইট সমর্থকেরা এই আরিয়ান, সুহানা এবং জাহ্নবীর দিকেই মূলত অভিযোগের আঙুল তুলছে। চলতি IPL মরশুমে দুটো নতুন দল যোগ দিয়েছে। তারা হল লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স। এই দুই দলেই সেই অর্থে কোনও জাঁকজমক নেই। নেই প্রচারের আলোও।
KKR মালিক চান না, বাংলার কোনও ক্রিকেটার নাইট ব্রিগেডে খেলুক: সম্বরণ বন্দ্যোপাধ্যায়
কিন্তু, নিলামের সময় এতটা সুনিপুনভাবে ক্রিকেটার নির্বাচন করেছিল বলেই আজ পয়েন্ট টেবিলে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে। আশা করা যায়, আগামীদিনে প্লেঅফের রাস্তাও যথেষ্ট মসৃণ হবে। আর কলকাতা? পরাজয়ের বোঝা মাথায় নিয়েই পরের মরশুমের জন্য দল নিয়ে ফের নতুন করে চিন্তাভাবনা করবে।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল