অ্যাপশহর

মুম্বইয়ের বিরুদ্ধে পেয়েছিলেন মারাত্মক চোট, কেমন আছেন রায়াডু?

দলের অন্যতম ভরসাযোগ্য ব্যাটসম্যান Ambati Rayadu। অভিজ্ঞ এই ব্যাটসম্যান একার দক্ষতায় ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। পাশাপাশি তাঁর ফিল্ডিংও দুর্দান্ত। গতকাল তাঁকে ৪ নম্বরে ব্যাট করতে পাঠান MS Dhoni।

Lipi 20 Sep 2021, 11:41 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: IPL-এর দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ জিতলেও চেন্নাই সুপার কিংসের জন্য খারাপ মুহূর্ত ছিল আম্বাতি রায়ডুর চোট। মাত্র তিন বল খেলেই চোট পেয়ে উঠে যান তিনি। যার পরে চিন্তায় পড়েন সমর্থকরা। মনে করা হয়েছিল, তিনি হয়ত ফের ব্যাট করতে নামবেন, কিন্তু তিনি নামেননি। ফিল্ডিংও করেননি। এই ঘটনায় কিছুটা হলেও হতাশ হয়েছেন সমর্থকেরা।
EiSamay.Com Ambati Rayadu Injury
চোটে কাহিল অম্বাতি রায়াডু, ছবি সৌজন্য - টুইটার


দলের অন্যতম ভরসাযোগ্য ব্যাটসম্যান অম্বাতি রায়ডু। অভিজ্ঞ এই ব্যাটসম্যান একার দক্ষতায় ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। পাশাপাশি তাঁর ফিল্ডিংও দুর্দান্ত। গতকাল তাঁকে ৪ নম্বরে ব্যাট করতে পাঠান মহেন্দ্র সিং ধোনি। সাধারণত এই জায়গায় ব্যাটিং করে থাকেন সুরেশ রায়না। কিন্তু বিপক্ষকে চমক দিতে রায়নাকে পাঁচ নম্বর পাঠানোর সিদ্ধান্ত নেন। কিন্তু তা বুমেরাং হয়ে যায়।

পাওয়ার প্লে চলাকালীন মধ্যে তখন দুই উইকেট হারিয়ে চাপে চেন্নাই সুপার কিংস। শূন্য রানে আউট হন মইন আলি ও ফাফ ডু প্লেসি। ক্রিজে হাল্কা ঘাস থাকার সুযোগ নিয়ে তখন আগুন ঝরাচ্ছেন মুম্বইয়ের দুই কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম মিলনে।

ম্যাচের দ্বিতীয় ওভারে ব্যাট করতে নেমে মিলনের সামনে পড়েন রায়াডু। তখন মিলনে দারুণ বোলিং করছিলেন। তিনি একের পর এক জোরে বল করতে থাকেন। তাঁর বল বুঝতে সমস্যা পড়ছিলেন ব্যাটসম্যানরা। সেই সময় মিলনের এটা বল এসে লাগে রায়ডুর বাঁ হাতে। সঙ্গে সঙ্গে ব্যাট ফেলে বসে পড়েন তিনি। ফিজিও আসেন। দেখা যায় হাতে বল এতটাই জোরে লেগেছে যে ব্যাট ঠিকমত তুলতে পারছেন না তিনি। শেষে শুশ্রুষার জন্য মাঠ থেকে উঠে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর বোলিংয়ের সময় ম্যাচের ১৯ তম ওভারে পায়ের পেশিতে টান পান দীপক চাহার। কিন্তু প্রাথমিক চিকিৎসাতেই তিনি বোলিং করেন। চেন্নাইয়ের হয়ে তিনিই সবথেকে সফল বোলার ছিলেন গত ম্যাচে।

তবে কোনও প্লেয়ারের চোট মারাত্মক নয়। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে চেন্নাই সুপার কিংসের কোচ স্টিভেন ফ্লেমিং বলেন, ‘রায়ডুর এক্স-রে করা হয়েছে। হাড় ভাঙেনি। আমরা ভয় পেয়েছিলাম হাড় ভেঙেছে ভেবে। কিন্তু এটা ভালো খবর। দীপক চাহারের পা-এ টান ধরেছে। ফিজিও পরীক্ষা করছে। মনে হয় চাহার সুস্থ হয়ে যাবে। পরের ম্যাচে দুই প্লেয়ারকেই পাব বলে আশা রাখি।’

গতকালের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি। শুরুতেই ভেঙে পড়তে থাকে চেন্নাইয়ের ব্যাটিং। ঋতুরাজ গায়কোয়াড় ও ডোয়েন ব্র্যাভোর ব্যাটিংয়ের সুবাদে ৬ উইকেট হারিয়ে ১৫৬ তোলে চেন্নাই। বোলিংয়ের মত ভালো শুরু ব্যাটিংয়ে হয়নি মুম্বইয়ের। ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় মুম্বইয়ের ইনিংস। ২০ রানে ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে উঠে যায় চেন্নাই।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল