অ্যাপশহর

‌নীতীশ, রাহুলের ব্যাটিংয়ে মুগ্ধ মর্গান,‌ নাইটদের ব্যাটিং নাকি ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে

জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করতে পেরে তৃপ্ত কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক (Kolkata Knight Riders)... নীতীশ রানা ও রাহুল ত্রিপাঠীর ব্যাটিংয়ে মুগ্ধ নাইট রাইডার্স অধিনায়ক

Lipi 13 Apr 2021, 1:35 am
এই সময় ডিজিটাল ডেস্ক: গত বছর মাঝপথে নেতৃত্ব পেয়ে দলকে প্লে অফের লড়াইয়ে তুলে নিয়ে এসেছিলেন। যদিও রান রেটের বিচারে শেষ পর্যন্ত প্লে অফ খেলা হয়নি। এবছর জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করতে পেরে তৃপ্ত কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক ইওয়িন মর্গান। তবে তিনি বেশি খুশি দলের জেতার ধরন দেখে। নীতীশ রানা ও রাহুল ত্রিপাঠীর ব্যাটিংয়ে মুগ্ধ নাইট রাইডার্স অধিনায়ক।
EiSamay.Com nitish fascinated by rahuls batting morgan batting of those knights can be devastating
‌নীতীশ, রাহুলের ব্যাটিংয়ে মুগ্ধ মর্গান,‌ নাইটদের ব্যাটিং নাকি ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে


ম্যাচের পর মর্গান বলেন, ‘‌নীতীশ রানা ও রাহুল ত্রিপাঠী যেভাবে ব্যাট করেছে, এককথায় দুর্দান্ত। এর থেকে ভাল শুরু হতে পারে না। নীতীশের ম্যাচ জেতানের ইনিংসে আমি খুবই খুশি। যে পরিকল্পনা নিয়ে ব্যাট করেছে, সত্যিই আমাকে দারুণ প্রভাবিত করেছে। ইতিবাচক মানসিকতা নিয়ে আগ্রাসী ব্যাটিং করেছে।’‌ তিনি আরও বলেন, ‘‌সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচটা খুবই কঠিন ছিল। আমরা ভাল রান তুলেছিলাম। জানতাম নিয়ন্ত্রিত বোলিং করলে জিততে সমস্যা হবে না।’‌

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যর্থ হলেও মিডল অর্ডারে বৈচিত্র‌্য আছে বলে মনে করছেন মর্গান। তাঁর কথায়, ‘‌রাহুল ত্রিপাঠী প্রথম ম্যাচে ৩ নম্বরে ভাল খেলেছে। আমাদের মিডল অর্ডার বহুমুখী। দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেলরা যদি নিজেদের ছন্দে খেলতে পারে, তাহলে আমাদের ব্যাটিং খুবই ধ্বংসাত্মক হয়ে উঠবে। যে কোনও ম্যাচে দলকে জয় এনে দিতে পারবে।’‌ দীনেশ কার্তিককে ৬ নম্বরে নামানো প্রসঙ্গে মর্গান বলেন, ‘‌এই মুহূর্তে কার্তিক ওই পজিশনে খুশিই। ওর সঙ্গে এই ব্যাপারে আমরা নিয়মিত আলোচনা করেছি।’‌ রান না পেলেও রাসেলেন পাশে দাঁড়িয়েছেন মর্গান।

প্রথম ম্যাচে হরভজন সিংকে ১ ওভারের বেশি বল দেননি নাইট অধিনায়ক। ভাজ্জির হাতে কেন প্রথম ওভারে বল তুলে দেওয়া হয়েছিল, সে প্রসঙ্গে মর্গান বলেন, ‘‌বিপক্ষের ব্যাটসম্যানদের শক্তি ও দুর্বলতা বিচার করে পরিকল্পনা করি। ভাজ্জিকে দিয়ে শুরুতে বোলিং করানোটা আমাদের পরিকল্পনার মধ্যে ছিল। ও তো প্রায় ব্রেক থ্রুও দিয়েছিল। ওর বলে কামিন্স ওয়ার্নারের ক্যাচ ধরতে পারেনি। বোলিং না করলেও ভাজ্জি নিঃস্বার্থভাবে বাকিদের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করে নিচ্ছিল।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল