অ্যাপশহর

MI vs SRH: অনবদ্য আর একটা জয়! ৩৪ রানে হায়দরাবাদকে হারাল মুম্বই

শারজাহে আজ সানরাইজার্স হায়দরাবাদ-কে ৩৪ রানে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। দলের হয়ে ৩৯ বলে ৬৭ রানের একটা দুরন্ত ইনিংস খেলেন কুইন্টন ডি'কক।

EiSamay.Com 4 Oct 2020, 7:42 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দুরন্ত জয় ছিনিয়ে নিল রোহিতের দল। শারজাহে ৩৪ রানে SRH-কে হারাল MI। এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০৮ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। দলের হয়ে ৩৯ বলে ৬৭ রানের একটা দুরন্ত ইনিংস খেলেন কুইন্টন ডি'কক। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান করে হায়দরাবাদ। দলের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার (৬০)। মুম্বইয়ের ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিনসন, যশপ্রীত বুমরাহ ২টি করে উইকেট তুলে নেন। ক্রুণাল পান্ডিয়া নেন ১টি উইকেট।
EiSamay.Com MI Beats SRH By 34 Runs
দুর্দান্ত বোলিং করলেন ট্রেন্ট বোল্ট!



- ৩৪ রানে SRH-কে হারাল MI।

- ৮ রানে ক্রুণাল পাণ্ডিয়ার বলে আউট প্রিয়ম গর্গ।

- মাত্র ৩ রান করে আউট হয়ে গেলেন কেন উইলিয়ামসন।

- ১০ ওভারে ২ উইকেট হারিয়ে হায়দরাবাদের স্কোর ৯৬।

- এই মুহূর্তে ক্রিজে রয়েছেন ডেভিড ওয়ার্নার এবং কেন উইলিয়ামসন।

- ১৯ বলে ৩০ রান করে প্যাটিনসনের বলে আউট হয়ে গেলেন মণীশ পাণ্ডে।

- ট্রেন্ট বোল্টের বলে আউট বেয়ারস্টো। ১৫ বলে করলেন ২৫ রান।

- ব্যাট করতে নামলেন SRH-এর দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো।

- ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৮ রান করল মুম্বই।

- ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান করল মুম্বই।

- ২৩ বলে ৩১ রান করে আউট হয়ে গেলেন মুম্বইয়ের ইশান কিষাণ।

- ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে মুম্বইয়ের সংগ্রহ ১৩৪।

- ৩৯ বলে ৬৭ রান করে রাশিদ খানের বলে আউট হয়ে গেলেন কুইন্টন ডি'কক।

- অর্ধশতরান করলেন কুইন্টন ডি'কক।

- ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০ করল মুম্বই। ক্রিজে ইশান কিষাণ এবং কুইন্টন ডি'কক।

- ২৭ রান করে সিদ্ধার্থ কউলের বলে আউট হয়ে গেলেন সূর্যকুমার যাদব।

- ৫ বলে ৬ রান করে সন্দীপ শর্মার বলে আউট হয়ে গেলেন রোহিত শর্মা।


- আজকের ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি সংখ্যাক IPL ম্যাচ খেলার রেকর্ড করলেন রোহিত শর্মা।


- কেমন হচ্ছে দুই দলের একাদশ, জানুন এক ক্লিকেই।

- টসে জিতে ব্যাট করতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স।

- মুম্বইকে আজ জব্দ করতে তৈরি হায়দরাবাদের রাশিদ খান।


- হার্দিক আজ চমক দেখাতে পারবেন?


- শারজাহ কাঁপিয়েছেন মুম্বইয়ের এই তারকারা


- আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে মহারণ



এক নজরে দুই টিম

মুম্বই

১. রোহিত-কুইন্টনের ওপেনিং জুটি পাওয়ার প্লে-তে কত রান তুলতে পারেন, সেটা গুরুত্বপূর্ণ।
২. পোলার্ড-হার্দিকের ভূমিকা ফিনিশারের। রান তাড়া করলে ছোট মাঠে তাঁদের কম বলে বেশি রান করতে হবে।
৩. ডেথ বোলিংয়ে বুমরার সফল হওয়া জরুরি।

হায়দরাবাদ

১. পাওয়ার প্লে-তে জ্বলে উঠতে হবে ওয়ার্নার-বেয়ারস্টোকে।
২. মিডল অর্ডারে ভরসা দিতে হবে প্রিয়ম গর্গ, মণীশ পাণ্ডেকে।
৩. রশিদ খানের আঁটোসাটো বোলিং ও ম্যাচ উইনিং পারফরম্যান্স জরুরি।

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল