অ্যাপশহর

MI vs RCB 2020 Scorecard: টানটান উত্তেজনা, সুপার ওভারে মুম্বইকে হারাল বিরাটবাহিনী

দুর্ধর্ষ খেলে ম্যাচ ড্র করলেন ইশান কিষাণ এবং কায়রন পোলার্ড। ৯৯ রানে ইশান কিষাণ আউট হতেই ম্যাচ ড্র হয়ে যায়। আর তার পরে সুপার ওভারেও রান তুলতে পারেনি রোহিতের দল। সুপার ওভারে মাত্র ৭ রান করেই থামতে হয় তাঁদের। আর সেই জায়গায় বিরাটের দল ১১ রান করে ম্যাচ জিতে নেয়।

EiSamay.Com 28 Sep 2020, 11:59 pm
EiSamay.Com RCB vs MI
এই সময় ডিজিটাল ডেস্ক: শেষ হাসিটা হাসলেন বিরাট কোহলিই। তবে তার জন্য কম কাঠখড় পোড়াতে হল না। দুর্ধর্ষ খেলে ম্যাচ ড্র করলেন ইশান কিষাণ এবং কায়রন পোলার্ড। ৯৯ রানে ইশান কিষাণ আউট হতেই ম্যাচ ড্র হয়ে যায়। আর তার পরে সুপার ওভারেও রান তুলতে পারেনি রোহিতের দল। সুপার ওভারে মাত্র ৭ রান করেই থামতে হয় তাঁদের। আর সেই জায়গায় বিরাটের দল ১১ রান করে ম্যাচ জিতে নেয়।

- সুপার ওভারে ১১ রান করে ম্যাচ জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

- সুপার ওভারে ১ উইকেট হারিয়ে ৭ রান করল মুম্বই।

- শেষ বলে পোলার্ডের চার। ম্যাচ ড্র। সুপার ওভার অবধি গড়াল ম্যাচ। ৫ উইকেট হারিয়ে ২০১ রান করল মুম্বই।

- ৯৯ রানে আউট ইষান কিষাণ।

- ফের ছয় ইশানের।

- ম্যাচ জিততে মুম্বইকে ৬ বলে ১৯ রান করতে হবে।

- ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৩ রান করল মুম্বই।

- দুরন্ত হাফ সেঞ্চুরি পোলার্ডের।

- ম্যাচ জমিয়ে দিয়েছেন ইশান-পোলার্ড জুটি। ৪৮ বলে ৭০ রানে ব্যাট করছেন ইশান এবং পোলার্ড খেলছেন ১৯ বলে ৪৭ রানে।

- এই মুহূর্তে ক্রিজে রয়েছেন ইশান কিষাণ এবং কায়রন পোলার্ড।


- ১৭ ওভারে ৪ উিকেট হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সংগ্রহ ১৪৯।

- ১৩ বলে ১৫ রান করে আউট হয়ে গেলেন হার্জিক পান্ডিয়া।

- ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে মুম্বইয়ের স্কোর ৭৮। ক্রিজে লড়ছেন হার্দিক পান্ডিয়া এবং ইশান কিষাণ।

- ৮ ওভারে ৫০ রানের গণ্ডি পেরোল মুম্বই।

- তৃতীয় উইকেটটিও হারিয়ে ফেলল মুম্বই ইন্ডিন্স। চাহলের বলে মাত্র ১৪ রান করেই আউট হয়ে গেলেন কুইন্টন ডি'কক।

- ৫ ওভারে ২ উিকেট হারিয়ে মুম্বইয়ের সংগ্রহ ৩০।

- শূন্য রানে প্যাভিলিয়নে ফিরলেন সূর্যকুমার যাদব।

- একটি ছক্কা হাঁকিয়েই ওয়াশিংটন সুন্দরের বলে মাত্র ৮ রান করে আউট হয়ে গেলেন রোহিত শর্মা।

- মাঠে নামলেন মুম্বইয়ের দুই ওপেনার।

- ১০ বলে ২৭ রান করলেন শিবম দুবে।

- ২০ ওভারে ২০১ রান করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

- মাঠে খেলছেন শিবদম দুবে ও এবি ।

- অর্ধশতরান করলেন এবি ডেভিলিয়ার্স। ২৩ বলে ৫৪ রানে খেলছেন এবি।

- ১৮ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে ১৭৪ রান করল বেঙ্গালুরু।

- ৪০ বলে ৫৪ রান করে আউট হয়ে গেলেন দেবদূত পাড়িক্কল।

- অর্ধশতরান করলেন দেবদূত পাড়িক্কাল।

- ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৩ রান করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

- মাঠে নেমেছেন এবি ডেভিলিয়ার্স। ৩৫ বলে ৪৮ করলেন দেবদূত পাড়িক্কল।

- ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১১০ রান করল বেঙ্গালুরু।

- আবার মুখ থুবড়ে পড়লেন বিরাট কোহলি। ১১ বলে খেলে ৩ রান করে রাহুল চাহরের বলে আউট হয়ে গেলেন বিরাট।

- ১০ ওভারে ৮৬ রান টিম বিরাটের।

- মাঠে নামলেন বিরাট কোহলি।

- ৩৫ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলে ট্রেন্ট বোল্টের বলে আউট অ্যারন ফিঞ্চ।

- ৭ ওভারে ৬৬ রান করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

- ৫ ওভার ৪ বলে বেঙ্গালুরুর সংগ্রহ ৫৮।

- শারজাহে আজ আ্যারন ফিঞ্চের ধামাকা। ২৩ বলে করলেন ৪০ রান। মারলেন পাঁচটি চার এবং একটি ছক্কা।

- ওপেন করতে নামলেন দেবদূত পাড়িক্কল এবং অ্যারন ফিঞ্চ।

- মুম্বই ও চেন্নাইয়ের কোন প্লেয়ারেরা আজ দলে নামছেন, জানুন-

- টসে জিতল মুম্বই ইন্ডিয়ান্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠাল টিম রোহিত।


- আইপিএলে বিরাট কোহলি, সুরেশ রায়নাদের ৫০০০ রানের ক্লাবে আজই চলে যাওয়ার সম্ভাবনা রোহিত শর্মার। আইপিএলে ৫০০০ রান থেকে তিনি মাত্র ১০ রান দূরে রয়েছেন।

- এই ম্যাচ ক্যাপ্টেন বিরাটের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। ক্যাপ্টেন হিসেবে আজ ১৫০ নম্বর টি-টোয়েন্টি ম্যাচ তাঁর। কুড়ি-বিশে ভারতকে ৩৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বিরাট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন হয়ে মাঠে নেমেছেন ১১২ বার।

- হোটেল ছেড়ে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের দিকে মুম্বই ইন্ডিয়ান্স।

- প্র্যাকটিস সেশনে চনমনে বিরাট কোহলির দল।


এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল