অ্যাপশহর

পোল্ট্রি ফার্মিং করবেন ধোনি! অর্ডার দিলেন ২০০০ কড়কনাথ মুরগি

লকডাউনের সময় অর্গ্যানিক ফার্মিংয়ের এক ঝলক দেখিয়েই জল্পনাটা শুরু করে দিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চাষাবাদে চরম আগ্রহ তাঁর। এবার ২০০০টি কড়কনাথ মুরগি অর্ডার করে সেই জল্পনাই জিইয়ে রাখলেন মাহি!

EiSamay.Com 13 Nov 2020, 5:33 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পোল্ট্রি ফার্মিং করতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সূত্রের খবর, ইতিমধ্যেই ২০০০টি কড়কনাথ প্রজাতির মুরগির অর্ডার দিয়েছেন রাঁচির রাজপুত্র। চিকেনের এই ধরনের ব্রিড আসলে ভারতে খুবই দুর্লভ। ব্যক্তির নাম যেহেতু মহেন্দ্র সিং ধোনি, তাই সামনের মাসেই রাঁচিতে তাঁর ফার্ম হাউসে পৌঁছে যাবে ২০০০টি কড়কনাথ প্রজাতির মুরগি।
EiSamay.Com MS Dhoni Poultry


নিজেরই এক প্রিয়বন্ধুর সূত্র ধরে আইএস তোমারের সঙ্গে যোগাযোগ করেন মাহি। এই আইএস তোমার নামক ব্যক্তিটি মধ্যপ্রদেশের ঝাবুয়াতে কড়কনাথ মুরগির রিসার্চ সেন্টার চালান। আর তারপরই ধোনি কন্ট্যাক্ট করেন থান্ডলার এক কৃষকের সঙ্গে। এই থান্ডলা জায়গাটিও মধ্যপ্রদেশে, ঝাবুয়ার খুবই কাছে। আইএস তোমারের মুরগি রিসার্চ সেন্টারে যাঁরা কাজ করেন, তাঁরা মূলত থান্ডলারই কৃষক এবং কর্মী।

সুতরাং, ধোনি যে এবার পাকাপাকি ভাবেই পোল্ট্রি ফার্মিং করতে চলেছে তা একপ্রকার পরিষ্কার। করোনার কারণে দীর্ঘদিনের জন্য পিছিয়ে যায় আইপিএল। দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকে। চেন্নাইতে প্র্যাকটিস শুরু করেও আবার রাঁচিতে ফিরে যান ধোনি। কারণ, দেশে কঠোর লকডাউন শুরু হয়ে যায়। সেই লকডাউনের সময়েই ধোনিকে বাড়ি থেকে অর্গ্যানিক ফার্মিং করতে দেখা গিয়েছিল। ট্র্যাক্টর চালাচ্ছেন মাহি, ব্যাপক ভাইরাল হয়েছিল সেই ছবি।

এর মাঝেই আবার ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন মহেন্দ্র সিং ধোনি। ঘরোয়া ক্রিকেটেও তাঁকে আর দেখা যাবে না। তবে আইপিএল যে তিনি খেলবেন তা পরিষ্কার করে দিয়েছেন। চলতি মরশুমের আইপিএলে প্লে-অফে যাওয়ার আগেই ছিটকে যায় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ধোনিও এবার আইপিএলে চমক খুব একটা দেখাতে পারেননি।

আরও পড়ুন: সোনা 'লুকিয়ে' দুবাই থেকে মুম্বই! এয়ারপোর্টে বাধা ক্রুণাল পাণ্ডিয়াকে

২০২১ সালে হলদে জার্সিতেই ফের আইপিএল খেলবেন থালা! ধোনি নিজেই বলে দিয়েছেন, সামনের বছরও চেন্নাইয়ের হলুদ জার্সিতে মাঠে নামবেন তিনি। পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএলের শেষ ম্যাচে মাঠে নামার আগে ড্যানি মরিসন যখন ধোনিকে জিজ্ঞাসা করেন, হলুদ জার্সিতে এটাই কি তোমার শেষ ম্যাচ? ধোনি তখন বলে দেন, 'ডেফিনেটলি নট'!

কোনও ম্যাচ না খেলে যদি আবার আইপিএলে খেলতে নেমে পড়েন মহেন্দ্র সিং ধোনি, তা হলে আবারও ভালো পারফরম্যান্স করা সম্ভব হবে না। অন্য কেউ নন, এমন মত স্বয়ং কপিল দেবের। ভারতের বিশ্বজয়ী অধিনায়ক সাফ বলছেন, 'ধোনি যদি প্রতিবারই আইপিএল খেলার কথা ভেবে থাকে, তা হলে ওর পক্ষে পারফর্ম করা সম্ভব নয়। বয়স নিয়ে কথা বলা হয়তো উচিত নয়। কিন্তু এটা মানতেই হবে ধোনির বয়স এখন ৩৯। এরপর আরও খেলে গেলে ওর শরীর ঠিক রাখতে হবে।'

আরও পড়ুন: অতিমারিতে মানুষকে অক্সিজেন জুগিয়েছে! রেকর্ড-ব্রেকিং ভিউয়ারশিপ IPL 2020-র

ধোনি সেই বিশ্বকাপ সেমিফাইনালে খেলার পর থেকে আর খেলেননি। নেমে পড়েছিলেন আইপিএল খেলতে। সেই প্রসঙ্গ টেনে এনে কপিল বলেন, '১০ মাস কোনও ক্রিকেট না খেলে আইপিএলে নেমে পড়লে কী অবস্থা হতে পারে, সেটা তো আমরা ধোনির ক্ষেত্রেই দেখলাম। আবার খুব বেশি ক্রিকেট খেললে জীবনে উত্থান-পতন থাকবেই। যেটা ক্রিস গেইলের সঙ্গে হচ্ছে।'

তা হলে ধোনির কী করা উচিত, সেই পরামর্শও দিয়েছেন কপিল। বলেন, 'ধোনির অবশ্যই ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। বিশেষ করে ঘরোয়া টি-টোয়েন্টি।'

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

পরের খবর