অ্যাপশহর

মাহির ছক্কায় এল কাঙ্খিত জয়, ১১বার IPL সেমিতে চেন্নাই

আজকের ম্যাচে মহেন্দ্র সিং ধোনি একটি নয়া কৃতিত্ব কায়েম করেন। চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক বৃহস্পতিবার টি-২০ লিগে কোনও একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে শততম ক্যাচের মাইলফলক স্পর্শ করলেন।

EiSamay.Com 30 Sep 2021, 11:39 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সেই চেনা মহেন্দ্র সিং ধোনিকেই এতদিন ধরে সবাই মিস করছিলেন, যিনি ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করার ক্ষমতা রাখেন। ২০১১ সালে বিশ্বকাপের ফাইনাল ম্য়াচের সেই ঐতিহাসিক দৃশ্যটার কথা মনে আছে তো। সেই লম্বা শটেই এল কাঙ্খিত জয়। বল গিয়ে পড়ল ডিপ মিড উইকেটের স্ট্যান্ডে। বাবার খেলা দেখে রীতিমতো উচ্ছ্বসিত ছোট্ট জিভাও। আর সেইসঙ্গে চলতি আইপিএল টুর্নামেন্টে সেমিফাইনাল পাকা করে ফেলল চেন্নাই সুপার কিংস।
EiSamay.Com MS Dhoni Helicopter Shot
সেই পরিচিত ছক্কায় ম্যাচ জেতালেন মহেন্দ্র সিং ধোনি, ছবি সৌজন্য - টুইটার


ম্যাচটা শেষের দিকে একেবারে টানটান উত্তেজনায় পৌঁছে গেলেও শেষপর্যন্ত জয়ের হাসি হাসল সুপার কিংস ব্রিগেড। তবে সানরাইজার্স হায়দরাবাদ যে শেষপর্যন্ত লড়াই করেছে, এজন্য তাদের আলাদা করে ধন্যবাদ প্রাপ্য। কারণ এত কম রানের লক্ষ্যমাত্রা দেওয়ার পরেও যে এতটা লড়াই করা যায়, সেটা উইলিয়ামসন ব্রিগেডকে না দেখলে বোঝা যেত না। চেন্নাইয়ের হয়ে জয়ের মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন দলের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় এবং ফাফ ডু প্লেসি। তবে আজও দলের মিডল অর্ডারে বেশ খানিকটা টলমল লাগল। সে যাই হোক না কেন, দল যে জয়লাভ করেছে এটাই শেষ কথা। এই নিয়ে ১১বার আইপিএল সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করল চেন্নাই সুপার কিংস। হায়দরাবাদের হয়ে যথেষ্ট ভালো বোলিং করেছে জেসন হেল্ডার এবং রশিদ খান। কিন্তু, হাতে বেশি রান না থাকলে এই ফলাফলটাই তো স্বাভাবিক।

ম্যাচের পর মহেন্দ্র সিং ধোনি বললেন, 'এই জয়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ গত ম্যাচের শেষে আমি বলেছিলাম, আমরা আরও শক্তিশালী হয়ে ফিরতে চাই। প্রত্যেকটা ভুল থেকেই মানুষ শিক্ষাগ্রহণ করে। এবছর আমরা সেটাই করেছি। যদিও ম্যাচের প্রথমার্ধ আগেই খেলা হয়ে গিয়েছিল। দলের প্রত্যেক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফকে ধন্যবাদ জানাতে চাই। আজকের উইকেটে যথেষ্ট বাউন্স ছিল। বোলাররাও নিজেদের গতি বৈচিত্র্য করছিলেন। ফলে ব্যাট করাটা খুব একটা সহজ ছিল না।'

আজকের ম্যাচে মহেন্দ্র সিং ধোনি একটি নয়া কৃতিত্ব কায়েম করেন। চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক বৃহস্পতিবার টি-২০ লিগে কোনও একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে শততম ক্যাচের মাইলফলক স্পর্শ করলেন। শারজায় আয়োজিত চলতি আইপিএল টুর্নামেন্টের ৪৪তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তিনি এই রেকর্ড কায়েম করেন।

চেন্নাই সুপার কিংস দলের হয়ে শততম ক্যাচটি তালুবন্দি করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রবীন্দ্র জাদেজার বলে ঋদ্ধিমান সাহাকে আউট করার সঙ্গে সঙ্গেই তিনি এই মাইলফলক স্পর্শ করলেন।

এই তালিকায় ধোনির কাছাকাছি একমাত্র রয়েছেন সুরেশ রায়না এবং কায়রন পোলার্ড। চেন্নাই সুপার কিংস দলের হয়ে রায়না ৯৮টি ক্যাচ ধরেছেন এবং কায়রন পোলার্ড মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৯৪টি ক্যাচ ধরেছেন। তবে এই এলিট তালিকায় সবার উপরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল