অ্যাপশহর

হাঁটুতে সফল অস্ত্রোপচার কুলদীপের, অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতি

IPL ২০২১ মরশুমে একটা ম্যাচেও খেলার সুযোগ পাননি কুলদীপ। জাতীয় দলেও তিনি বেশ অনিয়মিত। দীর্ঘদিন ধরেই অফ ফর্মে আছেন। ২৬ সেপ্টেম্বর কলকাতার নাইট রাইডার্সের অনুশীলনের সময় পড়ে গিয়ে তাঁর হাঁটু ঘুরে গিয়েছিল।

EiSamay.Com 29 Sep 2021, 6:07 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আপাতত সুস্থ আছেন কুলদীপ। হাঁটুতে অস্ত্রপচারের পর টুইটারে একথাই জানালেন তিনি। সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে চোট পেয়েছিলেন তিনি। তড়িঘড়ি ভারতে ফিরে আসেন তিনি। এরপরই তাঁর হাঁটুর অপারেশন করা হয়। তবে তিনি আগামীদিনে কবে মাঠে ফিরতে পারবেন, সেব্যাপারে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না।
EiSamay.Com Kuldeep Yadav
অস্ত্রোপচারের হাসপাতাল থেকে ছবি পোস্ট করেন কুলদীপ যাদব, ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম


আজ নিজের সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বেডে শুয়ে একটি ছবি পোস্ট করেন কুলদীপ। যেখানে তিনি লেখেন, ‘অস্ত্রোপচার সফল হয়েছে। সুস্থ হওয়ার যাত্রা সবে শুরু হল। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এখন লক্ষ্য হচ্ছে আমার রিহ্যাব সম্পূর্ণ করা এবং যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফেরা।’

IPL ২০২১ মরশুমে একটা ম্যাচেও খেলার সুযোগ পাননি কুলদীপ। জাতীয় দলেও তিনি বেশ অনিয়মিত। দীর্ঘদিন ধরেই অফ ফর্মে আছেন। ২৬ সেপ্টেম্বর কলকাতার নাইট রাইডার্সের অনুশীলনের সময় পড়ে গিয়ে তাঁর হাঁটু ঘুরে গিয়েছিল। এরপর তাঁকে ভারতে ফিরিয়ে আনা হয়। মুম্বইয়ে তাঁর চিকিৎসা শুরু হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সুস্থ হয়ে তাঁর মাঠে ফিরতে কমপক্ষে ৬ মাস সময় লাগবে। তারপর ম্যাচ ফিট হতে হবে। এরফলে IPL-এর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটও খেলতে পারবেন না তিনি।

IPL-এর সূত্রে বলা হয়, ‘হাঁটুর চোট খুব বাজে একটা ব্যাপার। এই চোট কাটিয়ে ফিরে আসা খুব কঠিন। NCA-তে ফিজিওথেরাপি করতে হয় এবং হাল্কা অনুশীলন করে ধীরে ধীরে ফিট হতে হয়। তারপর নেটে নামতে হয়। নির্দিষ্টভাবে বলা যাবে না কুলদীপ কবে ম্যাচের জন্য ফিট হবেন। সম্ভবত রঞ্জি ট্রফির পরেও হতে পারে।’

শেষ শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন কুলদীপ। সেখানে একদিনের ম্যাচে ২ উইকেট নিয়ে ৪৮ রান দেন। পাশাপাশি টি-২০ ক্রিকেটেও ২ উইকেট নিয়ে ৩০ রান দেন। বাকি ম্যাচগুলোতে উইকেট পাননি তিনি।

IPL-এর দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে কুলদীপ নাইট অধিনায়ক ইয়ন মরগ্যানকে আক্রমণ করেন। তিনি আকাশ চোপড়ার একটা অনুষ্ঠানে জানান, আগে যাদের সঙ্গে খেলেননি তাদের সঙ্গে খেলতে সমস্যা হয়। মানিয়ে নিতে পারেন না। বিদেশি অধিনায়ক হলে ভাষার সমস্যার কথাও বলেন তিনি। ম্যানেজমেন্টকে আক্রমণ করে তিনি জানান, খেলবেন কি না সেটাও নাকি তাঁকে জানানো হত না। বলেন, ‘ভারতীয় অধিনায়ক থাকলে দলে পার্থক্য গড়ে দেয়। আমি জানি না ইয়ন মরগ্যান আমাকে কীভাবে দেখে। কিন্তু এখানে কমিউনিকেশন গ্যাপ আছে। ভারতীয় অধিনায়ক হলে আমি সোজাসুজি তার কাছে যেতাম এবং জিজ্ঞাসা করতাম আমার কী ভুল হয়েছে।’

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল