অ্যাপশহর

দলের লজ্জার হার! তবু নোটস লিখে পাতা ভরিয়ে দিচ্ছেন KKR কোচ, ট্রোলিং ট্যুইটারে

'এক্সট্রা শিটের দরকার পড়লে বলবেন প্লিজ', চলছে ট্যুইটারে ট্রোলিং।

EiSamay.Com 23 Oct 2020, 12:40 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চলতি মরশুমের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ক্রমাগত খারাপ পারফরম্যান্সের থেকেও, বেশি নজর কেড়েছে দলের কোচ ব্রেন্ডন ম্যাকালামের নোটস লেখা! দল হারুক বা জিতুক, এই ফ্রাঞ্চাইজির প্রধান কোচ-কে সর্বদা দেখা গিয়েছে 'ফার্স্ট বয়'-এর মতো নোটস লিখেই যেতে। শুধু তিনিই নন। দলের অ্যাসিস্টান্ট কোচ অভিষেক নায়ারও ম্যাচ লাইভ হতেই চটপট খাতা বের করে মনযোগ সহকারে নোটস লিখছেন, নজর কেড়েছে এমনই কিছু দৃশ্য।
EiSamay.Com Brendon McCullum


১০টি ম্যাচের ৫টি জিতে এবং ৫টি হেরে কলকাতা নাইট রাইডার্স, পয়েন্টস টেবলে এই মুহূর্তে রয়েছে ৪ নম্বরে। কিন্তু গত ম্যাচে অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও সেই একই কাণ্ড! দল রান করল মাত্র ৮৪। এদিকে কলকাতার কোচ ব্রেন্ডন ম্যাকালাম হয়তো ৮৪ লাইনেরও বেশি নোটস লিখে ফেলেছেন। ব্যস! তারপর আর দেখে কে! ৮ উইকেটে হারতেই নেটপাড়ায় ম্যাকালাম-কে নিয়ে শুরু বিস্তর ট্রোলিং।

এহেন ব্রেন্ডন ম্যাকালাম একসময়ে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কও ছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে তাঁর হাতেই নাইটদের অধিনায়কত্বের গুরুদায়িত্ব সঁপে দেওয়া হয়েছিল। ২০১৯ সালে প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাকস ক্যালিস-কে হেড কোচের পদ থেকে সরিয়ে সেই জায়গায় ব্রেন্ডন ম্যাকালাম-কে নিয়ে আসা হয়। আর তাঁর সঙ্গেই কাইলে মিলস এবং ডেভিড হাসিকেও কলকাতার সহকারি কোচের দায়িত্ব দেয় টিম ম্যানেজমেন্ট।

তবে শুধুই KKR নয়। কলকাতার এই ফ্রাঞ্চাইজির আর এক দল অর্থাৎ ট্রিনবাগো নাইট রাইডার্সেরও হেড কোচ ম্যাকালাম। ২০১৯ সালে ট্রিনবাগো নাইট রাইডার্স ট্রফি না জিতলেও, ২০২০ সালে তা জিতে নেয় তাঁরা। গোটা টুর্নামেন্টে মোট ১২টি ম্যাচ জিতেছিল ট্রিনবাগো। তবে চলতি মরশুমের আইপিএলে পারফরম্যান্সের নিরিখে খুব একটা ভালো জায়গায় নেই কলকাতা নাইট রাইডার্স। পয়েন্টস টেবলের ৪ নম্বর জায়গায় থাকলেও, প্লে-অফে জায়গা পাকা করে নিতে এখনও দুটি ম্যাচ জিততে হবে নাইটদের।

আরও পড়ুন: মর্গ্যানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন গম্ভীরের

এদিকে গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কঠিন ভরাডুবির জন্য দলের ব্যাটিং লাইনআপকেই কাঠগড়ায় তুলেছেন কোচ ম্যাকালাম। তাঁর কথায়, 'উইকেটে এমন কিছু জুজু ছিল না যে, এ ভাবে ভেঙে পড়তে হবে। সিরাজ অবশ্যই ভালো বল করেছেন। কিছু ক্ষেত্রে মরিসও ভালো করেছে। কিন্তু আমাদের ব্যাটসম্যানদের মানসিকতা ঠিক ছিল না। তাগিদও ছিল না।' ম্যাকালাম আরও যোগ করে বলছেন, 'আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা কেউই টিমকে টানতে পারেনি। আমরা কিন্তু ম্যাচের আগে ইতিবাচক থাকার কথা বলেছিলাম। মাঠে গিয়ে সেটা হয়নি। এর পরের ম্যাচগুলোতে এই ভুল হলে বিপদ। খুব খারাপ একটা রাত কাটালাম। এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে।'

আরও পড়ুন: 'লাফ' কোথায়! লজ্জার হারে প্লে অফ প্রশ্নে KKR

কিছু দিন আগেই দলের ব্যাটন ইওন মর্গ্যানের হাতে তুলে দিয়েছেন দীনেশ কার্তিক। আর কলকাতার নতুন অধিনায়ক মর্গ্যানের নেতৃত্বে দল এখনও অবধি একটি জয় এবং দুটি পরাজয়ের সাক্ষী থেকেছে। ২৪ অক্টোবর শনিবার শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতার পরবর্তী ম্যাচ।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল