অ্যাপশহর

বোধনের রাতেই বিসর্জন RCB-র, পুজোর উপহার নাইট ব্রিগেডের

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের ভাগ্যটা কিছুটা খারাপ ছিল। সেকারণেই ২ বল বাকি থাকতে তাদের হারতে হল। আজ অলরাউন্ড পারফরম্যান্স করলেন সুনীল নারাইন।

EiSamay.Com 11 Oct 2021, 11:53 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অধিনায়ক হিসেবে শেষ ম্যাচটা একেবারেই সুখকর হল না বিরাট কোহলি। ইতিপূর্বে তিনি ঘোষণা করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স দলের ক্যাপ্টেন হিসেবে এটাই শেষ মরশুম হতে চলেছে। কিন্তু, আজ এলিমিনেটর রাউন্ডে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হল আরসিবিকে। মহাষষ্ঠীর রাতে কলকাতার এই জয় রাজ্যবাসীর কাছে যে মহার্ঘ্য উপহার হিসেবে এল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আগামী বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। সেই ম্যাচেও যদি কলকাতা জিততে পারে তাহলে ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ক্যাপ্টেন মরগ্যান ব্রিগেডকে খেলতে হবে।
EiSamay.Com Kolkata Knight Riders
দ্বিতীয় এলিমিনেটর ম্যাচের যোগ্যতা অর্জন করল কলকাতা নাইট রাইডার্স, ছবি সৌজন্য - টুইটার


আজ লড়াই কিন্তু যথেষ্ট জোরদার হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের ভাগ্যটা কিছুটা খারাপ ছিল। সেকারণেই ২ বল বাকি থাকতে তাদের হারতে হল। ব্যাট হাতে শুরুর দিকে বেঙ্গালুরু ভালো ছন্দে থাকলেও পাওয়ার প্লের ঠিক পরেই নিয়মিতভাবে তারা উইকেট হারাতে থাকে। অবশেষে ১৩৮ রানে তাদের ইনিংস শেষ হয়। আজ অলরাউন্ড পারফরম্যান্স করলেন সুনীল নারাইন। ২১ রানে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ঝড়ের গতিতে ২৬ রান করেন। নারাইনের পারফরম্যান্সের দৌলতেই কার্যত বেঙ্গালুরু শিবির ধসে যায়। ফাইনালে যাওয়ার আগে কলকাতার সামনে আর একটা সিঁড়ি বাকি রয়েছে। সেটা টপকাতে পারলেই ফাইনালের দরজা খুলে যাবে।

২০১৩ সালে ড্যানিয়েল ভেতোরির পর পূর্ণ সময়ের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন বিরাট কোহলি। টুর্নামেন্টের মাঝপথেই তিনি ঘোষণা করেন যে চলতি মরশুমের পর তিনি আর RCB-কে নেতৃত্ব দেবেন না। ইতিপূর্বে বিরাটের নেতৃত্ব নিয়ে অনেক সমালোচনাই হয়েছে। কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে তিনি একবারও খেতাব জেতাতে পারেননি। এই আট মরশুমে বেশ কয়েকবার বিরাটের নেতৃত্ব ছাড়া নিয়েও জোরাল দাবি ওঠে। তবে আক্ষেপ একটাই যে শেষটাও সুখকর হল না।

সোমবারের ম্যাচে পরাজয়ের অর্থ হল কোহলি অ্যান্ড কোম্পানিকে এই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে। এই নিয়ে টানা দ্বিতীয়বার আইপিএল টুর্নামেন্টের এলিমিনেটর রাউন্ড থেকে ছিটকে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গোটা মরশুমেই বেঙ্গালুরু যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিল। গত মরশুমে সংযুক্ত আরব আমিরশাহীতেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটর পর্বে হারতে হয়েছিল বিরাটদের। সেইবার পরপর পাঁচটা ম্যাচে পরাস্ত হয়েছিল RCB।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল