অ্যাপশহর

দুটি টুপি পরে কেন খেলছেন KKR অধিনায়ক? প্রশ্ন নেটপাড়ায়

কলকাতার অধিনায়ক তো বটেই! কিছু দিন আগে দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও দেখা গিয়েছিল একাধিক টুপি পরে মাঠে ফিল্ডিং করতে। কেন জানেন?

EiSamay.Com 23 Oct 2020, 3:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গত বুধবার ২১ অক্টোবর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে লজ্জার হার হেরেছে কলকাতা নাইট রাইডার্স। সে দিন প্রথমে ব্যাট ধরে বিরাটের দলের বিধ্বংসী বোলিং চাপে মাত্র ৮৪ রান করে কলকাতা। জবাবে পরে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ১৪ ওভারে ৮৫ রান তুলে দেয় রয়্যালরা। আর সেই জয়ের পরই পয়েন্ট টেবলে ২ নম্বর জায়গায় চলে আসে RCB। অন্য দিকে KKR যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে যায় অর্থাৎ ৪ নম্বরেই।
EiSamay.Com Eoin Morgan two caps
মর্গ্যানের এই ছবিকে ঘিরেই প্রশ্ন নেটপাড়ায়!


তবে সেই ম্যাচে যোগ্য অধিনায়কত্ব বা ব্যাটিং দিয়ে নয়, এক অদ্ভুত কারণে লাইমলাইট কেড়ে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইওন মর্গ্যান। মাথায় দুটি টুপি পরে সে দিন ফিল্ডিং করতে দেখা গিয়েছিল মর্গ্যানকে। সে কারণ নিয়েই একপ্রকার ধন্দ্বে নেটপাড়ার লোকজন। বহু মানুষের মনেই প্রশ্ন, কেন দুটি টুপি পরে ফিল্ডিং করছেন মর্গ্যান? এমনিই নাকি কোনও বিশেষ কারণ রয়েছে?

আরও পড়ুন: কপিল দেবের হার্ট অ্যাটাক, ভর্তি দিল্লির হাসপাতালে

যদিও এই প্রথম বার নয়। দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও একাধিক টুপি পরে খেলতে দেখা গিয়েছিল। আর তার পিছনে অবশ্যই একটি বিশেষ কারণ রয়েছে। এর আগে ক্রিকেটারেরা বল করতে আসার সময়ে তাঁদের টুপি রাখা থাকত আম্পায়ারের কাছে। কিন্তু ICC-র COVID-19 নিয়মের আওতায় হালফিলের ক্রিকেট ম্যাচে তা আর করতে পারছেন না আম্পায়ারেরা। গাইডলাইনে পরিষ্কার ভাবেই বলে দেওয়া হয়েছে যে, প্লেয়ারদের টুপি বা সোয়েটার কোনও কিছুই সঙ্গে রাখতে পারবেন না আম্পায়ার।

একই অবস্থা দিল্লির অধিনায়কেরও!


ICC-র তরফে COVID-19 গাইডলাইন সম্পর্কে বলা হচ্ছে, 'ক্রিকেটার এবং আম্পায়ারদের মাঠে সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলতে হবে। আম্পায়ার বা টিমমেট কাউকেই ক্যাপ/টাওয়েল/সানগ্লাস/জাম্পার্স দেওয়া যাবে না। প্লেয়ারদের এই বিষয়ে নিজেদেরই সুষ্ঠু এবং নিরাপদ কোনও ব্যবস্থা করে নিতে হবে। আম্পায়ারেরা গ্লাভস পরেই তারপর বলে হাত দিন।'

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ক্রিকেট স্তব্ধ থাকার পর ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে আবার খেলার শুরু হয়। সেই টেস্টেই ওয়েস্ট ইন্ডিজের রাহকিম কর্নওয়াল দেখা গিয়েছিল একটির উপরে আর একটি টুপি পরে ফিল্ডিং করতে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও তাঁকে একাধিক ক্যাপ পরে থাকতে দেখা গিয়েছিল।

আরও পড়ুন: দলের লজ্জার হার! তবু নোটস লিখে পাতা ভরিয়ে দিচ্ছেন KKR কোচ, ট্রোলিং ট্যুইটারে

কিছু দিন আগেই দলের ব্যাটন ইওন মর্গ্যানের হাতে তুলে দিয়েছেন দীনেশ কার্তিক। আর কলকাতার নতুন অধিনায়ক মর্গ্যানের নেতৃত্বে দল এখনও অবধি একটি জয় এবং দুটি পরাজয়ের সাক্ষী থেকেছে। ২৪ অক্টোবর শনিবার শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতার পরবর্তী ম্যাচ।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল