অ্যাপশহর

IPL 2020, KXIP vs SRH: ১২ রানে রুদ্ধশ্বাস জয় পঞ্জাবের

শনিবার দুবাইতে মুখোমুখি হয়েছিল পঞ্জাব ও হায়দরাবাদ। দুবাইতে এই ম্যাচ হয়। ১২ রানে ম্যাচে জয়ী হয়েছে প্রীতি জিন্টার দল।

EiSamay.Com 25 Oct 2020, 12:58 am
এই সময় ডিজিটাল ডেস্ক: শনিবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে ১২ রানে হারিয়ে দিল কিংস ইলেভেন পঞ্জাব। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১২৬ রান তুলেছিল পঞ্জাব। কম রানের টার্গেট তাড়া করতে নেমেও লক্ষ্য পূরণে সফল হয়নি হায়দরাবাদ। ফের হারের মুখ দেখল তারা। অন্যদিকে, পরপর চারটি ম্যাচ জিতে প্লে-অফের দিকে এগিয়ে চলেছে কিংসরা।
EiSamay.Com ipl all
উল্লাস... (সৌজন্যে: twitter@ipl)


১২৬ রানের টার্গেট তাড়া করতে নেমে বিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে হায়দরাবাদের ব্যাটিং লাইন-আপ। শুরুতে একমাত্র ডেভিড ওয়ার্নার (৩৫) ছাড়া কেউই এদিন দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে অল-আউট হয়ে যায় হায়দরাবাদ। স্কোরবোর্ডে তখন তাদের রান ১১৪। ম্যান অফ দ্য ম্যাচ ক্রিস জর্ডন।

সেই সঙ্গে ১২ রানে ম্যাচ জিতে যায় পঞ্জাব। এই নিয়ে টানা চারটি ম্যাচ জিতল পঞ্জাব। সেইসঙ্গে প্লে-অফে যাওয়া স্বপ্ন বজায় রাখল তারা। এই জয়ের ফলে লিগ তালিকায় পাঁচ নম্বরে উঠে এল প্রীতি জিন্টার দল। অন্যদিকে, ৬ নম্বরে নেমে গেল সানরাইজার্স হায়দরাবাদ।

এদিকে, শনিবারের প্রথম ম্যাচে আবু ধাবিতে কামাল করে দেখালেন শাহরুখ খানের নাইটরা। ব্য়াটিং-বোলিং সব বিভাগেই আক্রমণাত্মক পারফরম্যান্স দেখাল KKR। ফল, লিগ টেবিলে ২ নম্বরে থাকা শ্রেয়াস আইয়ারের DC-কে ৫৯ রানে পরাজিত করল ইয়ন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের ফলে ১১ ম্যাচে ১২ পয়েন্ট-সহ লিগ তালিকায় ৪ নম্বরে আছে কেকেআর। তার পরেই পঞ্জাবের স্থান।



-বড় ম্যাচে আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে দুই দল।


ত্রয়োদশতম এইপিএলে শনিবারের দ্বিতীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হতে চলেছে কিং ইলেভেন পঞ্জাব এবং সানরাইজার্স হায়দরাবাদ। এখনও পর্যন্ত ১০ ম্যাচে খেলে ৪টিতে জিতে হায়দরাবাদ। লিগ টেবিলে ৮ পয়েন্ট-সহ ৫ নম্বরে আছে তারা। অন্যদিকে, এর ঠিক এক ধাপ পরে আছে হায়দরাবাদ। হারদরাবাদের সমান পয়েন্ট পেলেও রান রেটের বিচারে লিগ তালিকায় পিছিয়ে তারা। এই পরিস্থিতিতে প্লে-অফে যাওয়ার লড়াইয়ে দুবাইয়ে অনুষ্ঠিত আজকের ম্যাচ দু'দলের কাছে মরনবাঁচন লড়াই হতে চলেছে। এক ক্লিকে জানুন ম্যাচের সব আপডেট:

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল