অ্যাপশহর

কাজে এল না গব্বরের সেঞ্চুরি! ৫ উইকেটে দিল্লিকে হারাল পঞ্জাব

দুবাইতে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারাল কিংস ইলেভেন পঞ্জাব। এদিন প্রথমে ব্যাট করে ১৬৪ রান করে দিল্লি। জবাবে পরে ব্যাট করতে নেমে ১৯ ওভারেই ১৬৭ রান করে দেয় কিংস ইলেভেন।

EiSamay.Com 20 Oct 2020, 11:10 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দুবাইতে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারাল কিংস ইলেভেন পঞ্জাব। এদিন প্রথমে ব্যাট করে ১৬৪ রান করে দিল্লি। জবাবে পরে ব্যাট করতে নেমে ১৯ ওভারেই ১৬৭ রান করে দেয় কিংস ইলেভেন।
EiSamay.Com KXIP



- ১৯ ওভারেই ম্যাচ জিতে নিল পঞ্জাব। ৫ উইকেটে দিল্লি ক্যাপিটালস-কে হারাল প্রীতি জিন্টার দল।

- ২৪ বলে ৩২ রান করে আউট হয়ে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল।

- ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ১৩৭।

- ৫৩ রান করে রাবাডার বলে আউট হয়ে গেলেন নিকোলাস পুরন।

- ২৭ বলে অনবদ্য হাফ সেঞ্চুরি নিকোলাস পুরনের।


- পাওয়ার প্লে-র শেষে অর্থাৎ ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৭ রান করল কিংস ইলেভেন পঞ্জাব।

-অশ্বিনের বলে আউট হয়ে গেলেন ক্রিস গেইল।


- অক্ষর প্যাটেলের বলে ১৫ রানে আউট হয়ে গেলেন পঞ্জাবের অধিনায়ক রাহুল।


- ব্যাট হাতে নামতেই কঠিন বিপত্তি কিংস ইলেভেন পঞ্জাবের। মাত্র ৫ করেই রান আউট হয়ে গেলেন মায়াঙ্ক আগরওয়াল।


- ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৬৪ রান করল কলকাতা নাইট রাইডার্স।

- রেকর্ড করলেন গব্বর। আইপিএলের প্রথম কোনও ক্রিকেটার হিসেবে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করলেন শিখর ধাওয়ান।

- ৯ রানে স্টয়নিসকে ফেরালেন মহম্মদ শামি।

- আউট ঋষভ পন্থ। উইকেটটি নিলেন গ্লেন ম্যাক্সওয়েল।


- অর্ধশতরান করলেন শিখর ধাওয়ান।


- দুরন্ত পাওয়ার প্লে। ৫ ওভারে ৫০ রানের গণ্ডি টপকাল দিল্লি ক্যাপিটালস।


- ৩ ওভার ২ বলে ১ উইকেট হারিয়ে দিল্লির স্কোর ২৫।

- ব্যাট করতে নেমেই মাত্র ৭ রানে আউট হয়ে গেলেন পৃথ্বী শ।

- কেমন একাদশ নামাচ্ছে দুই দল, একবার দেখে নিন।


- টসে জিতে প্রথমে ব্যাট করতে নামছে দিল্লি ক্যাপিটালস।


- কিছুক্ষণের মধ্যেই বড় ম্যাচ। পরিসংখ্যান কী বলছে..


এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর