অ্যাপশহর

Hardik Pandya আর IPL খেতাবের মাঝে দাঁড়িয়ে Jos Buttler

রবিবার সন্ধেবেলা Ahmedabad-এর Narendra Modi Stadium-এ IPL 2022 Final। মুখোমুখি হচ্ছে Gujarat Titans ও Rajasthan Royals। IPL-এ প্রথমবার কোনও দলকে নেতৃত্ব দিয়েই চ্যাম্পিয়ন করতে পারবেন Hardik Pandya? Jos Buttler কি ফের জ্বলে উঠবেন? কী করবেন বাংলার দুই ক্রিকেটার Wriddhiman Saha ও Mohammed Shami? নজর থাকবে ক্রিকেটদুনিয়ার। এখন থেকেই বাড়ছে উত্তেজনা।

Produced bySoumya Ganguly | EiSamay.Com 29 May 2022, 3:23 pm
Hardik Pandya-র মানসিকতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বারবার বিতর্কে জড়িয়েছেন এই অলরাউন্ডার। এবারের IPL-এর নতুন দল Gujarat Titans সেই তাঁকেই অধিনায়ক নির্বাচিত করায় অনেকেই অবাক হয়েছিলেন। Gujarat-এর আদি বাসিন্দা হওয়ার জন্যই তাঁকে অধিনায়ক করা হল কি না, এই প্রশ্নও তুলেছিলেন অনেকে। কিন্তু কয়েকটি ম্যাচ হয়ে যাওয়ার পরেই এই আলোচনা বন্ধ হয়ে যায়। উলটে সবাই Hardik Pandya-র অধিনায়কত্বের প্রশংসা শুরু করেন। প্রথম দল হিসেবে এবারের IPL-এর প্লে-অফে পৌঁছে যায় Gujarat Titans। এরপর Eden Gardens-এ প্লে-অফে Rajasthan Royals-কে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় Hardik Pandya-র দল। আজ ঘরের মাঠে ফাইনালে খাতায়-কলমে এগিয়ে থেকেই নামছে Gujarat Titans। তবে Hardik Pandya-র অধিনায়ক হিসেবে প্রথম IPL খেতাব জয়ের পথে বাধা Rajasthan Royals-এর তারকা ব্যাটার Jos Buttler। তাঁকে থামানোই Gujarat Titans-এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। Jos Buttler যদি বড় রান পেয়ে যান, তাহলে সমস্যায় পড়ে যাবে Gujarat Titans।
EiSamay.Com Hardik Pandya, IPL, Jos Buttler
রবিবার আইপিএল ফাইনাল। গুজরাট টাইটান্সকে জেতাতে পারবেন হার্দিক পান্ডিয়া? রাজস্থান রয়্যালসকে চ্যাম্পিয়ন করবেন জস বাটলার? ছবি সৌজন্যে Twitter


এবারের IPL-এর শুরু থেকেই বিধ্বংসী ফর্মে Jos Buttler। তিনি এবার চারটি শতরান করেছেন। ২০১৬ সালের IPL-এ এই নজির গড়েছিলেন Royal Challengers Bangalore-এর তৎকালীন অধিনায়ক Virat Kohli। এবার সেই নজির স্পর্শ করেছেন Jos Buttler। তিনি ফাইনালের আগে পর্যন্ত ৮২৪ রান করেছেন। কোনও একটি IPL-এ Jos Buttler-এর চেয়ে বেশি রান করেছেন শুধু দুই ব্যাটার। তাঁরা হলেন Virat Kohli ও David Warner। ২০১৬ সালের IPL-এ Virat Kohli ও David Warner যথাক্রমে ৯৭৩ ও ৮৪৮ রান করেন। Virat Kohli-র নজির ছাপিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হলেও, David Warner-কে টপকে যেতেই পারেন Jos Buttler।
RCB-কে উড়িয়ে Virat Kohli-কে ছুঁলেন Jos Buttler, ফাইনালে David Warner-এর রেকর্ড ভাঙার হাতছানি!
গতবারের IPL-এ একটি শতরান ছিল Jos Buttler-এর। কিন্তু এবার তিনি অসামান্য ফর্মে। IPL-এর ইতিহাসে মাত্র তিনজন ব্যাটারের পাঁচ বা তার বেশি শতরান আছে। Virat Kohli ও Jos Buttler পাঁচটি করে শতরান করে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে। ৬টি শতরান করে এক নম্বরে Chris Gayle। এবারের IPL-এর প্লে-অফে ১৯৫ রান করে নতুন রেকর্ড গড়েছেন Jos Buttler। ২০১৬ সালের IPL-এর প্লে-অফে ১৯০ রান করেছিলেন David Warner। এবার তাঁকে ছাপিয়ে গেলেন Jos Buttler। ফাইনালেও তাঁর কাছ থেকে অসাধারণ পারফরম্যান্সের আশায় Rajasthan Royals। Gujarat Titans আবার Jos Buttler-কে দ্রুত প্যাভিলিয়নে ফেরত পাঠাতে চাইছে।
লেখকের সম্পর্কে জানুন
Soumya Ganguly

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল