অ্যাপশহর

ভাজ্জির ১ কোটির টুইটে তোপে ধোনি

এ সবের সঙ্গে আবার ম্যাচ হারের মধ্যে মেজাজ হারালেন চেন্নাই কোচ স্টিভেন ফ্লেমিং। ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন ওঠায় তিনি বলেন, 'সত্যি এই প্রশ্নটাই কি আমাকে করা হয়েছে? কেদার যাদব হল আমাদের চার নম্বর ব্যাট। ধোনি মাঝের ওভার থেকে শেষ পর্যন্ত থাকার ব্যাটসম্যান।'

EiSamay.Com 4 Oct 2020, 3:52 pm
এই সময়: টানা তিন ম্যাচ হারের জের তো ছিলই, সেই সঙ্গে মহেন্দ্র সিং ধোনিকে নতুন করে বিতর্ক শুরু হয়ে গেল। শুক্রবার হায়দরাবাদের কাছে চেন্নাই হেরে যাওয়ার পরই ইরফান পাঠান একটি টুইট করেন। যেখানে তিনি লেখেন, 'কারও কাছে বয়স একটা সংখ্যা। বাকিদের কাছে বাদ যাওয়ার কারণ।'
EiSamay.Com Harbhajan Singh and MS Dhoni
সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে ধোনি কি আজ ঘুরে দাঁড়াতে পারবেন?


টুইটে কারও নাম না করলেও মনে করা হচ্ছে ধোনির বয়স নিয়েই টুইট করেছেন পাঠান। এই টুইটকে সমর্থন করে হরভজন সিং লিখেছেন, 'আমি তোমার সঙ্গে এক কোটি শতাংশ একমত।'

আরও পড়ুন: MI vs SRH Live: টসে জিতে ব্যাট করতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স

ধোনি নিজেও খুশি নন টিম আর নিজের পারফরম্যান্স নিয়ে। ম্যাচ হারের পর বলেছেন, 'ডেলিভারিগুলো জোরে মারতে চাইছিলাম, কিন্তু সেটা পারিনি। উইকেটও স্লো হয়ে যাচ্ছিল।' আবার টিমের দিকে তোপ দেগে যোগ করেছেন, 'ম্যাচে একটা সময় আমরা রিল্যাক্সড হয়ে গিয়েছিলাম।'

আরও পড়ুন: বায়ো-বাবলের মধ্যেও আইপিএলে ক্রিকেটারকে বুকিদের প্রস্তাব

অবশ্য এখান থেকে হাল ছেড়ে দিতে নারাজ চেন্নাই ক্যাপ্টেন। আজ রবিবার দুবাইয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচ নিয়ে ধোনির বক্তব্য, 'অনেক দিন আগে আমরা টানা তিনটে ম্যাচ হেরেছিলাম। আমাদের এখন অনেক কিছু ঠিক করতে হবে। এখন আমাদের পেশাদারিত্ব দেখাতে হবে। ক্যাচ ধরতে হবে, নো বল কম করতে হবে।'

এ সবের সঙ্গে আবার ম্যাচ হারের মধ্যে মেজাজ হারালেন চেন্নাই কোচ স্টিভেন ফ্লেমিং। ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন ওঠায় তিনি বলেন, 'সত্যি এই প্রশ্নটাই কি আমাকে করা হয়েছে? কেদার যাদব হল আমাদের চার নম্বর ব্যাট। ধোনি মাঝের ওভার থেকে শেষ পর্যন্ত থাকার ব্যাটসম্যান।'

যা দাঁড়াল, বিতর্ক-ক্ষোভের মাঝে আজ ঘুরে দাঁড়ানোর ম্যাচ ধোনিদের।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর