অ্যাপশহর

Indian Premier League : টিভি-মোবাইলে একদম ফ্রি, কখন কোথায় দেখবেন IPL

এবার দুটো আলাদা সংস্থা সম্প্রচার করবে IPL। অনলাইনে দেখা যাবে জিও সিনেমা অ্যাপে আর টিভিতে দেখা যাবে স্টারে।

Produced byনবীন পাল | EiSamay.Com 30 Mar 2023, 6:14 pm

হাইলাইটস

  • এবার দুটো আলাদা সংস্থা সম্প্রচার করবে IPL।
  • অনলাইনে দেখা যাবে জিও সিনেমা অ্যাপে আর টিভিতে দেখা যাবে স্টারে।
  • সন্ধ্য়ে সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্য়াচ।
Lakhnau Super Giants : ড্রোন শো-এ ধামাকা সুপার জায়ান্টসদের
শুরু হচ্ছে ১৬ তম IPL। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তনের জন্য তিনি মহেন্দ্র সিং ধোনিকে কৃতিত্ব দিয়েছেন। ধোনির জন্যই তিনি প্রত্যাবর্তন করতে পেয়েছেন। ফলে এই ম্য়াচটা উপভোগ্য হতে চলেছে যে তা বলাই যায়। দীর্ঘদিন পর হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে IPL প্রত্যাবর্তন করায় এবারের IPL-টা বেশি উপভোগ্য হতে চলেছে।
গতবার চ্য়াম্পিয়ন হয়েছিল গুজরাট টাইটান্স। প্রথমবারেই তারা চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে নবম স্থানে শেষ করে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। একদিনে যেখানে চেন্নাইয়ের কাছে ট্রফি জেতার লড়াই, তেমনই গুজরাটের কাছে ট্রফি ধরে রাখার লড়াই। প্রথম ম্যাচটা নিয়ে সমর্থকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। অনেকদিন আগেই টিকিট শেষ হয়ে গিয়েছে স্টেডিয়ামের।
IPL Opening Ceremony : সুরে মজবে এবার IPL, উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং
যারা স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখতে পারবেন না তাদের জন্য রয়েছে বাড়িতে বসে দেখার সুযোগ। জেনে নিন কীভাবে দেখবেন প্রথম ম্য়াচ

প্রতিবারের মত এবারও ম্যাচ অনলাইন ও টেলিভিশনে দেখা যাবে। টিভিতে ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টসে আর অনলাইনে ম্য়াচ দেখা যাবে জিও সিনেমাতে। এখানে ম্যাচ বিনামূল্যে দেখা যাবে আর টিভিতে সাবস্ক্রিপশনের ভিত্তিতে দেখতে হবে ম্যাচ। অর্থাৎ, টিভিতে ম্যাচ দেখতে গেলে দিতে হবে টাকা, যেখানে অনলাইনে দেখা যাবে বিনামূল্যে।
IPL Commentator : নেই রবি শাস্ত্রী, হর্ষ ভোগলে! এবারের IPL থেকে বাদ ২ তারকা ধারাভাষ্যকার
তবে টিভিতেও ম্যাচ দেখা যাবে বিনামূল্যে। কীভাবে জেনে নিন?
এক্ষেত্রে স্মার্ট টিভি থাকতে হবে। নয়ত অ্যামাজন ফায়ার টিভি স্টিক বা অ্যান্ড্রয়েড বক্স লাগবে। অর্থাৎ, আনস্মার্ট টিভিকে স্মার্ট করতে হবে। তারপর সেখান থেকে ডাউনলোড করতে হবে জিও সিনেমা অ্য়াপ। এরপর জিও সিনেমা অ্যাপটা টিভিতে অন করে দেখা যাবে IPL। একদম বিনামূল্যে। এছাড়া ম্যাচের আপডেট দেখা যাবে এই সময় ডিজিটালে।

কখন শুরু হবে ম্যাচ?
সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। তারআগে ৬টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে পারফর্ম করবেন অরিজিৎ সিং, তামান্না ভাটিয়া, রশ্মিকা মন্ধানা। ২০১৮ সালের পর এবার আবার ওপেনিং সেরেমনি হবে।
IPL : 'CSK বুড়োদের দল', ধোনির বয়স তুলে কটাক্ষ পাক কোচের
দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ
গুজরাট টাইটান্স
শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওটিয়া, রশিদ খান, মহম্মদ সামি, আলঝারি জোসেফ, শিবম মাভি, আর সাই কিশোর

চেন্নাই সুপাার কিংস
রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, মইন আলি, আম্বাতি রায়ডু, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, ডোয়েন প্রিটোরিয়াস, দীপক চাহার, প্রশান্ত সোলাঙ্কি, সিমারজিৎ সিং
লেখকের সম্পর্কে জানুন
নবীন পাল
ছোট থেকে খবরের প্রতি ভালোবাসাই সাংবাদিক হতে সাহায্য করেছে। ২০১৪ সাল থেকে সাংবাদিকতায় হাতেখড়ি। বড় ময়দানে ২০১৭ সালে। ETV ভারত, মাইক্রোসফট নিউজ ঘুরে এখন এই সময় ডিজিটালের হয়ে চার-ছয় মারছেন, কয়েকটা বাইসাইকেল কিকও হয়েছে। ফুটবল-ক্রিকেট-টেনিস থেকে অ্যাথলেটিক্স সহ খেলার দুনিয়ার সবকিছু দেখা ও তা নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসেন। অবসর সময়ের সঙ্গী বই। আর এক নেশা আবৃত্তি।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল