অ্যাপশহর

কবে, কোথায় হচ্ছে IPL-র মেগা নিলাম, জানিয়ে দিল BCCI

আসন্ন IPL টুর্নামেন্টে বেশ কয়েকটি পরিবর্তন লক্ষ্য করা যাবে। এতদিন ধরে IPL টুর্নামেন্ট আটটি দল নিয়ে খেলা হত। এবার থেকে সেটা বেড়ে ১০ দলের মধ্যে লড়াইয়ের আয়োজন করা হবে।

EiSamay.Com 11 Jan 2022, 8:43 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: হাতে আর বেশি সময় নেই। ইতিমধ্যেই দরজায় কড়া নাড়তে শুরু করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। মঙ্গলবার এই মর্মে IPL গভর্নিং কাউন্সিলের একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে IPL টুর্নামেন্টের মেগা অকশন আয়োজন করা হবে। টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পাশাপাশি এই খবরও তিনি দিয়েছেন যে আসন্ন মরশুম থেকে চিনের মোবাইল প্রস্তুতকারক সংস্থা VIVO-কে আর টুর্নামেন্টের টাইটেল স্পনসর হিসেবে দেখতে পাওয়া যাবে না। সেই জায়গা দখল করতে চলেছে টাটা গোষ্ঠী।
EiSamay.Com IPL Nilam main
মহেন্দ্র সিং ধোনির হাতে খেতাব তুলে দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ


আসন্ন IPL টুর্নামেন্টে বেশ কয়েকটি পরিবর্তন লক্ষ্য করা যাবে। এতদিন ধরে IPL টুর্নামেন্ট আটটি দল নিয়ে খেলা হত। এবার থেকে সেটা বেড়ে ১০ দলের মধ্যে লড়াইয়ের আয়োজন করা হবে। লখনউ এবং আহমেদাবাদ ফ্র্য়াঞ্চাইজি ইতিমধ্যেই এই টুর্নামেন্টে নাম লিখিয়ে ফেলেছে। ৭,০৯০ কোটি টাকার বিনিময়ে লখনউ ফ্র্যাঞ্চাইজির স্বত্ব লাভ করেছে RPSG গোষ্ঠী। এছাড়া আহমেদাবাদ ফ্র্য়াঞ্চাইজি স্বত্ব লাভ করেছে সিভিসি ক্যাপিটাল, ৫,৬২৫ কোটি টাকার বিনিময়ে।

এই দুই ফ্র্যাঞ্চাইজি আপাতত দলগঠণের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। মেগা নিলামের আগেই এই দুই ফ্র্যাঞ্চাইজি তিনজন করে ক্রিকেটারকে সই করাতে পারবে। বাকি আটটি দল চারজন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে।

শোনা যায় ইতিপূর্বে ভিভো নাকি আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে এই টুর্নামেন্টের খেতাব স্বত্ব টাটার হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করেছিল। দেশের অন্যতম বড় কর্পোরেট সংস্থা হল টাটা। তবে এই লিগের টাইটেল স্পনসরশিপের চুক্তির মেয়াদ এখনও ২ বছর ভিভোর হাতেই রয়েছে। তবে তার আগেই টাটা প্রধান স্পনসর হতে চলেছে।

শোনা যাচ্ছে, এই লিগের নতুন নাম হবে 'টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ'।

২০১৮ সালে এই টুর্নামেন্টের টাইটেল স্পনসরশিপ প্রতি বছর ভারতীয় মুদ্রায় ৪৪০ কোটি টাকা দিয়ে কিনেছিল ভিভো। তবে মনে করা হচ্ছে, বর্তমানে ভারত এবং চিনের মধ্যে রাজনৈতিক সম্পর্ক যেভাবে তলানিতে এসে ঠেকেছে, সেকারণেই ভিভো নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে।

মূল চুক্তিটা ২০২০ সাল পর্যন্তই ছিল। কিন্তু মাঝখানে এক বছরের ব্রেক থাকার জন্য চুক্তির মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত বাড়ানো হয়েছিল। মঙ্গলবার IPL গভর্নিং কাউন্সিল এই সিদ্ধান্ত গ্রহণ করে যে টাটা গোষ্ঠী এই লিগে পা রাখতে চলেছে। পরের দুটো মরশুমে টাইটেল স্পনসর হিসেবে থাকতে পারবে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল