অ্যাপশহর

‌RCB Updates: '৫ মাস ক্রিকেটের বাইরে ছিলেন নাকি!' ডিভিলিয়ার্সকে দেখে মু্গ্ধ কোহলি

গত বছর আইপিএল খেলার পর ব্যাট–বলের সঙ্গে সম্পর্কই ছিল না ডিভিলিয়ার্সের। তাঁকে দেখে অবশ্য বোঝার উপায় নেই। অধিকাংশ ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মিডল অর্ডারের ভরসা...

Lipi 29 Apr 2021, 12:50 am
এই সময় ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টানটান উত্তেজনার ম্যাচে ১ রানে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। আর এই জয়ের মূল কৃতিত্ব দাবি করতেই পারেন এবি ডিভিলিয়ার্স। তাঁর দুরন্ত ইনিসংই র‌য়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরকে বড় রানে পৌঁছে দিয়েছিল। ডিভিলিয়ার্সের ব্যাটিং দেখে মুগ্ধ বিরাট কোহলি। কখনই তাঁর মনে হয়নি, ডিভিলিয়ার্স ৫ মাস পুরোপুরি ক্রিকেটের বাইরে ছিলেন।
EiSamay.Com ipl 2021 updates does not feel like ab de villiers has retired says virat kohli
‌RCB Updates: '৫ মাস ক্রিকেটের বাইরে ছিলেন নাকি!' ডিভিলিয়ার্সকে দেখে মু্গ্ধ কোহলি


ডিভিলিয়ার্সের ইনিংস প্রসঙ্গে কোহলি বলেন, ‘‌ডিভিলিয়ার্সের ব্যাটিং দেখে কখনোই মনে হচ্ছে না গত ৫ মাস ও কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেনি। দীর্ঘদিন ক্রিকেটের মধ্যে না থেকেও দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছে চলেছে। ডিভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে, দেখে বোঝার উপায় নেই। ওকে অভিনন্দন জানানোর ভাষা নেই।’‌ গত বছর আইপিএল খেলার পর ব্যাট–বলের সঙ্গে সম্পর্কই ছিল না ডিভিলিয়ার্সের। তাঁকে দেখে অবশ্য বোঝার উপায় নেই। অধিকাংশ ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মিডল অর্ডারকে ভরসা দিচ্ছেন।

শুধু বিরাট কোহলিই নন, ডিভিলিয়ার্সের ব্যাটিং দেখে মুগ্ধ সুনীল গাভাসকারও। ডিভিলিয়ার্সকে ওপেন করানোর পরামর্শও দিয়েছেন তিনি। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস ম্যাচের পর দেশের এই প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‌ডিভিলিয়ার্সের মতো ব্যাটসম্যানকে চার নম্বর কিংবা পাঁচ নম্বরে পাঠানো ঠিক নয়। ওকে শুরুতেই পাঠিয়ে দেওয়া উচিত। কোনও ম্যাচে যদি ২০ ওভার পর্যন্ত ক্রিজে থেকে যায় বিপক্ষের কী অবস্থা হবে সহজেই অনুমেয়। আমি ওকে ওপেনিংয়ে দেখতে চাই।’‌ তিনি আরও বলেন,‘‌ডিভিলিয়ার্সের ব্যাটিং দেখা মানে চোখের শান্তি। ক্রিজে এসে ব্যাট দিয়ে যেন ম্যাজিক দেখায়। ওর দুর্দান্ত শটগুলো সত্যিই দৃষ্টিনন্দন।’‌ গাভাসকারের পরামর্শ শুনে কোহলি এখন ডিভিলিয়ার্সকে ওপেনিংয়ে পাঠায় কিনা সেটাই দেখার।

আইপিএলের ইতিহাসে দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে ৫০০০ রান পূর্ণ করে ফেলেছেন এবি ডিভিলিয়ার্স। মঙ্গলবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি এই নজির গড়েন। আইপিএলে এখনও পর্যন্ত ১৭৫ ম্যাচে ৫০৫৩ রান করেছেন ডিভিলিয়ার্স। বিদেশিদের মধ্যে সবখেকে বেশি রান ডেভিড ওয়ার্নারের। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামার আগে ১৪৭ ম্যাচে ৫৩৯০ রান করেন তিনি। সব ব্যাটসম্যান মিলিয়ে তালিকায় সবার উপরে রয়েছেন বিরাট কোহলি। ১৯৮ ম্যাচে তাঁর রান ৬০৪১। চলতি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ৬ ম্যাচে ২০৪ রান করেছেন ডিভিলিয়ার্স। গড় ৬৮। দুটি হাফসেঞ্চুরি। স্ট্রাইক রেট ১৭৪.৩৫।

পরের খবর