অ্যাপশহর

হ্যাজেলউডের পরিবর্তে আরও এক অস্ট্রেলিয়ান জোরে বোলারকে নিল চেন্নাই সুপার কিংস

​এদিকে, কেন আইপিএল থেকে এবছর সরে দাঁড়িয়েছেন, জানিয়েছেন জস হ্যাজেলউড... আসলে দীর্ঘদন জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে বলেই আইপিএল খেলতে চাননি এই অস্ট্রেলিয়ান জোরে বোলার...

Lipi 10 Apr 2021, 12:49 am
এই সময় ডিজিটাল ডেস্ক:তাঁকে ধরেই এই মরশুমে আইপিএলের পরিকল্পনা তৈরি করেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু শেষ মুহূর্তে আইপিএল থেকে সরে দাঁড়ান অস্ট্রেলিয়ান জোরে বোলার জস হ্যাজেলউড। তাঁর পরিবর্তে চেন্নাই সুপার কিংস দলে নিয়েছে আর এক অসি জোরে বোলার জেসন বেহেরনডর্কে। শুক্রবারই হ্যাজেলউডের পরিবর্ত নেওয়ার কথা ঘোষণা করেছে টিম ম্যানেজমেন্ট। যদিও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচে বেহেরনডর্ফকে পাবে না চেন্নাই সুপারকিংস।
EiSamay.Com ipl 2021 update chennai super kings replace hazlewood with another australian bowler
হ্যাজেলউডের পরিবর্তে আরও এক অস্ট্রেলিয়ান জোরে বোলারকে নিল চেন্নাই সুপার কিংস


এবছর অবশ্য প্রথম আইপিএল খেলবেন না জেসন বেহেরনডর্ফ। ২০১৯ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তাঁর আইপিএলে অভিষেক হয়। মুম্বইয়ের হয়ে ৫টি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। নিয়েছিলেন ৫ উইকেট। গত বছর আইপিএল খেলেননি। এবছর আবার জস হ্যাজেলউডের পরিবর্তে চেন্নাইয়ে খেলার সুযোগ পেলেন। যদিও নিলামে তিনি অবিক্রিত থেকে গিয়েছিলেন। দেশের হয়ে ১১টি একদিনের ম্যাচ ও ৭টি টি২০ ম্যাচ খেলেছেন বেহেরনডর্ফ।

এদিকে, কেন আইপিএল থেকে এবছর সরে দাঁড়িয়েছেন, জানিয়েছেন জস হ্যাজেলউড। আসলে দীর্ঘদন জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে বলেই আইপিএল খেলতে চাননি এই অস্ট্রেলিয়ান জোরে বোলার। গত বছর আইপিএলে তেমন খেলার সুযোগ পাননি হ্যাজেলউড। এবছর জোরে বোলিং বিভাগে তাঁকে ধরেই পরিকল্পনা করেছিল চেন্নাই টিম ম্যানেজমেন্ট। কিন্তু হ্যাজেলউডের সিদ্ধান্তে তাদের পরিকল্পনায় ব্যাঘাত ঘটেছে। হ্যাজেলউড বলেন, ‘‌কোয়ারেন্টিনে থাকা নিয়ে আমার কোনও সমস্যা নেই। কিন্তু আইপিএলে বায়ো বাবল কতটা কঠিন হবে তা নিয়ে খুব চিন্তায় ছিলাম। বায়ো বাবল খুব কঠোর হলে সমস্যা হত। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তাম। তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’‌

করোনা আতঙ্ক থাকলেও সেরা T20 বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়

গতবছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ৩ টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন হ্যাজেলউড। ১টি উইকেট পেয়েছিলেন। হ্যাজেলউডের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জস ফিলিপ, সানরাইজার্স হায়দরাবাদের মিচেল মার্শও আইপিএল থেকে সরে দাঁড়ান। মিচেল মার্শ গত মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল