অ্যাপশহর

IPL ২০২১ দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই ভাঙতে পারে এইসমস্ত রেকর্ডগুলি!

IPL-এর দ্বিতীয় পর্ব হতে চলেছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই পর্বে যেই দল ভালো খেলবে তার হাতে উঠবে ট্রফি। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স।

EiSamay.Com 19 Sep 2021, 6:10 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: IPL মানেই ক্রিকেটের মাঝে নিখাদ বিনোদন। লম্বা লম্বা ছয় রানে পাহাড় দেখে মনটাকে কিছুটা রিফ্রেশ করে নেওয়া। সঙ্গে উপরি পাওনা ক্রিকেটারদের রেকর্ড গড়া এবং ভাঙা। IPL-এ প্রায় প্রতি ম্যাচেই দেখা যায় রেকর্ড ভাঙা-গড়ার খেলা। আসলে এই কোটিপতি লিগে যে যত ভালো খেলতে পারবে, তার দর তত বাড়বে। তাই প্লেয়ারদের মধ্যে থাকে এক অদৃশ্য ইঁদুর দৌড়।
EiSamay.Com Rohit Sharma
মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক রোহিত শর্মা ভাঙতে পারেন বেশ কয়েকটি রেকর্ড, নিজস্ব চিত্র


IPL-এর দ্বিতীয় পর্ব হতে চলেছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই পর্বে যেই দল ভালো খেলবে তার হাতে উঠবে ট্রফি। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। দুটি দল মিলিতভাবে IPL জিতেছে আটবার। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রথম ম্যাচে ভাঙতে ও তৈরি হতে পারে একাধিক রেকর্ড। দেখে নেওয়া যাক, কোন কোন রেকর্ড আছে সেই তালিকায় --

রোহিত শর্মার ৫,৫০০ রান

IPL-এ সাড়ে পাঁচ হাজার রানের থেকে আর মাত্র ২০ রান দূরে আছেন রোহিত শর্মা। আশা করা হচ্ছে, প্রথম ম্যাচেই তিনি ব্যক্তিগত রানের সেই মাইলস্টোন স্পর্শ করবেন।

রোহিতের ছয়ের রেকর্ড

কোনও ভারতীয় প্লেয়ার হিসেবে টি-২০ তে রোহিতের মোট ছয় মারার সংখ্যা ৩৯৭টি। আর তিনটে ছয় মারলেই তিনি ৪০০ টি ছয় মারবেন। যা হবে ভারতীয় ক্রিকেটে একটি রেকর্ড। তিনিই হবেন প্রথম ভারতীয় যে টি-২০ তে ৪০০ টা ছয় মারলেন। তবে এই তালিকা রোহিত শর্মার ধারে কাছে কেউ নেই।

ক্রুনালের ১ উইকেট

ক্রুনাল পান্ডিয়ার আর দরকার ১ উইকেট। তাহলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিনি ৫০টি উইকেটের মালিক হবেন। এই রেকর্ড করতে পারলেই তিনি হবে দ্বিতীয় মুম্বই ইন্ডিয়ান্স প্লেয়ার যিনি এই রেকর্ড করলেন। তাঁর আগে আছেন কায়রন পোলার্ড।

হার্দিকের ৫ ছক্কা

IPL-এ ১০০টা ছয় মারার থেকে আর মাত্র ৫টা ছয় দূরে আছেন হার্দিক পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৮৭টা ম্যাচে তিনি মেরেছেন ৯৫টা ছয়। প্রথম ম্যাচেই তিনি এই রেকর্ড ভেঙে দেবেন বলে আশায় সমর্থকরা।

জাদেজার ২ ছয়

চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার আর দরকার ২টো ছয়। তাহলেই চেন্নাইয়ের হয়ে তিনি ৫০টা ছয় মারার রেকর্ড করবেন। এই রেকর্ড করলে তিনি হবেন পঞ্চম ভারতীয় প্লেয়ার যিনি এই মাইলস্টোন স্পর্শ করবেন। তাঁর আগে আছেন মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, মুরলি বিজয় ও আম্বাতি রায়ডু।

রায়নার বাকি ৫ রান

রোহিত শর্মার মত সুরেশ রায়নাও IPL-এ ৫ হাজার ৫০০ রানের থেকে একটু দূরে। তিনি আর মাত্র ৫ রান দূরে আছেন মাইলস্টোন স্পর্শ করতে। ৫ হাজার ৫০০ রান করলে তিনি হবেন তৃতীয় ব্যাটসম্যান যিনি এই মাইলস্টোন স্পর্শ করলেন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল