অ্যাপশহর

IPL 2021: আঙুলের চোটের জেরে ছিটকে গেলেন রাজস্থানের জোফ্রা

আঙুলে চোটের কারণে এবার আইপিএল থেকে ছিটকে গেলেন রাজস্থান রয়্যালসের জোফ্রা আর্চার (jofra archer)।মাছের অ্যাকুরিয়াম পরিষ্কার করতে গিয়ে আঙুল কেটে যায় ইংল্যান্ডের এই জোরে বোলারের।

Lipi 23 Apr 2021, 10:57 pm

হাইলাইটস

  • প্রতিযোগিতা থেকে পুরোপুরি সরে দাঁড়ালেন জোফ্রা আর্চার
  • ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে, চোটের জন্য এবারের আইপিএলে আর্চারকে পাওয়া যাবে না
  • বাড়িতে মাছের অ্যাকুরিয়াম পরিষ্কার করতে গিয়ে আঙুল কেটে যায় ইংল্যান্ডের এই জোরে বোলারের
EiSamay.Com jofra archer

এই সময় ডিজিটাল ডেস্ক: সমস্যা যেন কিছুতেই পেছন ছাড়ছে না রাজস্থান রয়্যালসের। একেই আইপিএলে (IPL 2021) এখনও পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে পারেনি। তার ওপর একের পর এক ক্রিকেটারের চোট। বাঁহাতে আঙুলের চোটের জন্য আগেই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন বেন স্টোকস। এবার প্রতিযোগিতা থেকে পুরোপুরি সরে দাঁড়ালেন জোফ্রা আর্চার। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে, চোটের জন্য এবারের আইপিএলে আর্চারকে পাওয়া যাবে না।

ভারতের বিরুদ্ধে সিরিজ খেলার সময় কাঁধে চোট পেয়েছিলেন আর্চার। চিকিৎসার জন্য দেশে ফিরে গিয়েছিলেন। বাড়িতে মাছের অ্যাকুরিয়াম পরিষ্কার করতে গিয়ে আঙুল কেটে যায় ইংল্যান্ডের এই জোরে বোলারের। আঙুলে কাঁচ ঢুকে যায়। শেষ পর্যন্ত অস্ত্রোপচার করতে হয়। রাজস্থান রয়্যালস শিবির আশা করেছিল, সুস্থ হয়ে পরের দিকে আইপিএলে খেলবেন আর্চার। কিন্তু, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্টকে হতাশ হতে হল।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শুক্রবার এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘‌আর্চার এই সপ্তাহ থেকে বোলিং শুরু করেছেন। তবে ও সুস্থ হলেও এখনও খেলার মতো অবস্থায় নেই। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও সাসেক্স দলের মেডিক্যাল টিম ওর সুস্থতার ওপর নজর রাখবে।’‌ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আশা করছে ১৪ দিন পর আর্চার চোট মুক্ত হয়ে পুরোপুরি বোলিং করার মতো জায়গায় আসবে। মে মাসের মাঝামাঝি সাসেক্সের হয়ে চ্যাম্পিয়নশিপের ম্যাচে মাঠে নামতে পারেন আর্চার। সুস্থ হয়ে মাঠে ফিরলেও আইপিএলে খেলা হবে না ইংল্যান্ডের এই জোরে বোলারের। কারণ আইপিএলে খেলতে গেলে তাঁকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। ততদিনে আইপিএল শেষ হয়ে যাবে।
আরও পড়ুন: হাঁটুর চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলে সানরাইজার্স হায়দরাবাদের নটরাজনআসলে টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ঝুঁকি নিতে চাইছে না ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তারা চায় আর্চার পুরো ফিট হয়ে মাঠে ফিরুক। কয়েকদিন আগেই রাজস্থান রয়্যালসের লিয়াম লিভিংস্টোন জৈব সুরক্ষা বলয়ে থেকে মানসিকভবে ক্লান্ত হয়ে দেশে ফিরে গেছেন। তাঁর আগেই আইপিএল থেকে ছিটকে গেছেন বেন স্টোকস।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল