অ্যাপশহর

দুরন্ত ফর্মে হার্দিক, বিশ্বকাপের আগে চিন্তা ঘুচল বোর্ডকর্তাদের

বহুকাল পরে ব্যাট হাতে সেই চেনা ছন্দে দেখতে পাওয়া গিয়েছে হার্দিক পান্ডিয়াকে। আজ তিনি ৩০ বলে ৪০ রানে অপরাজিত ছিলেন। এরমধ্যে চারটে চার এবং দুটো ছক্কা রয়েছে।

EiSamay.Com 28 Sep 2021, 11:51 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অবশেষে IPL টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে জয়লাভ করল মুম্বই ইন্ডিয়ান্স। আজ পঞ্জাব কিংসকে তারা ৬ উইকেটে পরাস্ত করল। নির্ধারিত ২০ ওভারে পঞ্জাব ৬ উইকেটে ১৩৫ রান তুলেছিল। আর ৬ বল বাকি থাকতেই কাঙ্খিত রান তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে মুম্বইয়ের জয়ে রোহিত ব্রিগেডের যতটা না স্বস্তি হয়েছে, তার থেকে বেশি স্বস্তিতে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণটা আশা করি, আপনাদের আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। বহুকাল পরে ব্যাট হাতে সেই চেনা ছন্দে দেখতে পাওয়া গিয়েছে হার্দিক পান্ডিয়াকে। আজ তিনি ৩০ বলে ৪০ রানে অপরাজিত ছিলেন। এরমধ্যে চারটে চার এবং দুটো ছক্কা রয়েছে।
EiSamay.Com ​Hardik Pandya and Kieron Pollard
হার্দিক পান্ডিয়া এবং কায়রন পোলার্ড, ছবি সৌজন্য - টুইটার


আজ ১৫০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমেছিল পঞ্জাব কিংস। তবে মিডল অর্ডারের ব্যর্থতার পর ১৩৫ রানও যে তুলতে পেরেছে, এটাই ঢের। মারক্রাম (৪২) এবং হুডা (২৮) আজ দলের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। তবে মুম্বইয়ের সবথেকে বড় প্রাপ্তি ক্রুনাল পান্ডিয়ার বোলিং। তিনি ২৪ রানে একটা উইকেট শিকার করেছেন। এছাড়াও পোলার্ডও জোড়া উইকেট শিকার করেছেন। জবাবে মুম্বইয়ের ইন্ডিয়ান্সের শুরুটাও খুব একটা ভালো হয়নি। একটা সময় তো ৯২ রানে মুম্বইয়ের চারজন প্রথম সারির ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। তারপর মাঠে নামলেন হার্দিক পান্ডিয়া। কায়রন পোলার্ডের সঙ্গে তিনি ২৩ বলে ৪৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। আর সেই সুবাদেই মধুর জয় ছিনিয়ে আনল রোহিত ব্রিগেড।

আজকের ম্যাচে জয়লাভ করলেও পয়েন্ট টেবিলে অনেকটাই উপরের দিকে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স। ১০ পয়েন্ট নিয়ে তারা পাঁচ নম্বরে উঠে এসেছে। অন্যদিকে ৮ পয়েন্ট ঝুলিতে নিয়ে ৬ নম্বরে রয়েছে পঞ্জাব কিংস। খুব স্বাভাবিকভাবেই এই জয়ের পর রীতিমতো খুশি মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বললেন, 'দল হিসেবে আমরা যে খুব একটা ভালো খেলেছি, সেটা কখনই বলব না। কিন্তু, এই ধরনের ফরম্যাটে সব কিছুই সম্ভব। গ্রুপের মধ্যে থাকাটাই সবথেকে বড় ব্যাপার। আমরা সকলেই প্রায় একে অপরের গায়ে লেগে রয়েছি।' প্রসঙ্গত, ১০ পয়েন্ট নিয়েই চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তারাও জয়লাভ করেছে।

হার্দিকের কথা বলতে গিয়ে প্রশংসা ঝরে পড়ল রোহিতের গলায়। তিনি বললেন, 'ও যেভাবে পরিস্থিতিটা বুঝতে পারে, সেটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা দলের দৃষ্টিভঙ্গি থেকে হোক কিংবা নিজের। উইকেটে সময় কাটানোটাই সবথেকে বড় কথা। তাহলেই রান আসবে।'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল