অ্যাপশহর

IPL 2021: ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ব্যাটিংয়ের ওপরই ভরসা করছে দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস

পরাজয়ের ধাক্কা সামলে রবিবার ঘুরে দাঁড়ানোর লড়াই দুই দলের সামনে... আর এই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ব্যাটিংয়ের ওপরই ভরসা করছে দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস টিম ম্যানেজমেন্ট

Lipi 18 Apr 2021, 5:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচে দারুণ ছন্দে। পরের ম্যাচেই ছন্দহীন। নিজেদের শেষ দুটি ম্যাচেই হারতে হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংসকে। পরাজয়ের ধাক্কা সামলে রবিবার ঘুরে দাঁড়ানোর লড়াই দুই দলের সামনে। আর এই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ব্যাটিংয়ের ওপরই ভরসা করছে দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস টিম ম্যানেজমেন্ট। যদি টপ অর্ডারের দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে দুই দলের টপ অর্ডারই আইপিএলের অন্যতম সেরা। দিল্লি ক্যাপিটালসের রয়েছেন শিখর ধাওয়ান, পৃথ্বী শ, ঋষভ পন্থ, অজিঙ্কা রাহানে, শিমরণ হেটমায়ের, মার্কাস স্টইনিসের মতো ব্যাটসম্যানরা। অন্যদিকে, পঞ্জাব কিংসে রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল, লোকেশ রাহুল, ক্রিস গেল, দীপক হুডারা। সুতরাং দুই দলের বোলারদের কাছে বাড়তি চ্যালেঞ্জ।
EiSamay.Com ipl 2021 delhi capitals and punjab kings are relying on batting in the fight to turn around
IPL 2021: ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ব্যাটিংয়ের ওপরই ভরসা করছে দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস


রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনকে পুরো কোটার ওভার বল করাননি দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ। তাঁর ওপর বেজায় চটেছিলেন কোচ রিকি পন্টিং। ঋষভকে স্বস্তি দিচ্ছে দক্ষিণ আফ্রিকার জোরে আনরিখ নর্টিয়ের দলে ফেরাটা। টম কারেনের পরিবর্তে তিনি প্রথম একাদশে ঢুকতে পারেন।

IPL 2021: বেয়ারস্টোর রাক্ষুসে ছক্কায় ভাঙল ফ্রিজ, অল্পের জন্য বাঁচলেন সতীর্থ

পঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুলকেও ভাবাচ্ছে ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তুলেছিল ২২১। পরের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১০৬ রানে গুটিয়ে যায়। দীপক চাহারের সুইংয়ের কোনও জবাব দিকে পারেননি লোকেশ রাহুলরা। রাহুল, মায়াঙ্ক, গেলদের সামনে কাগিসো রাবাডা, ক্রিস ওকস, আনরিখ নর্টিয়েরা বড় চ্যালেঞ্জ।

কার বার্তায় তেতে গিয়ে পঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত বোলিং করেছিলেন দীপক চাহার?‌

ভাল বোলিংয়ের সামনে পৃথ্বী শ, ঋষভ পন্থরাও যে আটকে যেতে পারেন আগের ম্যাচেই প্রমাণ করে দিয়েছেন জয়দেব উনাদকাটরা। মহম্মদ সামি, ঝাই রিচার্ডসন, রিলে মেডেরিথদের সামনে কতটা জ্বলে উঠতে পারেন দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যানরা, সেটাই দেখার। জোরে বোলাররাই মূল শক্তি পঞ্জাবের। তবে স্পিন বিভাগ নিয়ে দুর্বলতা আছে। দুটি ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি মুরুগান অশ্বিন। গত মরশুমে ভাল খেলা তরুণ স্পিনার রবি বিষ্ণোইকে প্রথম একাদশে খেলানো হতে পারে। তবে দুই দলকেই মাথায় রাখতে হচ্ছে ওয়াংখেড়ের ছোট বাউন্ডারি।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর