অ্যাপশহর

সুপারম্যানের প্রশংসায় পঞ্চমুখ সচিন-শাস্ত্রীরা

দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে ম্যাচের সেরার সঙ্গে ক্রিকেট মহলের প্রশংসায় ভাসছেন ঋদ্ধিমান সাহা। মঙ্গলবার ম্যাচের পর ঋদ্ধির একটা ছবি পোস্ট করে শাস্ত্রীর টুইট, 'বিশ্বের সেরা উইকেটকিপার। আজকের পারফরম্যান্সটা অসাধারণ।'

EiSamay 29 Oct 2020, 11:51 am
এই সময়: দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে ম্যাচের সেরার সঙ্গে ক্রিকেট মহলের প্রশংসায় ভাসছেন ঋদ্ধিমান সাহা। সচিন তেন্ডুলকর থেকে রবি শাস্ত্রী, প্রত্যেকেই মুগ্ধ ঋদ্ধির ৪৫ বলে ৮৭ রানের ইনিংসে।
EiSamay.Com wriddhiman saha
ঋদ্ধি


টুইটারে সচিন লিখেছেন, 'ঋদ্ধিমান সাহা ভীষণই স্মার্ট ব্যাটিং করল। বলের লাইন-লেংথ বুঝে নিজের শটগুলো ইম্প্রোভাইজ করেছে। যাকে স্লগিং বলা যাবে না। সব মিলিয়ে একটা সুন্দর ইনিংস উপভোগ করলাম।' প্রশংসা ঝরে পড়েছে ভারতীয় টিমের কোচ রবি শাস্ত্রীর কথাতেও। ঋদ্ধিকে এই মুহূর্তে বিশ্বের সেরা উইকেটকিপার বলতেও দ্বিধা নেই তাঁর। মঙ্গলবার ম্যাচের পর ঋদ্ধির একটা ছবি পোস্ট করে শাস্ত্রীর টুইট, 'বিশ্বের সেরা উইকেটকিপার। আজকের পারফরম্যান্সটা অসাধারণ।' থেমে থাকেননি বীরেন্দ্র সহবাগও। তাঁর নিজস্ব স্টাইলে টুইট, 'ইয়েহি হ্যায় রাইট চয়েজ বেবি, সাহা। দুর্দান্ত হিটিং। ঋদ্ধিমান সাহার ব্রিলিয়ান্ট নক দেখতে খুব ভালো লাগল।'

প্রশংসার মধ্যে উদ্বেগও রয়েছে ঋদ্ধির চোট নিয়ে। কুঁচকির চোটের জন্য দিল্লি ম্যাচে কিপিং করতে পারেননি বাংলার কিপার। ম্যাচে চোট পেয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের আর ক্রিকেটার বিজয় শঙ্করও। যা নিয়ে চিন্তিত টিমের ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নারও। ম্যাচ শেষে বলেছেন, 'আশা করি, ঋদ্ধির চোট গুরুতর নয়।' বুধবার দুবাইয়ে হায়দরাবাদ শিবিরে খোঁজ নিয়ে সে কথাই জানা গেল। সব ঠিকঠাক থাকলে শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে খেলতে পারবেন ঋদ্ধি। মাঝে এই সময়টা বিশ্রাম নিতে পারবেন। হায়দরাবাদ শেষ ম্যাচ খেলবে আগামী মঙ্গলবার। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। ঘটনাচক্রে সেটাই লিগ পর্যায়ের শেষ ম্যাচ।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল