অ্যাপশহর

'ঠাকুমা মারা যান! মন পড়েছিল ওখানে', ভাঙা হৃদয়েই দিল্লির বিরুদ্ধে মাঠে নেমেছিলেন ওয়াটসন

ওয়াটসন জানালেন তাঁর ঠাকুমা রিচির মৃত্যু হয় গত বুধবার। শুক্রবার দিল্লির সঙ্গে খেলা ছিল চেন্নাইয়ের। অর্থাৎ তার ঠিক দুই দিন আগেই প্রয়াত হয়েছিলেন ওয়াটসনের ঠাকুমা।

EiSamay.Com 27 Sep 2020, 12:37 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালে আইপিএল-কে একপ্রকার স্মরণীয় করে রেখেছিলেন চেন্নাই লুপার কিংসের অলরাউন্ডার শেন ওয়াটসন। কিন্তু ২০২০ সালে তাঁর ফর্ম সে ভাবে নজর কাড়ছে না। বিশেষ করে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে রীতিমতো গোত্তা খেয়েছিলেন ওয়াটু।
EiSamay.Com Shane Watson
দুঃসময়ে পাশে না থাকতে পেরে পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন ওয়াটু!


তবে তার পিছনে রয়েছেন বিশেষ কারণ। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামার কিছু আগেই দুঃসংবাদ পেয়েছিলেন ওয়াটসন। ঠিক তার দুই দিন আগে প্রয়াত হন তাঁর ঠাকুমা। ভাঙা হৃদয়েই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন শেন।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলের ওপেনিং ম্যাচেই দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু তার পরের দুটি ম্যাচ অর্থাৎ রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারতে হয় ধোনির ব্রিগেড-কে।

রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস এই দুই দলের বিরুদ্ধে যথাক্রমে ৩৩ এবং ১৪ রান করে আউট হয়ে যান ওয়াটু। আর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাঁর অপেক্ষাকৃত খারাপ পারফরম্যান্সের কথা বলতে গিয়ে ব্যক্তিগত প্রসঙ্গ টেনে আনলেন এই অজি অলরাউন্ডার।

হাঁটুর রক্তপাত উপেক্ষা করেও মুম্বইয়ের বিরুদ্ধে গত বার ফাইনাল খেলেছিলেন শেন!


ওয়াটসন জানালেন তাঁর ঠাকুমা রিচির মৃত্যু হয় গত বুধবার। শুক্রবার দিল্লির সঙ্গে খেলা ছিল চেন্নাইয়ের। অর্থাৎ তার ঠিক দুই দিন আগেই প্রয়াত হয়েছিলেন ওয়াটসনের ঠাকুমা। পরিবারকে সমবেদনা জানিয়ে দুঃসময়ে তাঁদের পাশে না থাকতে পেরে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: 'ধোনি চারে ব্যাট করতে নামার আগেই ভারতে বুলেট ট্রেন চলে আসবে': শেওয়াগ

নিজের ইউটিউব শো'তে শেন ওয়াটসন বলেন, 'আমার মা এবং বাবার খুবই কাছের ছিলেন ঠাকুমা। আমার মনটা পড়েছিল অস্ট্রেলিয়ায়, পরিবারের কাছেই। এই দুঃসময়ে তোমাদের পাশে না থাকতে পেরে ক্ষমাপ্রার্থী!'

আরও পড়ুন: CSK vs DC: ৪৪ রানে চেন্নাইকে হারাল দিল্লি, পর পর দুই ম্যাচ হেরে চাপে ধোনি
গত বার আইপিএলে শেন ওয়াটসন একবারে ধামাকা দেখিয়েছিলেন আইপিএলে। হাঁটু-তে চোট পেয়েও খেলা চালিয়ে গিয়েছিলেন দিনের পর দিন। একটি ম্যাচে তো আবার তাঁর পা থেকে ঝরঝর করে রক্তও পড়তে দেখা গিয়েছিল।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল