অ্যাপশহর

দুই বিশ্বসেরা ব্যাটের টক্কর

বিরাটের ব্যাটে যেমন বড় রান নেই, তেমনই স্মিথও তেমন নজরকাড়া ইনিংস এখনও খেলতে পারেননি। তবে আজকের ম্যাচে দুই টিমের দুই ক্যাপ্টেন সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছেন।

Ei Samay 3 Oct 2020, 12:57 pm
এই সময়: ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে ভারতীয় টিম। তার আগে স্টিভ স্মিথের বিরুদ্ধে আজ নামছেন বিরাট কোহলি। দু'জনের শ্রেষ্ঠত্বের লড়াইটাই আবার দেখতে চাইছে আইপিএল ভক্তরা। বিরাটের ব্যাটে যেমন বড় রান নেই, তেমনই স্মিথও তেমন নজরকাড়া ইনিংস এখনও খেলতে পারেননি। তবে আজকের ম্যাচে দুই টিমের দুই ক্যাপ্টেন সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছেন।
EiSamay.Com ​Virat Kohli and Steve Smith​
দুই বিশ্বসেরা ব্যাটসম্যানের লড়াই!


কেকেআর ম্যাচে হারের পর জয়ে ফেরা যেমন লক্ষ্য স্মিথের রাজস্থানের, তেমনই বিরাটের চিন্তা ডেথ বোলিং। প্রথম ম্যাচ জেতার পর ডেথ বোলিং নিয়ে উচ্ছ্বসিত ছিলেন আরসিবি ক্যাপ্টেন। শুনিয়ে ছিলেন, ডেথ বোলিং আর ক্ষত তৈরি করবে না বেঙ্গালুরুর। বেশি দিন অপেক্ষা করতে হয়নি। তিন নম্বর ম্যাচের পর এই বিরাটই ফের দুশ্চিন্তায় ডুবে গিয়েছেন। পাঞ্জাব আর মুম্বই ম্যাচ ধরলে- ডেথে ৮ ওভার বল করেছেন নভদীপ সাইনিরা। ৪৮ বলে দিয়েছেন ১৬৩ রান। অর্থাৎ ওভার প্রতি ২০ রানেরও বেশি।

আরও পড়ুন: ধোনিদের প্লে-অফের রাস্তা আরও কঠিন

গোঁত্তা খাওয়া ইয়র্কার, স্লোয়ার লো ফুলটস, ওয়াইড ইয়র্কার- এই সব এখন আইপিএলের ম্যাচে সঙ্গে করে নামছেন পেসাররা। রাজস্থানের অঙ্কিত রাজপুতের ১৬তম ওভারে একটাও চার মারতে পারেননি পাঞ্জাবের লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়ালরা। কেকেআর ম্যাচেও অঙ্কিত হিট ছিলেন। ফিরিয়েছিলেন আন্দ্রে রাসেলকে। আজ অঙ্কিতের বদলে খেলানো হতে পারে বরুণ অ্যারনকে। কখনও আইপিএল না জেতা বিরাট কোহলির টিম অবশ্য নতুন করে ভাবনা-চিন্তা শুরু করেছে ডেথ বোলিং নিয়ে। একমাত্র নভদীপ ছাড়া বাকিরা সেই অর্থে ভরসা দিতে পারেননি। রাজস্থান ম্যাচে কোনও ভুল চাইছেন না আরসিবি ক্যাপ্টেন। বিরাটের টিমের বড় চিন্তা হতে পারেন জোফ্রা আর্চার। আগের কেকেআর ম্যাচে দারুণ বোলিং করেছিলেন ক্যারিবিয়ান পেসার।

টিমের খবর

১) ক্রিস মরিস এখনও ফিট নন। তিনি খেললে ইসুরু উদানা বা অ্যাডাম জাম্পাকে বসাতে পারে আরসিবি

২) আরসিবির ফর্মে না থাকা পরাগের বদলে মনন ভোরাকে খেলানো হতে পারে

৩) অঙ্কিত রাজপুতের বদলে রাজস্থান টিমে আসতে পারেন বরুণ অ্যারন

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল