অ্যাপশহর

DC vs MI: প্লে-অফের টিকিট পেতে মরিয়া দিল্লি

ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের পর আজ নজরে থাকবেন MI-এর সূর্যকুমার যাদব।

EiSamay.Com 31 Oct 2020, 11:07 am
দুবাই: প্রথম টিম হিসেবে আইপিএলে দু'শোতম ম্যাচ খেলতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। শনিবার মুম্বইয়ের এই ম্যাচই আবার গুরুত্বপূর্ণ দিল্লি ক্যাপিট্যালসের কাছে। এই ম্যাচ জিতেই তারা চাইবে প্লে-অফের টিকিট নিশ্চিত করতে।
EiSamay.Com Delhi Capitals
ফাইল ফটো


রোহিত শর্মা আগের ম্যাচে বিশ্রামে ছিলেন চোটের জন্য। এই চোট নিয়েই জলঘোলা হয়েছে। তিনি আইপিএলে টিমের সঙ্গে প্র্যাক্টিস করছিলেন। অথচ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে চলা টেস্ট টিম থেকে তাঁকে বাদ দেওয়া হয়। যা নিয়ে সরব হন সুনীল গাভাসকর থেকে বীরেন্দ্র সহবাগ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে আগের ম্যাচে রোহিত খেলেননি। সেই ম্যাচে মুম্বইয়ের নেতা ছিলেন কায়রন পোলার্ড।

মুম্বইয়ের জন্য ইতিবাচক টপ অর্ডারে ইশান কিশান, কুইন্টন ডি কক ও সূর্য কুমার যাদবের ফর্ম। মিডল অর্ডারে সুযোগ পেলে ঝড় তুলেছেন পোলার্ড-পান্ডিয়ারা। আবার বল হাতেও সফল ট্রেন্ট বোল্ট বা রাহুল চাহাররা। প্রতিপক্ষ দিল্লিকে শুরুর দিকে অপ্রতিরোধ্য দেখালেও পরের দিকে কয়েকটা ম্যাচ হারতে হয়েছে শ্রেয়স আয়ারের টিমকে। আগের ম্যাচেই ঋদ্ধিমানের ৪৫ বলে ৮৭ রানের দুরন্ত ইনিংস প্লে-অফ নিশ্চিত করতে দেয়নি। এই ম্যাচে আবার সেই টিকিটের লক্ষ্যে নামছেন পৃথ্বী-শিখররা।

তাঁদের বিরুদ্ধে মুম্বইকে দারুণ একটা ওপেনিং ইনিংস দিতে তৈরি কুইন্টন ডি কক। বলেছেন, 'আমার পরে সূর্য, হার্দিক, পোলার্ডরা আছে বলে বাড়তি আত্মবিশ্বাস পাই। কিন্তু আমিও চাই, ওপেনিংয়ে বড় ইনিংস খেলে দিতে।' রোহিতের বদলে এখন ওপেনিং জুটি ইশান। যা নিয়ে কুইন্টনের বক্তব্য, 'বিশেষ কিছুই বদলায়নি। রোহিত আর আমার মধ্যে যতটা বোঝাপড়া ছিল, ইশান আর আমার মধ্যেও তাই। ও ইয়ং বলেই নানা রকম শট খেলে। আমার উপর থেকে চাপও সরে যায়।'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল