অ্যাপশহর

গুরুর পুরোনো শহরে তাঁকে হারিয়ে তৃপ্ত গৌতমের শিষ্য

গম্ভীর মুখে একটু বেশিই হাসছিলেন যেন! সেই হাসিতে যন্ত্রণা স্পষ্ট৷ কেকেআরের কাছে হারের পর কথা বলতে গিয়ে হাসির মধ্যে গৌতম গম্ভীরের দীর্ঘনিশ্বাসও পড়ল কয়েক বার৷

Ei Samay 17 Apr 2018, 11:23 am
রূপক বসু
EiSamay.Com ipl 2018 kkr v dd sunil narine nitish rana script kolkatas 71 run win vs delhi
গুরুর পুরোনো শহরে তাঁকে হারিয়ে তৃপ্ত গৌতমের শিষ্য


গম্ভীর মুখে একটু বেশিই হাসছিলেন যেন! সেই হাসিতে যন্ত্রণা স্পষ্ট৷ কেকেআরের কাছে হারের পর কথা বলতে গিয়ে হাসির মধ্যে গৌতম গম্ভীরের দীর্ঘনিশ্বাসও পড়ল কয়েক বার৷ বলে উঠলেন, ‘কেকেআরকে কৃতিত্ব দিতেই হবে৷ ’শুধু কেকেআর নয়, সোমবার গম্ভীর যেন হারলেন আরও দুটো ম্যাচ৷ এক ইডেনের দর্শকের কাছে৷ যাঁরা গম্ভীর আবেগ ভুলে সারাক্ষণই‘কেকেআর, কেকেআর’ বলে চিৎকার করে গিয়েছেন৷ দ্বিতীয় জন নীতিশ রানা৷ যাঁকে দিল্লি ক্রিকেট মহলে গম্ভীরের ভাবশিষ্য বলে মনে করা হয়৷

গম্ভীরও সাঙ্ঘাতিক স্নেহ করেন এই রানাকে৷ কয়েক বছর আগে বিজয় হাজারে ট্রফি খেলতে গিয়ে দিল্লি কোচ কেপি ভাস্করের সঙ্গে গম্ভীরের যে ঝামেলা হয়, তা এই উন্মুক্ত চাঁদ, নীতিশ রানাদের নিয়েই৷ আরও স্পষ্ট করে বললে, রানাকে দিল্লি টিমে না খেলানো নিয়ে কোচের উপর চড়াও হন গম্ভীর৷ আসলে এই ঝামেলার নেপথ্যে দিল্লি ক্রিকেটের দুই বড় ক্লাব এলবি শাস্ত্রী বনাম সনেট ক্লাবের চিরন্তন রেষারেষি৷ গম্ভীরের ছোটবেলার সঞ্জয় ভরদ্বাজের কোচিংয়ে এলবি শাস্ত্রী ক্লাবে রানারাই হলেন গম্ভীরদের উত্তরসূরি৷

এ দিন হারের পর ম্যাচের সেরা রানাকে নিয়ে অবশ্য কোনও কথা খরচ করেননি গম্ভীর৷ বরং গম্ভীরের মতে, আন্দ্রে রাসেলই ফারাক গড়ে দিল৷ গম্ভীরের বক্তব্য, ‘সবার জন্যই নির্দিষ্ট পরিকল্পনা ছিল৷ কিন্ত্ত রাসেল নিজের মেজাজে খেললে বোলারদের কাজটা কঠিন হয়ে যায়৷’ যতই ভাবশিষ্য হন, পেশাদার জগতে গুরু-শিষ্যের কোনও জায়গা নেই৷ রানার শরীরীভাষাও কিছুটা গম্ভীরেরই মতো৷ ম্যাচ শেষে ইডেনের তিন তলার ঘরে দিল্লিবাসী রানার গলায় গম্ভীর সুলভ ঔদ্ধত্য, ‘গম্ভীর বা দিল্লির বলে আলাদা কোনও ব্যাপার ছিল না৷ আমার একটাই লক্ষ্য, মারার বল মারো৷ সেটাই করেছি৷ আর রান করাটাই তো আমার কাজ৷’ অবশ্য গম্ভীর যে কেকেআর ম্যাচ নিয়ে আবেগপ্রবণ ছিলেন, তা ধরা পড়েছিল ম্যাচের আগেই৷

সোমবার দুপুরেই তাই আবেগঘন টুইট, ‘বাতাসের এই গন্ধটা খুব চেনা৷ মুখগুলোও ভীষণ পরিচিত৷ গোতি পাজি থেকে আমি যেন গৌতমদা হয়ে গিয়েছি৷ আমি কি আমার পুরোনো বাড়িতে ফিরে এলাম?’এ দিন টসের পর অবশ্য মেনে নিলেন ইডেন আবেগের কথা৷ সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকরকে গম্ভীর বলে দিলেন, ‘এত দিন যেখানে খেলেছি, সেখানে একটা আবেগ তো থাকবেই৷ তবে আইপিএলে এটা হতেই পারে৷ আর এ গুলো আমার হাতে নেই৷ এ সব আমি নিয়ন্ত্রণ করতে পারি না৷ ’ সব মিলিয়ে নিজেকে কলকাতা হ্যাংওভার কাটিয়ে বেরোনোর আপ্রাণ চেষ্টা৷ শুনিয়েও রাখলেন সে কথা, ‘পেশাদার ক্রিকেটে এগুলো হবেই৷ এ সব নিয়েই চলতে হবে৷ ’ আসলে লড়াইটা ছিল গম্ভীর বনাম কেকেআর৷ সে ম্যাচের অন্যতম নায়ক রাসেলও তো কেকেআরে গম্ভীর জমানার আবিষ্কার৷ গম্ভীরের দিল্লি দুর্গ ধ্বংসের বাকি দুই নাইট যোদ্ধা সুনীল নারিন , কুলদীপ যাদবও যে গম্ভীরের কেকেআর আমলের ফসল৷ যিনি নতুন , সেই রানা তো আবার সবাইকে ছাপিয়ে গম্ভীরেরই ছায়া!

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল