অ্যাপশহর

GT vs RR Match Preview: বিধ্বংসী Jos Buttler-কে আটকাতে প্রস্তুত Gujarat Titans, নার্ভের লড়াইয়ে শেষ হাসি কার?

দুই দলেরই প্রধান অস্ত্র ব্যাটিং। বিশেষ করে জস বাটলারের (Jos Buttler) জন্য আলাদা পরিকল্পনা করতে হবে হার্দিককে (Hardik Pandya)। শুক্রবার তিনি একাই উড়িয়ে দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।

Produced byকৌশিক বিশ্বাস | Lipi 29 May 2022, 11:11 am
EiSamay.Com Preview main (4)
চলতি IPL ফাইনালে মুখোমুখি গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস, ছবি সৌজন্য - Twitter
২ মাস ধরে চলা লড়াইয়ের শেষলগ্নে এসে দাঁড়িয়েছে IPL। আর কয়েকঘণ্টা পরেই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। মুখোমুখি গুজরাট টাইটান্স (Gujarat Titans) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। বাকি IPL ফাইনালের থেকে এই ফাইনালটা হতে চলেছে কিছুটা আলাদা। তার কারণ অভিষেক করা দল গুজরাট এবার ফাইনাল খেলছে। আর অন্যদিকে রাজস্থান রয়্যালস দীর্ঘ ১৪ বছর পর ফাইনাল খেলছে। ফলে এই ফাইনালটা আলাদা করে তুলেছে বাকি ফাইনালগুলো থেকে। এই ম্যাচে যেই দল নার্ভ ধরে রাখতে পারবে তারাই শেষ হাসি হাসবে।

ফাইনাল ম্যাচে কোনও দল এগিয়ে বা পিছিয়ে থেকে নামে না। ফলে দুই দলই এই ম্যাচে একই জায়গায় দাঁড়িয়ে নামবে। তবে এই ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে কিছুটা সমস্যা হতে পারে বিশ্রাম। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলেছে তারা। মাঝে একদিনের বিশ্রাম সেরে তারা নামবে। অন্যদিকে প্রায় এক সপ্তাহের বিশ্রাম পেয়ে নামবে গুজরাট।

গুজরাটের ঘরের মাঠে ম্যাচ হওয়ায় স্থানীয় সমর্থন কিছুটা বেশি পাবে হার্দিকরা। তবে এই মাঠে যেহেতু রাজস্থান রয়্যালস দ্বিতীয় কোয়ালিফায়ার খেলেছে ফলে তাদের কাছে কিছুটা বেশি পরিচিত এই মাঠ।

দুই দলেরই প্রধান অস্ত্র ব্যাটিং। বিশেষ করে জস বাটলারের (Jos Buttler) জন্য আলাদা পরিকল্পনা করতে হবে হার্দিককে (Hardik Pandya)। শুক্রবার তিনি একাই উড়িয়ে দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। তিনি এক্ষেত্রে ফারাক গড়তে পারেন। চলতি মরশুমে এখনও পর্যন্ত দুই দল দুবার মুখোমুখি হয়েছে আর দুবারই জিতেছে গুজরাট টাইটান্স। যেটা মানসিক দিক থেকে চাঙ্গা রাখবে তাদের।

দ্বিতীয় কোয়ালিফায়ারে সেভাবে প্রভাব ফেলতে পারেননি স্পিনাররা। পেসাররা কার্যকর হয়েছেন। এক্ষেত্রে যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন ও রশিদ খানকে আলাদা পরিকল্পনা করতে হবে। রাজস্থানের বিরুদ্ধে ভয়ঙ্কর হতে পারেন মহম্মদ সামি।

হার্দিক পান্ডিয়া এই মরশুমে এখনও পর্যন্ত ৪৫৩ রান করেছেন। তাঁর উপর প্রত্যাশা থাকবে। ওপেনার হিসেবে ঋদ্ধিমান সাহা ও শুভমন গিলের উপর বাড়তি দায়িত্ব থাকবে। দলকে ভালো শুরু উপহার দিতে চাইবেন তারা। গুজরাটের ব্যাটিংয়ে গভীরতা বেশি। শেষের দিকে ফিনিশার হিসেবে রাহুল তেওটিয়া আর ডেভিড মিলার রয়েছেন। রশিদ খানও ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন অতীতে।

রাজস্থানের হয়ে অধিনায়কত্বের দিক থেকে নিদর্শন রেখেছেন সঞ্জু স্যামসন। নেতৃত্বদানের পাশাপাশি তিনি ব্যাট হাতেও সফল হয়েছেন। অধিনায়ক হিসেবে সফল হয়েছে হার্দিক পান্ডিয়াও। অ্যাসিড টেস্টে কোন অধিনায়ক কেল্লা জয় করে ইতিহাস লিখতে পারেন সেইদিকে তাকিয়ে সকলে।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল