অ্যাপশহর

দিল্লি ক্যাপিটালসে ফের করোনা হানা, আইসোলেশনে গোটা দল

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামার আগে বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। দিল্লি শিবিরে আরও একজন করোনায় আক্রান্ত হলেন। ম্যাচ শুরুর আগে গোটা দলকেই আপাতত আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও দিল্লি ক্যাপিটালসে করোনা হানা দিয়েছিল। ইতিপূর্বে দলের মোট সাতজন সদস্য এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

Produced byকৌশিক বিশ্বাস | Lipi 8 May 2022, 1:52 pm
চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। ফের করোনা (Covid 19) হানা দিল্লি ক্যাপিটালস শিবিরে। এবার আক্রান্ত হলেন দলের এক নেট বোলার। রিপোর্ট অনুযায়ী, রুটিন করোনা পরীক্ষা করার সময় নেট বোলারের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এবং সেই নেট বোলারের সঙ্গে হোটেলের রুম শেয়ার করা অপর এক বোলারকে আইসোলেশনে পাঠানো হয়েছে। ফলে গোটা দিল্লি ক্যাপিটালস টিমকেই এখন আইসোলেশনে রাখা হয়েছে। কোন প্লেয়ার আক্রান্ত হয়েছে, তা এখনও জানানো হয়নি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে।
EiSamay.Com DC Main (4)
দিল্লি ক্যাপিটালস দলে আরও একজনের করোনা আক্রান্ত হওয়ার খবর, ছবি সৌজন্য - Twitter@IPL

DC vs SRH: হারলেই স্বপ্নভঙ্গ, প্লে অফের লক্ষ্যে মুখোমুখি Delhi Capitals ও Sunrisers Hyderabad
বোর্ডের তৈরি করার নিয়ম অনুযায়ী, দিল্লি ক্যাপিটালসকে আরও একবার করোনা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে এবং ততক্ষণ পর্যন্ত সবাইকে আইসোলেশনে রাখা হবে। যদিও আজকের ম্যাচ নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি বোর্ড। এক্ষেত্রে দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট কী আসে তার উপরে নির্ভর করবে আজকের ম্যাচের ভবিষ্যৎ। রবিবার সন্ধ্যে সাড়ে সাতটায় স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস এর মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। বর্তমানে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ফলে প্রবেশ করতে গেলে এই ম্যাচটি জিততেই হবে দিল্লি ক্যাপিটালসকে।
RCB-র কাছে হেরেও রয়েছে ক্ষীণ আশা, কোন অঙ্কে প্লেঅফে CSK?
বোর্ডের নিয়ম অনুযায়ী, করোনার জন্য যদি কোনও দলে প্রথম একাদশ তৈরি না হয় তাহলে ম্যাচটা পিছিয়ে দেওয়া হবে। যদি সেটা না হয় তাহলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নিয়মে বলা, “BCCI এসবক্ষেত্রে ম্যাচটা পুনরায় আয়োজনের চেষ্টা করবে। যদি তা না হয় তাহলে IPL-এর টেকনিক্যাল কমিটির কাছে বিষয়টা পাঠানো হবে।” এক্ষেত্রে দেখা হবে দলে ১১ জন প্লেয়ার সুস্থ কি না। যদি সেটা হয় তাহলে খেলতে সমস্যা নেই। যদি তা না হয় তবেই একমাত্র ম্যাচ বাতিল হবে।
ছয় ছক্কায় Virat Kohli-কে স্পর্শ! বড় রেকর্ডের সামনে MS Dhoni
এই প্রথমবার নয় এর আগেও দিল্লি ক্যাপিটালস শিবিরে করোনা হানা দিয়েছিল, কোচ রিকি পন্টিংয়ের পরিবার করোনায় আক্রান্ত হয়েছিল। যার ফলে রিকি পন্টিং আইসোলেশনে ছিলেন এছাড়া দলের বিদেশি খেলোয়াড় এবং চারজন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হন। যাদের মধ্যে ছিলেন ফিজিও প্যাট্রিক ফারহাট, মাসাজ থেরাপিস্ট চেতন কুমার, প্লেয়ার মিশেল মার্শ, দলের চিকিৎসক অভিজিৎ সালভি এবং সোশ্যাল মিডিয়া সদস্য আকাশ মানে। এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস একমাত্র দল যেটাতে চলতি মরশুমে একাধিক করোনা আক্রান্তের খবর পাওয়া গেল।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল