অ্যাপশহর

IPL 2023 : চোট পেয়ে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার, মাথায় হাত ফ্র্য়াঞ্চাইজির

এবার চোট ধাক্কা পঞ্জাব কিংসে। চোট পেলেন জনি বেয়ারস্টো। তাঁর বদলে ম্যাথু শর্টকে দলে নেওয়া হয়েছে।

Produced byনবীন পাল | EiSamay.Com 25 Mar 2023, 8:26 pm

হাইলাইটস

  • এবার চোট ধাক্কা পঞ্জাব কিংসে। চোট পেলেন জনি বেয়ারস্টো।
  • তাঁর বদলে ম্যাথু শর্টকে দলে নেওয়া হয়েছে।
  • গত বছর চোট পান বেয়ারস্টো।
EiSamay.Com Punjab Kings
চোট পেয়ে ছিটকে গেলেন জনি বেয়ারস্টো
IPL শুরুর আগে একাধিক ধাক্কায় জর্জরিত ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার সেই তালিকায় ঢুকে পড়ল পঞ্জাব কিংসও। এবার IPL-এ খেলতে পারেবন না ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। গোড়ালিতে চোট পেয়ে তিনি ছিটকে গেলেন। গত বছর গলফ খেলার সময় তিনি গোড়ালিতে চোট পান। সেই চোট সারিয়ে তিনি সুস্থ হতে পারেননি।
গত বছর অগাস্ট মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পর জনি বেয়ারস্টো কোনওধরনের ক্রিকেটে অংশগ্রহণ করেননি। এতদিন ফিট হওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। অবশেষে তাঁর ফিটনেসের চূড়ান্ত খবর পাওয়া গেল। ফিরছেন না তিনি IPL-এ। তাঁকে পাওয়া যাবে না ধরে নিয়ে এগোচ্ছিল পঞ্জাব কিংস। ফ্র্যাঞ্চাইজির কোচ ট্রেভার বেলিস বলেন, “পঞ্জাব কিংসের সব ভক্তদের জানাচ্ছি, আমরা এবার জনি বেয়ারস্টোকে পাব না। ওর চোট এখনও সারেনি। আমরা আশা করছি ও দ্রুত সুস্থ হয়ে উঠুক। ওকে না পাওয়াটা একটা বড় ধাক্কা।”
KKR Squad : ফের চোট ধাক্কা KKR শিবিরে, ছিটকে গেলেন তারকা পেসার
জনি বেস্টারস্টোর পরিবর্ত হিসেবে ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ার ম্যাথু শর্টের নাম। ট্রেভার বেলিস বলেন, “বিগ ব্যাশের প্লেয়ার ম্যাথু শর্টের নাম ঘোষণা করছি। ও এবারের বিগ ব্য়াশ লিগে দুর্দান্ত পারফর্ম করেছে। ও এবার IPL-এ আমাদের সঙ্গে খেলবে।”
View this post on Instagram A post shared by Punjab Kings (@punjabkingsipl)

শর্ট ২০২২-২৩ মরশুমে অ্যাডিলেড স্ট্রাইকারের হয়ে খেলেছেন। তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। তিনি ১৪টা ম্যাচে ৪৫৮ রান করেছেন। তাঁর গড় ৩৫.২৩ ও স্ট্রাইক রেট ১৪৪.৪৭। রয়েছে দুটো হাফ সেঞ্চুরি। তিনি পুরো IPL ক্যারিয়ারে ৬৭টা ম্যাচ খেলেছেন। করেছেন ১৪০৯ রান। তাঁর গড় ২৩.৮৮। রয়েছে সাতটা হাফ সেঞ্চুরি। তিনি অফ ব্রেক বলও করেন। তিনি নিয়েছেন ২২টা উইকেট। ইকোনমি রেট ৭.৩১।
KKR Playing XI : হাতে গুটিকতক প্লেয়ার, কেমন হতে পারে KKR-এর সম্ভাব্য একাদশ?
জনি বেয়ারস্টো অন্যদিকে গত ফেব্রুয়ারি মাসে অনুশীলন শুরু করেছিলেন। ইয়র্কশায়ারের হয়ে অনুশীলন শুরু করেন। কিন্তু ফিটনেস ফিরে পাননি। গোড়ালির চোট নিয়ে ভোগেন। ফলে এবার তিনি IPL-এ থাকতে পারছেন না। তিনি মে মাসের কাউন্টি চ্যাম্পিয়ন শিপে অংশগ্রহণ করতে পারবেন।
Virat Kohli RCB : 'এখনও সেরাটা দেওয়া বাকি', IPL-এর আগে বিপক্ষকে হুঁশিয়ারি বিরাট কোহলির
অন্যদিকে KKR এবার চোটের জন্য পাবে না লকি ফার্গুসনকে। তাঁর বদলে লিটন দাসকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর। অন্যদিকে শ্রেয়স আইয়ারও চোটের জন্য বেরিয়ে গিয়েছেন। সব মিলিয়ে চোটের ধাক্কা রয়েছে প্রায় প্রতিটা শিবিরে। ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহও। সঞ্জু স্যামসন চোট সারিয়ে পুরোপুরি উঠতে পারেননি। তবে তিনি IPL খেলতে পারবেন বলে খবর।
লেখকের সম্পর্কে জানুন
নবীন পাল
ছোট থেকে খবরের প্রতি ভালোবাসাই সাংবাদিক হতে সাহায্য করেছে। ২০১৪ সাল থেকে সাংবাদিকতায় হাতেখড়ি। বড় ময়দানে ২০১৭ সালে। ETV ভারত, মাইক্রোসফট নিউজ ঘুরে এখন এই সময় ডিজিটালের হয়ে চার-ছয় মারছেন, কয়েকটা বাইসাইকেল কিকও হয়েছে। ফুটবল-ক্রিকেট-টেনিস থেকে অ্যাথলেটিক্স সহ খেলার দুনিয়ার সবকিছু দেখা ও তা নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসেন। অবসর সময়ের সঙ্গী বই। আর এক নেশা আবৃত্তি।... আরও পড়ুন

পরের খবর