অ্যাপশহর

ব্যাটে-বলে দুরন্ত দিল্লি! IPL ইতিহাসে প্রথমবার ফাইনালে রাজধানীর দল...

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কোয়ালিফায়ার ২ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ১৭ রানে হারাল দিল্লি ক্যাপিটালস। আর এই জয়ের মধ্যে দিয়েই ফাইনালে চলে গেল দিল্লি, বিদায় নিল হায়দরাবাদ। এদিন দিল্লির হয়ে দুরন্ত ব্যাটিং করে শিখর ধাওয়ান এবং বোলিংয়ে ঝড় তোলেন কাগিসো রাবাডা।

EiSamay.Com 9 Nov 2020, 9:36 am
এই সময় ডিজিটাল ডেস্ক: কথায় বলে, যার শেষ ভালো, তার সব ভালো। চলতি IPL-এ দিল্লি ক্যাপিটালসের ক্ষেত্রেও ঠিক এই কথাই প্রযোজ্য। ভালো শুরু করেও লিগ পর্যায়ের শেষ কিছু ম্যাচে পিছিয়ে যায় দিল্লি। আর তারপরই প্লে-অফে উঠে বাজিমাত করে শ্রেয়সের দল। রবিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ১৭ রানে হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস।
EiSamay.Com DC Vs SRH IPL 2020 Qualifier 2 Highlights


এদিন টসে জিতে প্রথমে ব্যাট নেয় দিল্লি। আর মার্কাস স্টয়নিসকে ওপেন করতে পাঠিয়ে এক প্রকার চমক দেখান দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ার। দুরন্ত শুরু করেন স্টয়নিস এবং শিখর ধাওয়ান। এমনই মারকাটারি মেজাজে দুজনে শুরু করেন যে, ৬ ওভারেই ৬৫ রান করে দেয় দিল্লি। যদিও ২৭ বলে ৩৮ রান করে স্টয়নিস আউট হতেই রানের গতি হারায় দিল্লি। তিনে ব্যাট করতে নেমে অধিনায়ক শ্রেয়সও এদিন চমক দেখাতে পারেননি।

অন্য দিকে অনবদ্য ব্যাটিং করে যাচ্ছিলেন শিখর ধাওয়ান। হায়দরাবাদের বোলারদের একপ্রকার ধরাশায়ী করে ছেড়েছিলেন গব্বর। ৫০ বলে ৭৮ রান করে সন্দীপ শর্মার বলে আউট হয়ে যান শিখর। অসাধারণ ব্যাট করেন শিমরো হেটম্যায়ারও। ২২ বলে ৪২ রান করে অপরাজিত থেকে যান তিনি। শেষমেশ ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রান করে দিল্লি ক্যাপিটালস। হায়দরাবাদের রাশিদ খান, সন্দীপ শর্মা এবং জেসন হোল্ডার ১টি করে উইকেট তুলে নেন।

ব্যাট ধরে শুরুতেই অধিনায়ক ডেভিড ওয়ার্নারের উইকেট হারায় সানরাইজার্স হায়দরাবাদ। আর তার কিছু ক্ষণের মধ্যেই প্যাভিলিয়নে ফেরেন প্রিয়ম গর্গ এবং মণীশ পাণ্ডে। ১৭ রানে প্রিয়ম এবং মণীশ ২১ রানে আউট হয়ে যান। ম্যাচের হার ধরতে শুরু করেন কেন উইলিয়ামসন। কিন্তু উইলিয়ামসন খেলা ধরতেই আবার আউট হয়ে যান জেসন হোল্ডার। মাত্র ১১ রান করে আউট হয়ে যান তিনি।

আরও পড়ুন: রাবাডার আগুনে বোলিংয়ে ১৭ রানে হার! হায়দরাবাদের বিদায়, ফাইনালে দিল্লি

পরবর্তীতে আব্দুল সামাদ এবং কেন উইলিয়ামসন জুটি অনেকটাই এগিয়ে দেন হায়দরাবাদকে। দুজনে ৫০ রানের পার্টনারশিপও গড়েন। কিন্তু ১৬ বলে ৩৩ রান করে আউট হয়ে যান আব্দুল সামাদ। আবার উইলিয়ামসনও ৬৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। আর তারপরই ঝড়ের গতিতে একের পর এক উইকেট হারাতে থাকে ওয়ার্নারের দল। ১১ রানে রাশিদ খান, ০ রানে শ্রীবৎস গোস্বামী আউয় হয়ে যান। ম্যাচ জয়ের দোরগোড়ায় পৌঁছেও ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রানেই থামতে হয় সানরাইজার্স হায়দরাবাদকে।

আরও পড়ুন: তীরে এসে ডুবল তরী! আবারও আইপিএল জয়ের স্বপ্নভঙ্গ বিরাট কোহলির

এদিন ব্যাটে বলে চমক দেখিয়েছেন দিল্লি ক্যাপিটালসের প্লেয়ারেরা। ব্যাটিংয়ে যদি ধাওয়ান, স্টয়নিস এবং হেটম্যায়ার চমক দেখান, তাহলে বোলিংয়ে নজর কাড়লেন কাগিসো রাবাডা এবং মার্কাস স্টয়নিস। রাবাডা তুলে নিয়েছেন ৪টি, স্টয়নিস ৩টি এবং অক্ষর প্যাটেল ১টি উইকেট নিয়েছেন। দুরন্ত বোলিং এবং ব্যাটিং করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মার্কাস স্টয়নিস। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ফাইনাল খেলবে দিল্লি ক্যাপিটালস।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল