অ্যাপশহর

৯২-তেই অলআউট কোহলি ব্রিগেড! দীপিকার টুইট জোর ভাইরাল নেটপাড়ায়

ম্যাচের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়ক বিরাট কোহলি খুবই হতাশ হয়ে পড়েন। কারণ তাঁর দলের ব্যাটিং ব্রিগেড কলকাতা নাইট রাইডার্সের বোলিং ডিপার্টমেন্টের সামনে মুখ থুবড়ে পড়ে।

EiSamay.Com 21 Sep 2021, 7:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সোমবার কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে ৯ উইকেটে লজ্জাজনকভাবে হেরে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। এরপর থেকেই RCB ব্রিগেডকে নিয়ে নেট পাড়ায় সমালোচনা শুরু হয়ে গিয়েছে। বিরাট কোহলির নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাটিং ব্রিগেড কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে। মাত্র ৯২ রানেই তারা অলআউট হয়ে গিয়েছে। ম্যাচটি আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোনের একটি পুরনো টুইট বেশ ভাইরাল হয়ে গিয়েছে।
EiSamay.Com Virat Kohli and Deepika Padukone
বিরাট কোহলি এবং দীপিকা পাড়ুকোন, ছবি সৌজন্য - টুইটার


কী লেখা ছিল সেই টুইটে? দীপিকা লিখেছিলেন, '৯২!! এটা আবার কোনও স্কোর নাকি!? এখনও অনেকটা রাস্তা এগিয়ে যেতে হবে RCB! আমি তোমাদের সঙ্গে সবসময় আছি... ম্যাচের প্রত্যেকটা মুহূর্ত আমি উপভোগ করেছি।' 'ওম শান্তি ওম' সিনেমার অভিনেত্রী ২০১০ সালে এই টুইটটি করেছিলেন।


তবে এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলকে নেতৃত্ব দিয়েছিলেন অনিল কুম্বলে। রাজস্থান রয়্যালকে এই ম্যাচে কুম্বলে ব্রিগেড পরাস্ত করেছিল। এম চিন্নস্বামী স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল। প্রবীণ কুমার এবং অনিল কুম্বলে এই ম্যাচে তিনটে করে উইকেট শিকার করে নিয়েছিলেন। রাজস্থান রয়্যালস এই ম্যাচে ৯২ রানে অলআউট হয়ে যায়।

তবে এবার RCB নিজেরাই ৯২ রানে অলআউট হয়ে যায়।

ম্যাচের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়ক বিরাট কোহলি খুবই হতাশ হয়ে পড়েন। কারণ তাঁর দলের ব্যাটিং ব্রিগেড কলকাতা নাইট রাইডার্সের বোলিং ডিপার্টমেন্টের সামনে মুখ থুবড়ে পড়ে। কোহলির কথা অনুসারে, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই পরাজয় তাঁর দলের কাছে বড়সড় সতর্ক ঘণ্টা, তা নিয়ে কোনও সন্দেহ নেই। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল RCB। কিন্তু, ৯২ রানে গোটা দল অলআউট হয়ে যায়। এটা ছিল কোহলির ২০০তম ম্যাচ। KKR মাত্র ১০ ওভারে সেই রান তুলে নেয়। IPL টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এমন একটা ফলাফল খুব স্বাভাবিকভাবেই কোহলিকে খুশি করতে পারেনি।

ম্যাচের পর সাংবাদিক বৈঠকে বিরাট কোহলি বলেন, 'একটা সময় ৪২ রানে আমাদের এক উইকেট পড়েছিল। তারপর সেখান থেকে মাত্র ২০ রানে পাঁচ উইকেট পড়ে যায়। এই ব্যাটিং বিপর্যয় আমাদের দলের কাছে যে একটা বড়সড় সতর্কবার্তা, তা নিয়ে কোনও সন্দেহ নেই। দ্বিতীয় লেগের শুরুতেই এই পরাজয় আমাদের কাছে একটা বড়সড় শিক্ষা কারণ কোন কোন জায়গায় আমাদের আরও মেরামত করতে হবে, সেটা স্পষ্ট হয়ে গেল।'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল