অ্যাপশহর

IPL11, DDvsKKR Live: দিল্লির কাছে ৫৫ রানে হারল KKR

ঘেঁটে যাওয়া দিল্লি ডেয়ারডেভিলসের সামনের আজ চনমনে KKR শিবির।

EiSamay.Com 28 Apr 2018, 12:03 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ইডেনে হোম ম্যাচে দিল্লিকে উড়িয়ে দিয়েছিল KKR। এ বার কোটলায় তার বদলা নিল দিল্লি। পৃথ্বী শাহ ও শ্রেয়স আয়ার-এর জোড়া অর্ধশতরানে ভর করে নাইটদের ৫৫ রানে হারাল দিল্লি। গৌতম গম্ভীরকে ছাড়াই খেলতে নেমেছিল দিল্লি। কিন্তু, নতুন অধিনায়কের অধীনে লিগ টেবিলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করল DD।
EiSamay.Com KKRvsDD
KKRvsDD


একনজরে DDvsKKR ম্যাচের হাইলাইটস-

দিল্লির কাছে ৫৫ রানে হারল কলকাতা।

৫ বলে ৬৫ চাই জিততে।

৩০ বলে ৪৪ করে বোল্ড হলেন আন্দ্রে রাসেল।

১৭ ওভারের শেষে KKR - ১৪৩/৭

১৬ ওভারের শেষে KKR - ১৪১/৫

৩৭ রানে আউট হলেন শুভমন গিল।

১৫ ওভারে KKR- ১৪০/৫।

কলকাতার ৩৩ বলে ৮০ রান চাই জিততে।

গেইলের ছক্কা থামছেই না।

১৩ ওভারের শেষে KKR - ১১৮/৫

এবার চার। মাত্র ১২ বলে ২৯ করে ফেলেছেন আন্দ্রে রাসেল।

মারমুখী রাসেলের ছক্কা থামছেই না।

১২ ওভারের শেষে KKR - ১০৪/৫।

পর পর ২টো বিশাল ছক্কা রাসেলের।

কলকাতার জিততে ৫২ বলে ১৩০ রান প্রয়োজন।

১১ ওভারের শেষে KKR - ৮৯/৫

১৮ রানে অমিত মিশ্রর বলে আউট হলেন কার্তিক।

৯ ওভারের শেষে KKR - ৭৬/৪।

১ রান নিলেন নারিন

১ রান নিলেন লিন

কোনও রান হল না

কোনও রান হল না

৪ হাঁকালেন ক্রিস লিন

কোনও রান হল না

নতুন বল হাতে ট্রেন্ট বোল্ট

ওপেনিং করতে এসেছেন ক্রিস লিন। সঙ্গে আছেন সুনীল নারিন

KKR-এর টার্গেট ২২০।

২০ ওভারের শেষে ৪ উইকেট হারিয়ে ২১৯ রান করল দিল্লি।

ম্যাক্সওয়েলের উইকেট নিলেন মাভি।

২০০ পার করে গেল দিল্লি।

এক ওভারে ১১ রান দিলেন জনসন।

১৯ ওভারের শেষে দিল্লির স্কোর - ১৯০/৩।

মিচেল জনসনকেও বাউন্ডারি হাঁকাচ্ছেন দিল্লির ব্যাটসম্যানরা।

১৮ ওভারের শেষে DD- ১৭৯/৩

এবার ছক্কা হাঁকানো শুরু করলেন ম্যাক্সওয়েল।

নারাইনকে ছক্কা আয়ারের।

১৭ ওভারের শেষে DD- ১৬১/৩

হাফ সেঞ্চুরি করলেন শ্রেয়াস আয়ারও।

১৬ ওভারের শেষে দিল্লি- ১৪৩/৩।

১৫ ওভারের শেষে DD - ১৪০/৩

ব্যাট হাতে এবার হাজির ম্যাক্সওয়েল।

পন্থকে শূন্য রানেই ফেরালেন আন্দ্রে রাসেল।

১৪ ওভারের শেষে DD- ১২৭/২।

ক্রিজে এবার ঋষভ পন্থ।

পৃথ্বী শাহকে বোল্ড করলেন চাওলা। ৪৪ বলে ৬২ রান করে ফিরলেন শাহ।

গ্যালারির সবচেয়ে উপরে বল পাঠালেন অধিনায়ক শ্রেয়াস আয়ার।

১৩ ওভারের শেষে DD- ১১৮/১

৫০ পার করল আয়ার-পৃথ্বীর পার্টনারশিপ।

কুলদীপ যাদবকে প্রথম বলেই ৬ আয়ারের। ১০০ রান দিল্লির।

১১ ওভারের শেষে DD - ৯১/১

৩৮ বলে অর্ধশতরান করলেন পৃথ্বী শাহ।

পৃথ্বী শাহ


রাসেলকে বোলিংয়ে আনলেন কার্তিক।

১০ ওভারের শেষে DD- ৮৪/১।

স্ট্র্যাটেজিক টাইম আউট-এর পর বোলিংয়ে নারাইনকে ফেরালেন কার্তিক।

৯ ওভারের শেষে DD - ৭৭/১।

বাউন্ডারির পর এবার ওভার বাউন্ডারি। দুরন্ত ফর্মে পৃথ্বী শাহ।

মিচেল জনসনকেও চার হাঁকালেন পৃথ্বী শাহ।

৮ ওভারের শেষে DD - ৬৪/১

ক্রিজে অধিনায়ক শ্রেয়াস আয়ার।

৭ ওভারের শেষে দিল্লি - ৫৯/০

ক্লিন বোল্ড! ৩৮ রানে বিপজ্জনক কলিন মনরোকে বোল্ড করলেন মাভি।

৬ ওভারের শেষে দিল্লি- ৫৭/০

৫ ওভারের শেষে DD - ৫১/০।

মনরোর ছক্কায় ৫০ পার করল দিল্লি।

বোলিং পরিবর্তন। এবার হাজির সুনীল নারাইন।

৪ ওভারের শেষে DD- ৪০/০

আবার চার মারলেন মনরো।

মাভির পেসকে ব্যবহার করেই চার হাঁকালেন পৃথ্বী।

বোলিংয়ে পরিবর্তন। এবার পেসার শিভম মাভিকে আনলেন কার্তিক।

১৮ রান দিলেন পীযূষ চাওলা।

৩ ওভারের শেষে ৩১/০।

এবার পেটানো শুরু করলেন পৃথ্বী শাহ। চাওলাকে চার দিল্লির তরুণের।

ছোট মাঠ। এবারও বাউন্ডারি মনরোর।

চাওলাকে প্রথম বলেই বাউন্ডারি মনরোর।

২ ওভারের শেষে দিল্লি ডেয়ারডেভিলস - ১৩/০।

এবার আর ১ রান নয়। সোজা ছক্কা হাঁকালেন কলিন মনরো।

বাউন্ডারির চেষ্টা ফের। কিন্তু এবারও ১ রান।

দ্বিতীয় ওভারেও স্পিনার। এবার কুলদীপ যাদব।

১ ওভারের শেষে DD - ৩/০।

বাউন্ডারির চেষ্টার পৃথ্বী শ-এর। কিন্তু, মিলল ১ রান।

পীযূষ চাওলাকে দিয়ে বোলিং শুরু করাচ্ছেন কার্তিক।

দিল্লির হয়ে আজ খেলছেন না গৌতম গম্ভীর।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন দীনেশ কার্তিক।

একনজরে গম্ভীর ছাড়া দিল্লির দল -

একনজরে দেখে নেওয়া যাক কলকাতার টিম -

ফিরোজ শাহ কোটলায় এর আগে ৭টির মধ্যে ৫টি ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স।

ঘেঁটে যাওয়া দিল্লি ডেয়ারডেভিলসের সামনের আজ চনমনে KKR শিবির।

ফিরোজ শাহ কোটলার শুকনো উইকেট ও দিল্লির গরমকে কীভাবে কাজে লাগাবেন দিল্লির কোচ রিকি পন্টিং?

দিল্লি ক্যাম্প

নতুন অধিনায়ক শ্রেয়স আয়ারের উপর চাপ যথেষ্টই।

পুরোনো দলের বিরুদ্ধে গৌতম গম্ভীর কি খেলবেন আজ?

আরও পড়ুন: নাইটদের বাজি সেই স্পিন রহস্য

গ্লেন ম্যাক্সওয়েল বনাম আন্দ্রে রাসেল-দুই বিপজ্জনক ব্যাটসম্যানকে কীভাবে সামলাবেন দুই পক্ষের বোলাররা। উত্তর মিলবে আজ।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল