অ্যাপশহর

IPL-এর নতুন স্পনসর থেকে বিপুল লাভ BCCI-এর, অঙ্কটা জানেন?

আপাতত আগামী ২ বছরের জন্য টাটা গোষ্ঠী IPL-কে স্পনসর করবে। পূর্ব চুক্তি অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত ভিভোর থেকে BCCI পেত ৯৯৬ কোটি টাকা। ২০২২-এর জন্য ৪৮৪ কোটি ও ২০২৩ এর জন্য ৫১২ কোটি।

Lipi 12 Jan 2022, 10:49 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে ততই চর্চায় উঠে আসছে IPL ২০২২ টুর্নামেন্ট। এবার নতুন চর্চায় IPL-এর স্পনসরশিপ। সম্প্রতি খবর আগে IPL থেকে সরে গেছে ভিভো। তার বদলে এসেছে টাটা। ভারতে যখন চিন বিরোধী হাওয়া চলছিল তখনও এক বছরের জন্য ভিভো সরে গেলেও পরে ফিরে এসেছে। আগামী মরশুম থেকে IPL আরও বড় হচ্ছে। এবার ১০ দলের লিগ হবে। এই মুহূর্তে স্পনসর বেরিয়ে যাওয়া চমকপ্রদ। তবে IPL-এ এই স্পনসর বদলের ফলে বিপুল লাভের মুখ দেখল BCCI।
EiSamay.Com IPL Main
আগামী মাসেই IPL টুর্নামেন্টের মেগা নিলাম হতে চলেছে, ছবি সৌজন্য - Twitter/IPL


IPL মানেই মিলিয়ন ডলার টুর্নামেন্ট। এখানে কোনও অনামি প্লেয়ার যেমন রাতারাতি তারকা হয়ে যায় তেমনই পকেট ভরে তাদের। দুটো নতুন দল এসে টুর্নামেন্টের দাম আরও বাড়িয়ে দিয়েছে। প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকায় এবার লখনউ ফ্র্যাঞ্চাইজি কিনেছে সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ। যেখান থেকে প্রায় ১২ হাজার কোটি টাকা ঘরে তুলেছে বোর্ড। এবার স্পনসর বদলে ১৩০ কোটি টাকা লাভ করল বোর্ড।

আপাতত আগামী ২ বছরের জন্য টাটা গোষ্ঠী IPL-কে স্পনসর করবে। পূর্ব চুক্তি অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত ভিভোর থেকে BCCI পেত ৯৯৬ কোটি টাকা। ২০২২-এর জন্য ৪৮৪ কোটি ও ২০২৩ এর জন্য ৫১২ কোটি। রিপোর্ট অনুযায়ী আগামী ২ বছরের জন্য টাটা বোর্ডকে ৩৩৫ কোটি টাকা করে প্রতি বছর দেবে। যার মোট দাঁড়ায় ৬৭০ কোটি টাকা। শুধু তাই নয়, ভিভো চুক্তির মাঝপথে বেরিয়ে যাচ্ছে বলে তারা BCCI-কে দেবে আরও ৪৫০ কোটি টাকা। যেখানে আছে অ্যাসাইনমেন্ট ফি-ও। সব মিলিয়ে আগামী ২ বছরে বোর্ডের আয় বাড়বে ১১২৪ কোটি টাকা।

সূত্রের খবর, টাটা এই চুক্তি পাঁচ বছরের করতে চায়। কিন্তু ২০২৪-২৮ মরশুমের জন্য BCCI নতুন টেন্ডার ডাকতে চায় স্পনসরশিপের জন্য। যদি সেটাই হয় তাহলে টাটা ফের বিড জমা দিতে পারে স্পনসরশিপের জন্য। সেক্ষেত্রে বোর্ডের আয় আরও বাড়বে। কারণ, যেই সংস্থা বেশি বিড দেবে সেই সংস্থা স্পনসরশিপ পাবে।

নতুন চুক্তি নিয়ে বোর্ড সচিব জয় শাহ বলেন, ‘ এটা BCCI-র কাছে একটা দারুণ খবর যে IPL টুর্নামেন্টে টাটা গোষ্ঠী আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। বোর্ড ওদের ধন্যবাদ জানাতে চায়। আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রিকেটকে নিয়ে যেতে BCCI-এর পাশে থাকছে। এতে IPL-এর জনপ্রিয়তা আরও বাড়বে।’

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল