অ্যাপশহর

বিধ্বংসী ব্যাটিং রাসেলের, IPL শুরুর আগে স্বস্তিতে নাইটরা

বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জামাইকা তাল্লাওয়াসের হয়ে খেলছেন আন্দ্রে রাসেল (Andre Russell)। গতকাল সেইন্ট লুসিয়ার বিরুদ্ধে খেলা ছিল জামাইকা তাল্লাওয়াসের।

EiSamay.Com 28 Aug 2021, 7:19 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: IPL শুরুর আগে বিপক্ষ দলগুলোর উদ্দেশ্যে বার্তা দিলেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। তবে মুখে নয়, ব্যাটিংদের মাধ্যমে বিপক্ষকে বার্তা দিলেন যে তিনি তৈরি। প্রথম পর্বে তাঁর ব্যাট না চললেও দ্বিতীয় পর্বে তিনি নিজের জাত চেনাতে প্রস্তুত। এর জেরে কিছুটা স্বস্তিতে নাইট শিবির।
EiSamay.Com Andre Russell
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শেষ হতেই IPL টুর্নামেন্টে যোগ দেবেন আন্দ্রে রাসেল (ছবি সৌজন্য - টুইটার)


বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জামাইকা তাল্লাওয়াসের হয়ে খেলছেন আন্দ্রে রাসেল। গতকাল সেইন্ট লুসিয়ার বিরুদ্ধে খেলা ছিল জামাইকা তাল্লাওয়াসের। সেখানে ১২০ রানে সেইন্ট লুসিয়ারকে হারিয়ে দেয় রাসেলরা। যেই ম্যাচে মাত্র ১৪ বলে অর্ধশতরান করেন মাসেল রাসেল। তাঁর এই রান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত রেকর্ড। রাসেলের অর্ধশতরানের সুবাদে ২৫৬ রান করে তাল্লাওয়াস।

প্রথমে ব্যাট করে তাল্লাওয়াস। ওপেনার কিন্নার লুইস ২২ বলে করেন ৪৮ রান। তাঁর ইনিংসে ছিল পাঁচটা বিরাট ছক্কা। শেষের দিকে নামেন রাসেল। নেমেই তিনি রুদ্রমূর্তি ধারন করেন। একের পর এক ছক্কা হাঁকাতে থাকেন। ৩৫৭.১৪ স্ট্রাইক রেট রেখে ম্যাচ শেষ করেন রাসেল। একটা সময়ে রাসেলকে আটকানোর মত বল পাচ্ছিলেন না বিপক্ষের বোলারার।

রাসেলের এই ইনিংসের পর কিছুটা স্বস্তিতে কলকাতা নাইট রাইডার্স। IPL-এর প্রথম পর্বে ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে পারেনি তারা। শুভমন গিল, মণীশ পান্ডে, দীনেশ কার্তিক, ইয়ন মরগ্যানরা ব্যর্থ হন। একই অবস্থা ছিল রাসেলেও। তাঁর ব্যাটে বলে হচ্ছিল না বল। ফলে বড় রান করতে পারছিলেন না। যার জন্য প্রথম পর্বে সাতটা ম্যাচের মধ্যে মাত্র ২ টো ম্যাচে জেতে নাইটরা।

ফলে দ্বিতীয় পর্বটা কঠিন হয়ে যায় তাদের কাছে। দলের ব্যাটিংয়ে মোটেই খুশি নন কর্তারা। এখনও পর্যন্ত মরগ্যানের ব্যাট থেকে অধিনায়কোচিত ইনিংস দেখেননি দর্শকরা। বড় রান থেকে দূরে আছেন তিনি। IPL-এর প্রথম পর্বে ৭ ম্যাচে মাত্র ৯২ রান করেছেন তিনি। সর্বোচ্চ ৪৭। এবারের IPL নাইট রাইডার্সের কাছে চ্যালেঞ্জের। ২০১৮ সালের পর থেকে তারা আর প্লে-অফে ওঠেনি। অন্যদিকে ২০২০ সালে দীনেশ কার্তিকের থেকে অধিনায়কত্ব দেওয়া হয় ইয়ন মরগ্যানকে। কিন্তু তাঁর নেতৃত্বে এখনও ফুল ফোটায়নি নাইটরা। পাশাপাশি দীর্ঘদিনে ট্রফির খরা। সবকিছু মিলিয়েই এবারের IPL কঠিন নাইটদের পক্ষে। এই পরিস্থিতিতে মরগ্যান ব্রিগেডের প্রত্যাবর্তন কতটা সফল হয়, এখন সেটাই দেখার।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল