অ্যাপশহর

'রাহুলের সিদ্ধান্তে দলে পরিবর্তন হয় না', বিস্ফোরক মন্তব্য জাদেজার

ইতিমধ্যে গত মরশুম ও এই মরশুমে মোট ২৫টা ম্যাচে নেতৃত্ব দিয়েছেন কেএল রাহুল। তাঁর নেতৃত্বে পঞ্জাব কিংস ১১টা ম্যাচ জিতেছে ও ১৪টাতে হেরেছে। বিগত কয়েকটা মরশুমে পঞ্জাব দল ষষ্ঠ স্থানে শেষ করেছে।

EiSamay.Com 4 Oct 2021, 9:51 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কেএল রাহুলের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ভারতীয় তারকা অজয় জাদেজা। বর্তমানে পঞ্জাব কিংসকে নেতৃত্ব দিচ্ছেন রাহুল। IPL-এর গত দুই মরশুমে রাহুল তাঁর নেতৃত্বগুণ দেখাতে পারেননি বলে মত অজয় জাদেজার।
EiSamay.Com KL Rahul Punjab
পঞ্জাব কিংস দলের অধিনায়ক কেএল রাহুল, ছবি সৌজন্য - টুইটার


ইতিমধ্যে গত মরশুম ও এই মরশুমে মোট ২৫টা ম্যাচে নেতৃত্ব দিয়েছেন কেএল রাহুল। তাঁর নেতৃত্বে পঞ্জাব কিংস ১১টা ম্যাচ জিতেছে ও ১৪টাতে হেরেছে। বিগত কয়েকটা মরশুমে পঞ্জাব দল ষষ্ঠ স্থানে শেষ করেছে। রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে গত ম্যাচে ৬ রানে হেরে যায় রাহুলরা। এর জেরে ১০ পয়েন্ট নিয়ে প্লে অফে যাওয়ার রাস্তা আরও কঠিন করে তুলল তারা।

ম্যাচের শেষে একটি সংস্থাকে অজয় জাদেজা জানান, রাহুল খুব নরম মনের মানুষ এবং মানিয়ে নেওয়ার স্বভাব ওর। তাঁর এই মানসিকতার জন্যই সমস্যা হয়। তিনি বলেন, ‘আপনি যদি কেএল রাহুলকে দেখেন, তাহলে ও গত দুই মরশুমে দলকে নেতৃত্ব দিচ্ছেন। আমার কখনও মনে হয়নি ও দলের ‘নেতা।’ যখনই দল ভালো সময় বা খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় আমরা তখন রাহুলের দিকে দেখি না। পঞ্জাব কিংস দলে যে পরিবর্তনগুলো করেছে সবগুলো রাহুলের সিদ্ধান্তে হয়নি। কেউ ভারতের অধিনায়ক তখনই হতে পারবে যখন তাঁর নীতি থাকবে। কারণ সে নেতা। আমি কেএল রাহুলের মধ্যে সেটা দেখিনি। কারণ ও খুব নরম স্বভাবের, নরমভাবে কথা বলে, সবকিছুর সঙ্গে মানিয়ে নেয়। ও যদি কোনও দিন জাতীয় দলের অধিনায়ক হয়, তাহলে মনে হয় ও বেশিদিন সেখানে টিকে থাকবে কারণ ও মানিয়ে নিতে পারে।’

IPL ও জাতীয় দলের মধ্যে অধিনায়কত্বের পার্থক্যের ব্যাপারেও বলেন তিনি। পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির মত রাহুলের শান্ত স্বভাবে যে তিনি মুগ্ধ সেটাও জানান। বর্তমানে IPL-এ ধারাভাষ্য করছেন অজয় জাদেজা। ম্যাচের ফাঁকে বিশ্লেষণও করছেন। সেরকই করেছেন গত ম্যাচেও। সেখানেই কেএল রাহুলকে তিনি বিশ্লেষণ করেন। বলেন, ‘জাতীয় ও IPL-এ অধিনায়কত্ব করা দুটো আলাদা। জাতীয় দলের অধিনায়কের নীতি থাকা দরকার। তবে আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি না। তবে ওর একটা আলাদা দিকও দেখেছি, ও ধোনির মত খুব ঠান্ডা স্বভাবের। এটা খুব ভালো।’

গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৬ রানে হারে পঞ্জাব কিংস। ম্যাচে ৩৯ রান করেন কেএল রাহুল।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল