অ্যাপশহর

অন্ধকারেই ইডেনের উইকেট পরীক্ষা সৌরভের

সন্ধের অন্ধকার তখন নেমে গিয়েছে ময়দানে। ইডেনে ফ্লাডলাইটও জ্বলেনি। তার মধ্যে ইডেনে এসেই উইকেট দেখতে চলে গেলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

EiSamay.Com 14 Nov 2019, 4:02 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সন্ধের অন্ধকার তখন নেমে গিয়েছে ময়দানে। ইডেনে ফ্লাডলাইটও জ্বলেনি। তার মধ্যে ইডেনে এসেই উইকেট দেখতে চলে গেলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। অন্ধকারেই টিপে-টিপে দেখলেন উইকেট। ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে সেরে নিলেন আলোচনা। রাতে সিএবি ছাড়ার আগে অবশ্য সৌরভ সরকারিভাবে অবশ্য বলে গেলেন, ‘কিউরেটর উইকেট বানাচ্ছেন।’ কিন্তু আসল সত্যিটা হল, সৌরভই সব।
EiSamay.Com Saurav Ganguly monitoring Eden wicket at night
সৌরভ গঙ্গোপাধ্যায়।


দু’দিন ছিলেন মুম্বইয়ে। ফিরেছেন মঙ্গলবার প্রায় মাঝরাতে। বুধবার বিকেলে এলেন সিএবিতে। উইকেট দেখে এসেই ব্যস্ত হয়ে পড়লেন দীর্ঘ মিটিংয়ে। ২২ নভেম্বর দিন-রাতের টেস্ট নিয়ে সৌরভ এখন এতটাই ব্যস্ত যে, বিভিন্ন জায়গায় যাওয়া বাতিল করছেন। তার মধ্যে ক্রিকেট নিয়ে আলোচনা করতে যাওয়ারও কথা ছিল। একমাত্র ১৯ নভেম্বর যাবেন মুম্বই। একদিনের জন্য। এর মধ্যেই বিহার ক্রিকেট সংস্থার পক্ষ থেকে সৌরভের সঙ্গে দেখা করে গেলেন আদিত্য ভার্মা। বললেন, ‘সৌরভকে বিহার ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব দিয়েছি। এখন বোর্ড প্রেসিডেন্ট বলে হতে পারবেন না। ভবিষ্যতে হতেই পারে। তবে আমরা চাই, দাদা টানা ছ’বছর বোর্ড প্রেসিডেন্ট থাকুন। ভারতের ক্রিকেটটাই বদলে যাবে।’

ইডেনে এখন যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজ চলছে। ক্লাব হাউসের দোতলার মেঝেতে সাদা বলের আকারে ডিজাইন বসানো হল এ দিন। শনিবার চলে আসবে এসজি-র গোলাপি বল। টিকিটের চাহিদাও বাড়ছে পাল্লা দিয়ে। ক্লাবদের জানিয়ে দেওয়া হল, আজ বৃহস্পতিবারই শেষ দিন, কটা টিকিট লাগবে, সেটা জানানোর জন্য। বাকি টিকিট চলে যাবে মহামেডান মাঠের কাউন্টারে, বিক্রির জন্য।

এ দিন কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে সিএবির টিম রাজারহাটের পাঁচতারা হোটেল গিয়ে খাবার পরীক্ষা করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রথম দিনের অতিথিদের ইডেনে খাবারের দায়িত্বে এই হোটেল। টেস্ট চলাকালীন মাঠে দু’দেশের ক্রিকেটারদের পাঁচদিনের খাবারের দায়িত্বেও তারা।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল