অ্যাপশহর

ইডেনের গ্যালারিতে বসেই বেটিং! ধৃত ৩

শনিবার বিকেলে ইডেনে নজরদারি শুরু করে কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা এবং গোয়েন্দা শাখার বিশেষ দল। বিশেষত স্টেডিয়ামের এফ১ এবং জি১ ব্লকে চলে বিশেষ নজরদারি। দীর্ঘক্ষণ নজরদারি চালানোর পরে জি১ ব্লক থেকে তিন বুকির সন্ধান পায় পুলিশ। মাঠে বসে লাইভ টেস্ট ম্যাচ দেখতে দেখতে মোবাইলের অ্যাপের মাধ্যমে তারা বেটিং করছিল।

EiSamay.Com 24 Nov 2019, 12:17 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারত-বাংলাদেশ ইডেন টেস্টে মাঠে বসে বেটিং করার সময় কলকাতা পুলিশের হাতে ধরা পড়ল তিন বুকি। তাদের জেরা করে পাওয়া খবরের ভিত্তিতে সদর স্ট্রিটের একটি হোটেলে হানা দিয়ে আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের থেকে ১৬টি মোবাইল ফোন, ৪টি গ্যাজেট এবং একটি ল্যাপটপ এবং নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
EiSamay.Com Facebook


বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার বিকেলে ইডেনে নজরদারি শুরু করে কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা এবং গোয়েন্দা শাখার বিশেষ দল। বিশেষত স্টেডিয়ামের এফ১ এবং জি১ ব্লকে চলে বিশেষ নজরদারি। দীর্ঘক্ষণ নজরদারি চালানোর পরে জি১ ব্লক থেকে তিন বুকির সন্ধান পায় পুলিশ। মাঠে বসে লাইভ টেস্ট ম্যাচ দেখতে দেখতে মোবাইলের অ্যাপের মাধ্যমে তারা বেটিং করছিল।

প্রাথমিক প্রমাণের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম শম্ভু দয়াল (৪০), মুকেশ গরে (৪৬) এবং চেতন শর্মা (৩১)। এর মধ্যে প্রথম জনের বাড়ি রাজস্থানে। বাকি দু'জন রাজস্থানের বাসিন্দা। এই ৩ জনের থেকে মোট ১০টি মোবাইল এবং ৪টি গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছে।

তাদের জেরা করে সদর স্ট্রিটের একটি হোটেল থেকে অভিষেক শুক্লা (৩৫) এবং আয়ুব আলি (৪৪) নামে দুজনকে গ্রেফতার করা হয়। এই দুজন ওই হোটেলে বসে বেটিং চক্র চালাচ্ছিল। তাদের থেকে ছটি মোবাইল এবং একটি ল্যাপটপ বাজেয়াপ্ত হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ময়দান থানায় ভারতীয় দণ্ডবিধির ১২০বি এবং ৪২০ ধারার পাশাপাশি গ্যাম্বলিং আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল