অ্যাপশহর

কেন শিখরকে দলে রাখছেন বিরাট? খোলসা করলেন নিজেই

কেন এমন সিদ্ধান্ত নিলেন বিরাট? বিরাটের মতে শিখরকে দলের প্রয়োজন পড়বে পরের দিকে নক আউট ম্যাচে। তাই আপাতত তাঁকে দু’সপ্তাহের জন্যে বিশ্রাম দেওয়া হচ্ছে। জানুন বিস্তারিত...

EiSamay.Com 14 Jun 2019, 2:36 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত জয়ের অন্যতম কারিগর ছিলেন শিখর ধাওয়ান। কিন্তু তার পরেই জানা গিয়েছিল হাতে চোটের কারণে বাদ যেতে পারেন ধাওয়ান। কিন্তু বিরাট জানিয়েছেন এখনই শিখরকে বিশ্বকাপ থেকে পুরোপুরি সরিয়ে তাঁর পরিবর্তে অন্য কোনও ব্যাটসম্যানকে নেওয়ার কথা তিনি ভাবছেন না।
EiSamay.Com virat kohli reveals why he and management are not thinking to replace injured shikhar dhawan from the world cup squad
কেন শিখরকে দলে রাখছেন বিরাট



কেন এমন সিদ্ধান্ত নিলেন বিরাট? বিরাটের মতে শিখরকে দলের প্রয়োজন পড়বে পরের দিকে নক আউট ম্যাচে। তাই আপাতত তাঁকে দু’সপ্তাহের জন্যে বিশ্রাম দেওয়া হচ্ছে। এই সময়ে যে কটি খেলা রয়েছে, সেখানে ধাওয়ানের জায়গায় খেলার জন্যে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে রিষভ পন্থকে।

ট্রেন্ট ব্রিজে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পর একটি সাক্ষাত্‍কারে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, ‘আশা করছি ধাওয়ানের চোট দ্রুত সেরে যাবে। পরের দিকের সব খেলা এমনকি সেমি ফাইনালেও ওকে পাওয়া যাবে। এই ভাবনা থেকেই আমরা শিখরকে দলেই রাখছি। ও নিজেও খেলতে চায়। আর এই মানসিকতা ওকে দ্রুত সুস্থ হতে সাহস দেবে।’

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল