অ্যাপশহর

একদিনের ম্যাচে দ্বিতীয়, বিশ্বকাপে প্রথমবার সেঞ্চুরি রাহুলের

২০১৬ সালের ১১ জুন জিম্বাবোয়ের বিরুদ্ধে ১০০ রানের অপরাজিত একটি ইনিংস খেলেছিলেন ভারতীয় এই ওপেনর। সেটিই ছিল রাহুলের অভিষেক ম্যাচ। মাঝখানে দীর্ঘসময় দলে তাঁর সুযোগ হয়নি।

EiSamay.Com 6 Jul 2019, 11:11 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করার সঙ্গেই একদিনের ম্যাচে দ্বিতীয় শতরান হয়ে গেল কেএল রাহুলের। তাঁর প্রথম সেঞ্চুরিটি এসেছিল তিন বছর আগে, জিম্বাবোয়ের বিরুদ্ধে।
EiSamay.Com kl rahul


২০১৬ সালের ১১ জুন জিম্বাবোয়ের বিরুদ্ধে ১০০ রানের অপরাজিত একটি ইনিংস খেলেছিলেন ভারতীয় এই ওপেনর। সেটিই ছিল রাহুলের অভিষেক ম্যাচ। মাঝখানে দীর্ঘসময় দলে তাঁর সুযোগ হয়নি।

এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে ১০৯ বলে সেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত ১১১ রান করে, লাসিথ মালিঙ্গার বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরে যান।

বিশ্বকাপে ১৪তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি এদিন সেঞ্চুরি করলেন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল