অ্যাপশহর

2019 World Cup: নিউ জিল্যান্ডকে হারিয়ে টেবল-শীর্ষে অস্ট্রেলিয়াই, জয়ী ৮৬ রানে

এখনও পর্যন্ত বিশ্বকাপে ১১বার মুখোমুখি হয়েছে প্রতিপক্ষ এই দুই দেশ। এর মধ্যে আট বারই জিতেছে অস্ট্রেলিয়া। এদিনও সেই জয়ের ধারা অব্যাবত থাকে। এদিন আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৩ রান তোলে অস্ট্রেলিয়া। উসমান খাওয়াজা ৮৮ রানে অপরাজিত থাকেন।

EiSamay.Com 30 Jun 2019, 3:17 am
এই সময় ডিজিটাল ডেস্ক: শনিবার আবারও হারল নিউ জিল্যান্ড। এই নিয়ে বিশ্বকাপে পরপর দু'টি ম্যাচে তারা হরাল। এদিন, নিউ জিল্যান্ডকে ৮৬ রানে হারিয়ে গ্রুপ টেবলে শীর্ষেই থাকল অস্ট্রেলিয়া।
EiSamay.Com Aus


এখনও পর্যন্ত বিশ্বকাপে ১১বার মুখোমুখি হয়েছে প্রতিপক্ষ এই দুই দেশ। এর মধ্যে আট বারই জিতেছে অস্ট্রেলিয়া। এদিনও সেই জয়ের ধারা অব্যাবত থাকে। এদিন আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৩ রান তোলে অস্ট্রেলিয়া। উসমান খাওয়াজা ৮৮ রানে অপরাজিত থাকেন।

জবাবে, ১৫৭ রানেই অল-আউট হয়ে যায় নিউ জিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেছেন কেন উইলিয়ামসন।

মিচেল স্টার্ক ২৬ রানের বিনিময়ে ৫ উইকেট নেন। বিশ্বকাপে প্রথম নিউ জিল্যান্ড বোলার হিসেবে এদিন হ্যাটট্রিক করেছেন ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল