অ্যাপশহর

ভারতকে আবার হারাব: ধনঞ্জয়

ভারতের সঙ্গে শেষ আটবারের মোলাকাতে একটিই মাত্র ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা। কিন্তু ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাত উইকেটে শ্রীলঙ্কা হারিয়েছিল ভারতকে। সেই জয়ের দিকেই ইঙ্গিত ধনঞ্জয়ের।

EiSamay.Com 3 Jul 2019, 8:39 am
এই সময় ডিজিটাল ডেস্ক: এর মধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে শ্রীলঙ্কা। কিন্তু তাতে কী? ভারতকে হারিয়েই শ্রীলঙ্কার বিশ্বকাপ অভিযান শেষ করতে পারবে বলে মনে করছেন অফ স্পিনার ধনঞ্জয় ডি সিলভা। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তানের মতোই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে শ্রীলঙ্কা। শনিবার ভারতের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ।
EiSamay.Com srilanka’s only aim is to defeat india in the last match
শনিবার ভারতের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ


যে ম্যাচ নিয়ে ধনঞ্জয় উত্তেজিত। বলছেন, ‘আইসিসির টুর্নামেন্টে আমরা সব সময়ই ভারতের বিরুদ্ধে ভালো ফল করেছি। সদ্য আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারালাম। তাই আমাদের আত্মবিশ্বাস রয়েছে। পরের ম্যাচেও যা দেখা যাবে। তাই সেখানে আমরা ভারতে হারাতে পারি।’ সঙ্গে সংযোজন, ‘আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ম্যাচই জিততে। আমরা যদি ভারতকে হারাতে পারি, তা হলে পঞ্চমস্থানে শেষ করতে পারব।’

ভারতের সঙ্গে শেষ আটবারের মোলাকাতে একটিই মাত্র ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা। কিন্তু ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাত উইকেটে শ্রীলঙ্কা হারিয়েছিল ভারতকে। সেই জয়ের দিকেই ইঙ্গিত ধনঞ্জয়ের। আবার এর আগে ভারত বিশ্বকাপের ফাইনাল জিতেছিল শ্রীলঙ্কাকেই হারিয়ে। ফলে পরিসংখ্যান যে শুধুমাত্র শ্রীলঙ্কার দিকে এমন নয়। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এই বিশ্বকাপে তৃতীয় ম্যাচ জিতল শ্রীলঙ্কা। এর আগে ইংল্যান্ডকে হারিয়ে চমকে দেয় তারা। শনিবার তাদের বিরুদ্ধে নামছেন বিরাট কোহলিরা।

আগের ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথেউসকে বোলিং করানোর সিদ্ধান্তে তিনি নিজেও যে অবাক, তা বললেন ধনঞ্জয়। কারণ, এর আগে ১৮ মাস বল করেননি ম্যাথেউস। ধনঞ্জয়ের কথায়, ‘অ্যাঞ্জেলো নিজেই বল করতে চায় এবং ও যা চেয়েছিল তা করতে পেরেছে।’

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল