অ্যাপশহর

সানিয়াকে ট্রোল, পাশে শোয়েব আখতার

শোয়েব আখতারের বক্তব্যের অনুরণন শোনা যায় বীরেন্দ্র সহবাগের কণ্ঠে। তিনি বলেন, ‘পেশাগত জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবন মেলানো ঠিক নয়। পাকিস্তানের অনেক সমর্থক সানিয়াকে দোষ দিচ্ছে। ওর কী দোষ? শোয়েব মালিক ওর স্বামী।

EiSamay.Com 21 Jun 2019, 1:33 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সানিয়া মির্জাকে নিয়ে যে সাম্প্রতিক বিতর্ক হয়েছে, তাতে তাঁর পাশে দাঁড়ালেন শোয়েব আখতার। ভারতীয় টেনিস তারকাকে সমর্থন করলেন বীরেন্দ্র সহবাগও। সম্প্রতি সানিয়া মির্জা, শোয়েব মালিক লন্ডনের একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। তাঁদের অনুমতি না নিয়ে সেই ছবি তুলে কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। যা নিয়ে সানিয়া তীব্র আপত্তি করেন। পরে পাক অভিনেত্রী বীণা মালিকও তীব্র আক্রমণ করেন সানিয়াকে। জোরালো উত্তর দেন সানিয়া। সেই বিতর্ক নিয়েই সানিয়ার পাশে দাঁড়ালেন শোয়েব আখতার। বললেন, ‘সানিয়ার কপাল খারাপ। যখনই ভারত-পাক ম্যাচ হয়, তখনই সমর্থকেরা তাকে আক্রমণ করেন। হয় সেটা করে পাকিস্তানের সমর্থকরা, না হলে ভারতীয় সমর্থকরা। পাকিস্তান হারলেও ওকে আক্রমণ করা হয়, কারণ ওর স্বামী পাকিস্তানের হয়ে খেলে।’ সঙ্গে সংযোজন, ‘সানিয়া যদি ওর স্বামীর সঙ্গে ডিনার করতে যায়, এবং সঙ্গে যদি সন্তান থাকে, তা হলে অপরাধটা কী?’
EiSamay.Com Shoaib-Akhtar
শোয়েব আখতার


শোয়েব আখতারের বক্তব্যের অনুরণন শোনা যায় বীরেন্দ্র সহবাগের কণ্ঠে। তিনি বলেন, ‘পেশাগত জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবন মেলানো ঠিক নয়। পাকিস্তানের অনেক সমর্থক সানিয়াকে দোষ দিচ্ছে। ওর কী দোষ? শোয়েব মালিক ওর স্বামী। ওরা এক সঙ্গে ডিনারে গেলে সমস্যা কোথায়?’ বিতর্ক এমন পর্যায়ে পৌঁছয় যে, সানিয়ার স্বামী শোয়েব মালিককে টুইটারে লিখতে হয়, তাঁর পরিবারকে যেন অহেতুক আক্রমণ না করা হয়।

পাকিস্তানের একটি সংবাদমাধ্যম একটি প্রতিবেদনে লিখেছিল, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে সানিয়া-শোয়েব একটি শিসা ক্যাফেতে নিয়ে গিয়েছিলেন, যেখানে ঢালাও ধুমপানের ব্যবস্থা ছিল। এর পরই বিতর্ক ভিন্ন মাত্রা পায়। অনেকের মতো পাক অভিনেত্রী বীণা মালিকও আক্রমণ করেন সানিয়াকে, যা কদর্য চেহারা নেয়। ম্যাচের আগের দিন ডিনারে যাওয়া নিয়েও অনেকে প্রশ্ন তোলেন। তাতে পাক বোর্ড জানায়, ম্যাচের আগের দিন নয়, ম্যাচের দিন দুই আগে তাঁরা ডিনারে গিয়েছিলেন। যা নিয়েই প্রশ্ন তুলছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার।

শোয়েব বলছেন, ‘একজন ব্যক্তি ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় কী ভাবে মন্তব্য করা য়ায়? ওদের এই অধিকার কে দিয়েছে? তোমার টুইটারের মতো সোশ্যাল মিডিয়ায় একটা অ্যাকাউন্ট আছে মানেই তুমি যে কারও ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করবে, এটা হতে পারে না।’ একটু থেমে তাঁর সংযোজন, ‘ওর জন্য সত্যিই আমার খারাপ লাগে। ও ওর স্বামীর সঙ্গে কোথাও গেলে সেটা কী ভাবে ওর স্বামীর পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে? ও কি শোয়েব মালিককে বলেছিল, খারাপ খেলতে? শোয়েব মালিকের পারফরম্যান্সের সঙ্গে সানিয়ার ডিনারে যাওয়ার কী সম্পর্ক? ম্যাচ থাকলেও রাতে স্ত্রীর সঙ্গে ডিনারে গেলে সমস্যা কোথায়?’

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল