অ্যাপশহর

পাশে সচিন, তবুও সর্বকালের সেরা ক্রিকেটার স্টোকস! ICC-র পোস্ট ঘিরে তীব্র বিতর্ক

ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়ের পর পুরস্কার বিতরণের পালা। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন ব্রিটিশ অলরাউন্ডার বেন স্টোকস। সেই পুরস্কারই স্টোকসের হাতে তুলে দিচ্ছেন মাস্টার ব্লাস্টার। সেই পুরস্কার তুলে দেওয়ার ছবিটা আবার ট্যুইটারে পোস্ট করা হয়েছে ICC-র তরফে। সেখানে বেন স্টোকসকে সর্বকালের সেরা ক্রিকেটার বলে সম্বোধন করা হয়েছে। আর সচিন-সচিনই রয়ে গিয়েছেন সেই পোস্টে।

EiSamay.Com 16 Jul 2019, 12:37 pm

হাইলাইটস

  • ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়ের পর পুরস্কার বিতরণের পালা। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন ব্রিটিশ অলরাউন্ডার বেন স্টোকস।
  • সেই পুরস্কারই স্টোকসের হাতে তুলে দিচ্ছেন মাস্টার ব্লাস্টার। সেই পুরস্কার তুলে দেওয়ার ছবিটা আবার ট্যুইটারে পোস্ট করা হয়েছে ICC-র তরফে।
  • সেখানে বেন স্টোকসকে সর্বকালের সেরা ক্রিকেটার বলে সম্বোধন করা হয়েছে। আর সচিন-সচিনই রয়ে গিয়েছেন সেই পোস্টে।
EiSamay.Com Sachin-real
এই সময় ডিজিটাল ডেস্ক: এই ছবি দুনিয়ার মানুষের মনের গহীন কোণে গেঁথে থাকবে। ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়ের পর পুরস্কার বিতরণের পালা। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন ব্রিটিশ অলরাউন্ডার বেন স্টোকস। সেই পুরস্কারই স্টোকসের হাতে তুলে দিচ্ছেন মাস্টার ব্লাস্টার।
সেই পুরস্কার তুলে দেওয়ার ছবিটা আবার ট্যুইটারে পোস্ট করা হয়েছে ICC-র তরফে। সেখানে বেন স্টোকসকে সর্বকালের সেরা ক্রিকেটার বলে সম্বোধন করা হয়েছে। আর সচিন-সচিনই রয়ে গিয়েছেন সেই পোস্টে। আর ICC-র এমনতর কাণ্ড দেখেই বেজায় চটেছেন নেটপাড়ার মানুষজন।



কেউ বলছেন, 'তা ঠিক! কারণ সচিন তো আর শুধু ক্রিকেটার নন। তিনি ক্রিকেটের ভগবান।' আবার ক্রিকেটার হরভজন সিং লিখছেন, 'সত্যিই? এটা অন্যভাবে হওয়া উচিত ছিল...বিশ্বকাপ জেতার জন্য অনেক শুভেচ্ছা বেন স্টোকসকে।'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল