অ্যাপশহর

হারের পর মর্গ্যানকে খোঁচা অজি পুলিশের

ইংল্যান্ডের হারের পর কুইন্সল্যান্ডের পুলিশ টুইট করে লিখেছে, ‘ইংল্যান্ডের ক্রিকেট সমর্থকরা চোখের জল নিয়ে গাড়ি চালানোর ফলে ভোরের দিকে রাস্তায় গাড়ি চালানো কঠিন হচ্ছিল। ব্রিসবেনে সাবধানে গাড়ি চালান।’

EiSamay.Com 27 Jun 2019, 11:25 am
এই সময় ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার কাছে ৬৪ রানে হারার পরও ইংল্যান্ড অধিনায়ক ইওন মর্গ্যান বলছেন, ‘এখনও বিশ্বকাপে তাঁদের আশা শেষ হয়ে যায়নি।’ ক্যাপ্টেনের এই মন্তব্যের পরেও চর্চা থামানো যাচ্ছে না। ইংল্যান্ডের হারের পর কুইন্সল্যান্ডের পুলিশ টুইট করে লিখেছে, ‘ইংল্যান্ডের ক্রিকেট সমর্থকরা চোখের জল নিয়ে গাড়ি চালানোর ফলে ভোরের দিকে রাস্তায় গাড়ি চালানো কঠিন হচ্ছিল। ব্রিসবেনে সাবধানে গাড়ি চালান।’ এর পরপর এই টুইট শেয়ার হতে থাকে। রাসেল ক্রোর মতো অনেকেই যা শেয়ার করে সরস মন্তব্য করেন। দুই দেশের মধ্যে ম্যাচ হলে এমনই উৎকণ্ঠা থাকে দুই দেশের জনতার যা নিয়ে মজা করতে ছাড়েনি এ বার অস্ট্রেলিয়ার পুলিশও।
EiSamay.Com england captain is positive to reach world cup semi finals even after losing it to australia
মর্গ্যানকে খোঁচা অজি পুলিশের


তবে, চিরপ্রতিদ্বন্দ্বী দেশের কাছে হারের পর মর্গ্যান বলছেন, ‘আমার মনে হচ্ছে, আমাদের আত্মবিশ্বাস কিছুটা ধাক্কা খেয়েছে। কিন্তু, তার মানে এই নয়, যে এই হার ড্রেসিং রুমে আমাদের সবাইকে নাড়া দিয়ে গিয়েছে। সাধারণ ভাবে কোনও ম্যাচে হারলে আমরা ফিরে যাই, পরের ম্যাচে ভালো করার প্রতিশ্রুতি নিয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের পরও আমরা তেমনটাই করেছি।’ সঙ্গে যোগ করছেন, ‘এখনও আমাদের সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে। কিছুই হাতের বাইরে বেরিয়ে যায়নি। আমরা পরের দু’টো ম্যাচের মধ্যেই ঘুরে দাঁড়াব।’ ভারত এবং নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দু’টোর একটায় জিততে পারলেই ইংল্যান্ডের নক আউটে যাওয়া প্রায় নিশ্চিত। মর্গ্যান বলছেন, ‘আমাদের ভাগ্য আমাদের নিজেদের হাতে। পরের দু’টো ম্যাচে আমাদের পরিস্থিতি ঘোরাতে হবে। মনে হয়, আমরা পরিস্থিতি বদলাতে পারব।’

তবে, ইংল্যান্ড অধিনায়ককে সমালোচনা করতে ছাড়ছেন না প্রাক্তন স্টার কেভিন পিটারসেনও। তিনি টুইট করে লিখেছেন, স্টার্ককে খেলতে ভয় পাচ্ছেন মর্গ্যান। প্রাক্তন ক্যাপ্টেন নাসের হেুাসেন নিজের কলামে লিখেছেন, ‘সরি ইওন, তোমার টিমের বোলিং দারুণ কিছু নয়। বলছি না, ইংল্যান্ড বিশ্বকাপের বাইরে চলে গিয়েছে। কিন্তু বলতে হচ্ছে, আরও উন্নতি করতে হবে।’

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল