অ্যাপশহর

ভারতই চাপে, বলছেন সরফরাজ

এমনিতে এক ঝলক দেখলে আর পাঁচটা হাসিখুশি যুবকের সঙ্গে তফাত্ করা কঠিন৷ কিন্ত্ত সরফরাজ আমেদকে ক্যাপ্টেন করার পিছনে পাক বোর্ডের কর্তাদের একটাই যুক্তি ছিল৷

EiSamay.Com 4 Jun 2017, 1:24 pm
সব্যসাচী সরকার ■ বার্মিংহ্যাম
EiSamay.Com icc champions trophy 2017 no pressure for iccchampions trophy clash against india says sarfraz ahmed
ভারতই চাপে, বলছেন সরফরাজ

এমনিতে এক ঝলক দেখলে আর পাঁচটা হাসিখুশি যুবকের সঙ্গে তফাত্ করা কঠিন৷ কিন্ত্ত সরফরাজ আমেদকে ক্যাপ্টেন করার পিছনে পাক বোর্ডের কর্তাদের একটাই যুক্তি ছিল৷ ছেলেটা কথায় কথায় এটা নেই , ওটা নেই বলে অভিযোগ করে না৷ কোনওরকম দলবাজির মধ্যে নেই , নিঃশব্দে নিজের কাজটা করে যায়৷ এই প্রথম এত বড় টুর্নামেন্টে ক্যাাপ্টেন্সির দায়িত্ব৷ কিন্ত্ত এজবাস্টনের প্রেস রুমে যে পাক অধিনায়ককে দেখলাম , তাঁকে যথেষ্ট চনমনে আর ক্ষুধার্ত দেখাচ্ছে৷ চাপমুক্ত থাকলে যেমন দেখায়৷ ‘আমাদের উপর কোনও চাপ নেই৷ সবাই রিল্যাক্সড৷ আমরা নই , আসলে ভারতই চাপে৷ আমাদের র্যাঙ্কিং ওদের নীচে৷ আমরা অনেক খোলা মনে খেলব ,’ উর্দুতে বলছিলেন সরফরাজ৷

এতেই শেষ নয়৷ পাক অধিনায়ক প্রতিশ্রীতি দিচ্ছেন , আজ অন্য পাকিস্তানকে দেখবে ক্রিকেট দুনিয়া৷ কীরকম সেটা ? তাঁর মুখেই শুনুন , ‘কিছু নতুন জিনিস দেখতে পাবেন , যা আগে পাকিস্তান টিমে দেখা যেত না৷ আউট অফ দ্য বক্স৷ আমাদের বোলিং অ্যাটাক খুব ভালো৷ বিশ্বমানের পেসার আছে , লেগ স্পিনার আছে , বাঁ হাতি স্পিনার আছে৷ বোলিং বৈচিত্র্যটা পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করব৷ ’ম্যাচের ২৪ ঘন্টা আগে ১২ জনের টিম ঘোষণাতেও চমক দিয়েছে পাকিস্তান৷ কোচ মিকি আর্থার টিম জানাতেই প্রেস রুমে পাকিস্তানি সাংবাদিকদের মুখ চাওয়াচাওয়ি শুরু৷ বাঁ হাতি জুনেইদ খানই বাদ ! যিনি বিরাটের বিরুদ্ধে চারবার নেমে চারবারই তাঁকে আউট করেছিলেন৷ স্বভাবতই প্রশ্নটা উঠতই , উঠলও৷ বিরাটের বিরুদ্ধে এত ভালো রেকর্ড থাকা সত্ত্বেও কেন ছেঁটে ফেলা হল জুনেইদকে ? শান্ত গলায় সরফরাজের প্রতিক্রিয়া , ‘মানছি কোহলির বিরুদ্ধে ওর রেকর্ড ভালো৷ কিন্ত্ত সেটা চার -পাঁচ বছর আগেকার কথা৷ এই ম্যাচে আমরা যে কম্বিনেশনে খেলতে চাইছি , সেখানে হাসান আলিকে বেশি কাজে লাগবে বলে মনে হয়েছে৷ পরের ম্যাচে অন্য কম্বিনেশন ভাবলে ফিরতেই পারে জুনেইদ৷ ’

বিরাট কোহলির উইকেটই যে তাঁর টিমের কাছে সবচেয়ে জরুরি হতে যাচ্ছে , মানছেন পাক অধিনায়ক৷ ‘হ্যাঁ, আমাদের টার্গেট হবে যত তাড়াতাড়ি সম্ভব কোহলির উইকেটটা তুলে নেওয়া৷ আমরা জানি , ওকে তাড়াতাড়ি ফেরাতে পারলে ভারতীয় ব্যাটিংকে চাপে ফেলে দেওয়া যাবে ,’ অকপট স্বীকারোক্তি তাঁর৷ ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে ০ -১১ রেকর্ড, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২-১ রেকর্ড, এই ম্যাচের বাড়তি প্রত্যাশা , আট নম্বর র্যাঙ্কিং , এগুলো আজকের ম্যাচে কোথাও কোনও প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে না সরফরাজের৷ সাফ বলছেন , ‘টিভিতে কী বলা হচ্ছে বা খবরের কাগজে কী বেরোচ্ছে , সোশ্যাল মিডিয়ায় কী প্রতিক্রিয়া হচ্ছে , এগুলো থেকে একেবারে সরে এসে গত বারো দিন ধরে এই টুর্নামেন্টের জন্য প্রস্ত্ততি নিয়েছি আমরা৷ র্যাঙ্কিংয়ে কিছু এসে যায় না৷ আমাদের যা বোলিং , ঠিকঠাক পারফর্ম করলে নিশ্চয়ই ভারতকে হারানো সম্ভব৷ ’ সঙ্গে সংযোজন , ‘অতীত রেকর্ড এই টুর্নামেন্টে জরুরি হবে না৷

ম্যাচের দিন যে ভালো ক্রিকেট খেলবে , সেই ম্যাচ নিয়ে যাবে৷ ’কোচ মিকি আর্থার দায়িত্ব নেওয়ার থেকেই বলে আসছেন , পাকিস্তান যে ঘরানার ক্রিকেটটা খেলে এসেছে , সেটা পুরোনো এবং অচল৷ তাঁর মতে , এখন আর ওভার প্রতি পাঁচ রান তুলছি বা বিপক্ষকে বেশি রান করতে দিচ্ছি না , এই থিওরি চলে না৷ ম্যাচ জিততে হলে এখন রান আটকানো নয় , উইকেট লাগবে৷ যে কারণে বলছেন , ‘আমাদের টিম পুরোনো ভাবনায় আটকে থাকবে না৷ আমরা ভারতের উইকেটের জন্য ঝাঁপাব৷ ’অস্ট্রেলিয়া -নিউ জিল্যান্ড ম্যাচে যা উইকেট হয়েছিল , রবিবারের উইকেটে তার চেয়ে বাড়তি গতি থাকবে বলে ধারণা পাক কোচের৷ ‘এই উইকেটে বল যাবে৷ যেটাকে আমাদের বোলারদের কাজে লাগাতে হবে৷ আমরা তৈরি৷ ’ এতেই শেষ নয়৷ ১৮ বছরের লেগস্পিনার শাদাব খানকেও সম্ভাব্য ম্যাচ উইনার বলে দিচ্ছেন আর্থার৷ ‘বয়স কোনও ফ্যাক্টর নয়৷ গুড এনাফ ইজ ওল্ড এনাফ৷ শাদাব ম্যাচ জেতাতে পারে বলেই টিমে আছে ,’ বলছেন কোচ৷
কী দাঁড়াচ্ছে ? হুঙ্কারই দিচ্ছে পাকিস্তান !

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল